এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘খেলা হবে’ প্রকল্পের মজুরি খুব খারাপ হবে না, নূন্যতম ২৩০টাকা

কৌশিক দে সরকার: কংগ্রেস পরিচালিত এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে চলা UPA Government প্রায় দেড় দশক আগে দেশে ১০০ দিনের কাজের প্রকল্প বা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প(MGNREGA) চালু করে। ২০০৫ সালে এই প্রকল্প চালু করার জন্য আইন প্রনীত হয় এবং ২০০৮ সালের ১ জানুয়ারি থেকে তা দেশজুড়ে লাগু হয়। অথচ সেই প্রকল্পেই কেন্দ্রের বর্তমান ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার প্রায় দেড় বছর ধরে বাংলার(Bengal) প্রাপ্য ৭ হাজার ২৯ কোটি ৪৭ লক্ষ টাকা আটকে রেখেছে। আর তার জেরে বাংলার প্রায় দেড় কোটি Jobcard Holders তাঁদের মজুরি পাচ্ছেন না। এবার সেই সব মানুষকে কাজ দিতেই একুশের মঞ্চ থেকে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বাংলার নিজস্ব ১০০ দিনের কাজের প্রকল্প চালুর কথা ঘোষণা করেছেন। সেই প্রকল্পের নাম ‘খেলা হবে’(Khela Hobe)। এবার নবান্ন সূত্রে জানা গিয়েছে সেই প্রকল্পের মজুরি খুব খারাপ হবে না। নূন্যতম প্রতি ব্যক্তি ১ দিনের কাজের জন্য ২৩০টাকা করে পাবেন।

আরও পড়ুন ‘বিজেপি আজ কোথায় গেল বেটি বাঁচাও বেটি পড়াও’, সরব মমতা

১০০ দিনের কাজের প্রকল্পে মোদি জমানায় বাংলা দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে তৃণমূল জমানায়। কেননা কেন্দ্রের প্রকল্পে বছরে ৪০ দিনের বেশি কাউকে কাজ দেওয়া যায় না। কিন্তু বাংলার ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই জায়গায় বছরে ৫০ থেকে ৬০ দিনের কাজও দিয়েছেন এই প্রকল্পের Jobcard Holders-দের। গোটা দেশে এখন ১৫ কোটি Jobcard Holders রয়েছেন। তারমধ্যে বাংলায় এখন Jobcard Holders-দের সংখ্যা ১ কোটি ৪৩ লক্ষ। অর্থাৎ গোটা দেশের তুলনায় ১১ শতাংশ Jobcard Holders রয়েছেন বাংলাতেই। যদিও বাংলায় কার্যকরী Jobcard Holders সংখ্যা এক কোটি চার লক্ষ।  নানা কারণে তাঁরা ৩৯ লক্ষ জব কার্ড হোল্ডার কাজে আসেন না। কিন্তু তাঁরা ভুয়ো হোল্ডার নন। কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা আটকে দেওয়ায় এই মানুষেরাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন। পরিসংখ্যান বলছে বাংলার বুকে ২০২২’র এপ্রিল থেকে প্রকল্পের কাজ বন্ধ হওয়ায় বাংলার শ্রমিকরা ৩,৮৯২ কোটি থেকে ৬,০৪৬ কোটি টাকার মজুরি হারিয়েছেন। সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন মহিলা শ্রমিকরা। তারা ১৮৭০ কোটি থেকে ২৭৫৮ কোটি টাকার মজুরি হারিয়েছেন।  

আরও পড়ুন ‘তৃণমূল শুদ্ধ লোহা, যত পোড়াবে তত শক্তিশালী হবে’, গর্জন অভিষেকের

২০২৩-২৪ কেন্দ্রীয় বাজেটে মোদি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ১০০ দিনের কাজের প্রকল্পের জন্য মাত্র ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ করেন। ২০২২-২৩ অর্থবর্ষের তুলনায় তা ছিল ৩৩ শতাংশ কম। তখন প্রশ্ন উঠে গিয়েছিল এত কম বরাদ্দে দেশজুড়ে ১৫ কোটি Jobcard Holders-দের বছরে মাত্র ১৭ দিন কাজ দেওয়া যাবে। দেশের সব Jobcard Holders-কে বছরে অন্তত ৪০ দিন করে কাজ দিতে ১ লক্ষ ২৪ হাজার কোটি টাকার প্রয়োজন। কিন্তু বরাদ্দ হয়েছে তার অর্ধেক। অন্যদিকে, বকেয়ারই পরিমাণ ১৬ হাজার ৭০ কোটি। এর মধ্যে বাংলাই পাবে ৭ হাজার ২৯ কোটি ৪৭ লক্ষ টাকা। এসব দেখে অনেক বিশেষজ্ঞই মনে করছেন কেন্দ্র সরকার আদতে এই প্রকল্প বন্ধ করে দিতে চাইছে। তাই না বকেয়া মেটানো হচ্ছে না বরাদ্দ অর্থের পরিমাণ বাড়ানো হচ্ছে। আর এইসব দেখেই বাংলার মুখ্যমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দিনে যদি এই প্রকল্প মোদি সরকার বন্ধও করে দেয় তাহলেও আর বাংলার Jobcard Holders-রা বঞ্চিত হবেন না। তাঁরা অন্তত বছরে ৫০ দিন কাজ পাবেন।  

আরও পড়ুন গ্রামীণ উন্নয়নে বাংলাকে ২৩০০ কোটি টাকা দিচ্ছে NABARD

এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জানিয়েছেন, ‘নিয়ম অনুযায়ী কেন্দ্রের ওই প্রকল্পে ১০০ দিন কাজ পাওয়ার নিশ্চয়তা থাকলেও মোদি সরকার বাংলায় বছরে ৩০ দিনের বেশি কাজ দিতে পারেনি। আমরা অন্তত ৪০ থেকে ৫০ দিনের কাজ দেব।’ তাঁর এই ঘোষণায় স্বভাবতই উচ্ছ্বাস ছড়িয়ে যায় জনসমুদ্রে। বাংলায় ১০০ দিনের কাজের প্রকল্পে অদক্ষ শ্রমিকদের ২৩০ টাকা দৈনিক মজুরি দেওয়া হয়ে থাকে। স্বল্প দক্ষ ও বিশেষভাবে দক্ষ শ্রমিকদের যথাক্রমে ৩৩৪ টাকা এবং ৪৪৬ টাকা দৈনিক মজুরি দেওয়া হয়ে থাকে। চলতি বছরের ১ এপ্রিল থেকে কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের প্রকল্পে মজুরির হার বাড়িয়েছে ২ থেকে ১০ শতাংশ পর্যন্ত। এক একটি রাজ্যে এক এক রকম হারে মজুরি বাড়ানো হয়েছে। অর্থাৎ ভিন্ন ভিন্ন রাজ্যের ক্ষেত্রে করে কর্মীদের মজুরি ৭ টাকা থেকে শুরু করে ২৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। সেই হিসাবে এপ্রিল মাসের ১ তারিখ থেকে রাজস্থানের কর্মীদের দৈনিক মজুরি বৃদ্ধি পেয়ে ৩৫৭ টাকা হয়েছে। বাংলায় এই হারে মজুরি দেওয়া না গেলেও পূর্বতন হারেই ‘খেলা হবে’ প্রকল্পের জন্য মজুরি মিলবে বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শান্তিপুরে অবসরপ্রাপ্ত বৃদ্ধের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য

শুভেন্দু অধিকারী ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের তমলুক থানায়

ঝাড়গ্রাম লোকসভা আসনে সিপিএমের উত্থানে সংকটে বিজেপি

স্ত্রী চলে যাওয়ার অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্বামী

ঝাড়গ্রামে ডোবাতে পড়ে যাওয়া হাতিকে উদ্ধারে ব্যর্থ বন দফতর ,অবশেষে মৃত্যু

দু চোখ অন্ধ থাকলেও মাধ্যমিক পরীক্ষায় তাক লাগানো ফল এক জন্মান্ধ মেয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর