এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মমতার বিধায়ক পদের শপথগ্রহণের সময়ের পরিবর্তন করলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে বিধানসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় সহ নব নির্বাচিত দুই তৃণমূল বিধায়ককে শপথ বাক্য পাঠ করাতে রাজি হয়েছেন রাজ্যপাল। কে শপথবাক্য পাঠ করাবে? কোথায় হবে অনুষ্ঠান? টানা দু’দিন ধরেই এই বিষয়ে রাজভবন ও বিধানসভার মধ্যে ঠাণ্ডা লড়াই চলতে থাকে। রাজ্যপাল সংবিধান দেখিয়ে জানান তিনিই শপথবাক্য পাঠ করাবেন। এদিকে রাজভবনে শপথবাক্য পাঠের অনুষ্ঠান হলে তা বয়কট করার কথা জানিয়ে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়। কিন্তু সেই বিতর্কে না গিয়ে আজই টুইট করেন রাজ্যপাল জানিয়ে দেন আগামী ৭ অক্টোবর বেলা ১১ টা ৪৫ মিনিটে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ও বাকি দুই বিধায়কের শপথ বাক্য পাঠ। কিন্তু সেই টুইট সংশোধন করে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়কে রাজ্যপাল জগদীপ ধনকড় জানান, ১১ টা ৪৫ নয়, ৭ অক্টোবর দুপুর ২ টার সময় হবে শপথগ্রহণ অনুষ্ঠান।

ভবানীপুর উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ তারিখ বিধায়ক পদে শপথ নেবেন তিনি। সঙ্গী হিসেবে রয়েছেন জঙ্গিপুরের জাকির হুসেন ও সামশেরগঞ্জের আমিরুল ইসলাম। বিতর্ক বন্ধ করতেই রাজ্যপাল স্বয়ং টুইট করে বিধানসভায় গিয়ে শপথ গ্রহণদের বিষয়টি জানান। আগামী ৭ অক্টোবর তিনি নিজেই যাবেন বিধানসভা ভবনে আর সেখানে গিয়েই তিনি শপথবাক্য পাঠ করাবেন মুখ্যমন্ত্রী সহ দুই নবনির্বাচিত বিধায়ককে। আর এই টুইতেই কার্যত যাবতীয় দ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটিয়ে দিয়েছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ নবনির্বাচিত আরও দুই বিধায়ক জাকির হুসেন ও আমিরুল ইসলামকে বিধায়ক হিসাবে শপথবাক্য পাঠ করাতে চান রাজ্যপাল। তবে সেই শপথবাক্য পাঠের অনুষ্ঠান কোথায় হবে তা নিয়েই সঙ্ঘাত দেখা দিয়েছিল। তবে মনে করা হচ্ছে রাজ্যপালের টুইট সেই সঙ্ঘাতের পথে ইতি টেনে দেয়।

বিধায়কদের বিধানসভায় শপথ নেওয়াবেন বিধানসভার অধ্যক্ষ। এটাই প্রচলিত রীতি ও প্রথা। কিন্তু সম্প্রতি রাজ্যপাল জগদীপ ধনখড় বিধানসভার সচিবালয়কে চিঠি দিয়ে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে এলে তিনি নিজেই তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। আর তা নিয়েই শুরু হয় সঙ্ঘাত। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় চাইছিলেন, সংসদীয় রীতি মেনে তিনি নিজেই মুখ্যমন্ত্রী সহ আরও ২ বিধায়ককে বিধানসভায় শপথবাক্য পাঠ করাতে। আর রাজ্যপাল যদি নিতান্তই নিজে মমতাকে শপথবাক্য পাঠ করাতে চান, তাহলে তিনি যেন বিধানসভায় উপস্থিত থেকে মমতাকে শপথবাক্য পাঠ করান। বস্তুত বিধানসভার অধিকাংশ বিধায়কই চাইছিলেন শপথগ্রহণ অনুষ্ঠান হোক বিধানসভা ভবনে। আর সেখানে অধ্যক্ষই শপথবাক্য পাঠ করান, তেমনটাই ইচ্ছা ছিল তাঁদের। একান্তই যদি রাজ্যপাল গোঁ আর জেদ ধরেন যে তিনিই শপথবাক্য পাঠ করাবেন তাহলে রাজ্যপাল যেন বিধানসভা ভবনে এসে তা পাঠ করান। এমনকি যদি রাজ্যপাল জোর করে সেই শপথগ্রহণ অনুষ্ঠান রাজভবনে করাতে চান সেক্ষেত্রে সেখানে উপস্থিত নাও থাকতে পারেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিশ্ব হাসি দিবসে প্রকাশিত হল প্রয়াত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক নকশা

সোমবার থেকে বঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা উধাও, ধেয়ে আসছে ঝড় – বৃষ্টি

শ্লীলতাহানির অভিযোগ: রাজভবনের কর্মীদের মুখ বন্ধের নির্দেশ রাজ্যপালের

সম্পত্তি হাতাতে ভাইকে পিটিয়ে খুন, নিউটাউনের বাড়ি থেকে উদ্ধার মৃতদেহ

‘সন্দেশখালি বিজেপি করেছে, সিপিএম আর কংগ্রেস ধুনো দিয়েছে’, দাবি কুণালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর