এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

হকারদের পাশে মমতা, ৩ দফায় মিলবে ৮০ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি: আরও একটা মানবিক পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন রাজ্য সরকারের(West Bengal State Government)। এবার হকারদের(Hawkers) পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে মমতার সরকার। রাজ্যের সব পুরসভা(Municipalities) ও পুরনিগম(Municipal Corporation) এলাকার হকারদের এই সুযোগ দেওয়া হবে। সামনেই উৎসবের মরশুম। আর পুজো মানেই কেনাকাটার ধুম। এই সময়ে হকাররা নানা পণ্যসামগ্রী পাইকারি দরে কেনেন ভালো ব্যবসার আশায়। কিন্তু হাতে টাকা কম থাকলে অনেকে ব্যবসা বাড়াতে পারেন না। এই পরিস্থিতিতে তাঁদের স্বাবলম্বী করে তুলতে তিন দফায় মোট ৮০ হাজার টাকা ঋণ(Bank Loan) দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দফায় দেওয়া হচ্ছে ১০ হাজার টাকা। সেই টাকা শোধ করলে দ্বিতীয় দফায় দেওয়া হবে ২০ হাজার টাকা ঋণ। ঋণ শোধের সর্বোচ্চ সময়সীমা ১ বছর। ওই ঋণ নির্ধারিত সময়ের মধ্যে শোধ করলে সংশ্লিষ্ট হকার পাবেন আরও ৫০ হাজার টাকা। ব্যাঙ্কগুলি এই ঋণ দেবে। তাদের নির্ধারিত সুদের হারের ওপর ৭ শতাংশ ছাড় পাবেন হকাররা। এর জন্য হকারদের যে পুরসভা বা পুরনিগম এলাকায় তাঁরা ব্যবসা করেন সেই এলাকার পুর কর্তৃপক্ষের কাছে গিয়ে আবেদন করতে হবে তাঁদের।

আরও পড়ুন কেন্দ্রের সিদ্ধান্তে ধাক্কা বাংলার চাল রফতানিতে, ক্ষতি কৃষকদেরও

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই ঋণ পেতে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন পুরসভা ও পুরনিগম এলাকা মিলিয়ে মোট ৭৫ হাজার ২৭২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৪৬ হাজার ৫৬৯টি আবেদন অনুমোদিত হয়েছে। ৩৫ হাজার ৩৩৮ জন হকার ইতিমধ্যে ঋণ পেয়েও গিয়েছেন। বিভিন্ন ব্যাঙ্ক থেকে এই খাতে এখনও পর্যন্ত দেওয়া ঋণের পরিমাণ ৩৯ কোটি ৩১ লক্ষ টাকা। ইতিমধ্যে ব্যাঙ্ক ৫২ কোটি ৪৭ লক্ষ টাকার ঋণ অনুমোদন করেছে। প্রশাসনিক সূত্রে খবর, গ্রামীণ এলাকার কোনও বাসিন্দা পুর-এলাকায় হকারি করলে তিনিও এই সুবিধা পাবেন। মূলত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি থেকেই ঋণ দেওয়া হচ্ছে। বেসরকারি ব্যাঙ্কও যাতে ঋণ দেয়, তার জন্য সরকারি স্তরে উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর। আরও জানা গিয়েছে, ঋণ নেওয়ার ক্ষেত্রে এখনও পর্যন্ত বর্ধমান পুরসভার পারফরম্যান্স সবচেয়ে ভালো। এরপর রয়েছে ব্যারাকপুর মহকুমার একাধিক পুরসভা। প্রত্যেক পুরসভায় এই প্রকল্পের জন্য একজন করে নোডাল অফিসার রয়েছেন।

আরও পড়ুন ‘খেলা হবে’ প্রকল্পের মজুরি খুব খারাপ হবে না, নূন্যতম ২৩০টাকা

পুজোর আগে হকাররা এই টাকা পেলে ব্যবসার ক্ষেত্রে প্রভূত সুবিধা হবে বলে আশাবাদী সরকারি কর্তারা। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের আধিকারিকদের দাবি, রাজ্য সরকারের লক্ষ্য হল, অধিক সংখ্যক হকারকে এই প্রকল্পের সুবিধা দেওয়া। তার জন্য সবক’টি পুরসভাকে উদ্যোগী হতে বলা হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, বাজারের সার্বিক বেচাকেনার একটা বড় অংশ হকারদের নিয়ন্ত্রণেই রয়েছে। কিন্তু তাঁদের ব্যবসা বাড়াবার জন্য ব্যাঙ্ক ঋণ পাইয়ে দেওয়ার সরকারি উদ্যোগ ইতিপূর্বে খুব একটা দেখা যায়নি। তুলনামূলক বড় ব্যবসায়ী যাঁরা, তাঁদের নির্দিষ্ট দোকানঘর বা ব্যবসার স্থায়ী আস্তানা থাকে বলে প্রয়োজন অনুযায়ী ব্যাঙ্ক ঋণ পেতে সমস্যা হয় না। কিন্তু হকাররা স্বাভাবিকভাবেই সেই সুযোগ পান না। তাই এই প্রকল্পে তাঁরা যে অনেকটা সুরাহা পাবেন, বলাই বাহুল্য।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুক্রবার রাতে নির্বাচনী জনসভায় যোগ দিতে কলকাতায় এলেন নরেন্দ্র মোদি

রাজভবনের পিস রুম মহিলাদের পিস হেভেনে পরিণত হয়েছে, কটাক্ষ চন্দ্রিমার

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রাজভবনের মহিলা কর্মীর

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

তৃণমূলের তারকা প্রচারের তালিকা থেকে বাদ পড়লেন কুণাল

প্রথম চেষ্টাতেই মাধ্যমিক পাশ করে চমকে দিলেন ফুটপাতের প্রিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর