এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

রাজ্যে শিক্ষক পদ আরও বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। সম্প্রতি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডির আধিকারিকরা। তার মাঝে শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার ছিল বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ পুরস্কার প্রদানের অনুষ্ঠান। কলকাতার নজরুল মঞ্চে সেই সম্মাননা প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন মমতা বলেন, ‘এসএসসি চাকরিপ্রার্থীদের বঞ্চনায় আমি দুঃখিত, ব্যথিত। তাঁদের পাশে থাকতে যে নিয়োগ হয়নি, সেগুলিই শুধু নয়, আমি এই পদের সংখ্যা বাড়িয়ে দিলাম।’ অর্থাৎ মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর রাজ্যে শিক্ষক নিয়োগের পদ আরও বাড়ল। পদ বাড়লে আরও বেশকিছু চাকরিপ্রার্থী শিক্ষক পদে নিয়োগ পাবেন। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘সেদিন শুনলাম চাকরির পরীক্ষা দিয়েও কয়েকজন বঞ্চিত। ওরা ধরনায় বসেছে, অনশন করছে। আমি সেখানে গিয়েছিলাম। কথা দিয়েছিলাম, ওদের পাশে থাকব। আমি এবারের ক্যাবিনেটে প্রস্তাব দেব, যে ক’জন বঞ্চিত, তাঁরা ছাড়াও আরও বেশি পোস্ট ক্রিয়েট করে দিচ্ছি।’

উল্লেখ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে গত শুক্রবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযানে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেখানে পার্থ চট্টোপাধ্যায়কে বেশ কিছুক্ষণ ধরে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা। পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়ে নগদ ২১ কোটি ৯০ লাখ টাকা বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা। কলকাতা হাইকোর্টের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য সোমবার ভুবনেশ্বরে এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করার পর এদিনই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সোমবার নজরুল মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান, যে মহিলার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তাঁর সঙ্গে দলের বা সরকারের কোনও সম্পর্ক নেই। পাশাপাশি তিনি বলেন, যে অন্যায় করেছে, সে শাস্তি পাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লক্ষীর ভান্ডার নিয়ে অমিত শাহকে খোঁচা চন্দ্রিমার

দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে ,পৌঁছে যাবে ৪০ ডিগ্রির ঘরে

মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে ফের নালিশ তৃণমূলের

একই দেহে ফুসফুস এবং হৃদপিণ্ড প্রতিস্থাপন করে নয়া রেকর্ড গড়ল এসএসকেএম

ব্যক্তিগত কারণ দেখিয়ে অভিজিতের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত

রাজ্যপালের বিরুদ্ধে ওড়িশি নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগের রিপোর্ট জমা পড়েছে নবান্নে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর