এই মুহূর্তে




শরদ পাওয়ারের বাড়িতে হামলার ঘটনায় প্রতিবাদ টুইট মমতার




নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রে গত পাঁচ মাস ধরে হরতাল করছেন সেখানকার রাজ্য বাস পরিবহণ নিগমের কর্মচারিরা। সম্প্রতি বম্বে হাইকোর্ট বিক্ষোভকারী পরিবহণ কর্মীদের হরতাল বন্ধ রেখে আগামী ২২ এপ্রিল থেকে কাজে ফেরার নির্দেশ দিয়েছে। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। এরপরেই শুক্রবার মুম্বইয়ে(Mumbai) এনসিপি প্রধান শরদ পাওয়ারের(Sharad Pawar) সিলভার ওক আবাসনের বাইরে বিক্ষোভ দেখান মহারাষ্ট্র রাজ্য পরিবহণ নিগমের শতাধিক কর্মী। বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাঁরা পাওয়ারের বাড়ি লক্ষ্য করে চটি-জুতো ছোঁড়ার পাশাপাশি পাথরও ছোড়েন। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, তাঁরা ৫ মাস ধরে হরতাল বিক্ষোভ করলেও তাঁদের দাবিদাওয়া পূরণ হবে কিনা তা নিয়ে কোনও আশ্বাসও দেননি পাওয়ার। কার্যত কর্মীদের অভাব বা অভিযোগ শুনতে ব্যর্থ হয়েছেন তিনি। সেই হামলার ঘটনার জেরেই এবার তীব্র প্রতিবাদ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

শনিবার এই নিয়ে টুইট করে মমতা জানিয়েছেন, ‘ভারতের অন্যতম প্রবীণ রাজনীতিবিদের বাড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দা করছি। একইসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এই ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার যে কথা ঘোষণা করেছেন তারও প্রশংসা করছি।’ উল্লেখ্য, গতকালকেই ওই ঘটনায় বিক্ষোভকারীদের হটাতে পথে নেমেছিল বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের অধিকাংশকে স্থানীয় ইয়ালো গেট থানায় আটক করে নিয়ে যাওয়া হয়। তারপরেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালস এই ঘটনায় তদন্তের নির্দেশ দেন। এদিন মমতা টুইট করে কার্যত বুঝিয়ে দিলেন কংগ্রেসকে সঙ্গে নিয়ে হোক বা তাদের বাদ দিয়েই হোক বিজেপি বিরোধী যে জোট তিনি জাতীয় স্তরের রাজনীতিতে গড়ে তুলতে চাইছেন তাতে রীতিমত গুরুত্ব দেওয়া হবে শরদ পাওয়ারকে। তাঁর ওপর কোনও হামলার ঘটনাই মেনে নেওয়া হবে না। উল্লেখ্য এনসিপি’র(NCP) তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে শরদ পাওয়ারের বাড়িতে হামলার ঘটনায় জড়িত রয়েছে বিজেপি। তাঁরাই বিক্ষোভকারীদের ভুল বুঝিয়ে এই হামলার ঘটনা ঘটিয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘কুলতলির ঘটনাতে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার হোক, সেটাই চাই’, জানালেন মুখ্যমন্ত্রী

পার্ক স্ট্রিট থানায় মহিলা সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানি

সরলেন বাবুন, এলেন সুজিত, পুজোর আবহেই বদল Hockey Bengal-এ

‘কর্মবিরতি করলেন আবার ৩২ হাজার টাকা স্টাইপেন্ডও নিলেন’, ডাক্তারদের নিশানা কল্যাণের

অসুর হয়ে হাজির বৃষ্টি, হকার- ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ

কোল্ড ড্রিঙ্কস অমলেট! পুজোর কলকাতা মাতাচ্ছে নতুন স্ট্রীট ফুড

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর