এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

১০ বছরে খরচ ১৬ হাজার কোটি, মডেল মমতার কন্যাশ্রী

নিজস্ব প্রতিনিধি: হাঁটি হাঁটি পা পা। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এক দশকে সেই ছোট্ট ছোট্ট পায়ে হেঁটেই বিশ্ববাসীর কাছে এক নয়া নজীর, এক নয়া রেকর্ড এবং অবশ্যই এক নিঃশব্দ বিপ্লব ঘটিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) কন্যাশ্রী(Kanyasree)। স্কুলছুটের সংখ্যা কমাতে এবং বাল্যবিবাহ রুখতে ২০১৩ সালে মুখ্যমন্ত্রী কন্যাশ্রী প্রকল্প চালু করেন। আর্থিকভাবে দুর্বল পরিবারের বহু মেয়ের আগে পড়া বন্ধ হয়ে যেত। কম বয়সে বিয়েও হয়ে যেত অনেক মেয়ের। আবার অপুষ্ট শরীরে মা হয়ে গিয়ে অনেক মেয়েই মারা যেত। এই ছবিটাই বদলে দিতে চেয়েছিলেন বাংলার অগ্নিকন্যা। পেরেওছেন। ২০১৩ থেকে ২০২৩। এই ১০ বছরে কন্যাশ্রী প্রকল্পে মমতার সরকার খরচ করেছে ১৬ হাজার কোটি টাকা। আর রেজাল্ট? কেন্দ্র সরকারের তথ্য বলছে বাংলায় মাধ্যমিক স্তরে স্কুলছুটের(School Dropout) হার ১৬.২৩ শতাংশ থেকে কমে হয়েছে ১.৭৪ শতাংশ। উচ্চ মাধ্যমিক স্তরেও ১৫.৪ শতাংশ থেকে ৭.০৮ শতাংশ।

আরও পড়ুন বাংলার ভোটে কেন জাতীয় মানবাধিকার কমিশন, প্রশ্ন সুপ্রিম কোর্টের

গত ১০ বছরে কন্যাশ্রীতে উপকৃত মেয়ে বা বেনিফিশিয়ারির সংখ্যা হয়েছে ৮১ লক্ষ ১৮ হাজার ৩৪৫ জন। আর চলতি অর্থবর্ষ পর্যন্ত এজন্য খরচ করা হয়েছে ১৬ হাজার কোটি টাকা। এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছেছে। কন্যাশ্রী প্রকল্পের প্রথম দু’টি ভাগের অর্থাৎ K-1 ও K-2 রূপায়ণের দায়িত্বে রয়েছে রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর। প্রথম দু’টি ভাগ মিলিয়েই ১০ বছরের উপভোক্তার সংখ্যা ১৮ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। আর K-3’র দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতরকে। শুরুর দিকে ১৩-১৮ বছর বয়স পর্যন্ত K-1’র অধীনে প্রত্যেক উপভোক্তা পেত ৫০০ টাকা। পরবর্তীকালে দুই পর্যায়ে তা বাড়িয়ে করা হয় বার্ষিক ১০০০ টাকা। আর, উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে তারা প্রত্যেকে এককালীন ২৫ হাজার টাকা পায় K-2’র অধীনে। আগামী সোমবার অর্থাৎ ১৪ আগস্ট, কলকাতার ধনধান্য অডিটরিয়ামে কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের দশ বছর পূর্তি উপলক্ষ্যে একটি বই প্রকাশ করা হবে। ওইদিন বিশেষ কিছু ঘোষণাও করতে পারেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন সুপ্রিম রায়ে বাংলার ১৬ হাজার ৫০০ শিক্ষকের চাকরির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

মজার কথা, মমতার চালু করা কন্যাশ্রী প্রকল্প অনুসরণ করেই মোদি সরকার(Modi Government) ২০১৪ সালে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’(Beti Bnachao Beti Padao) প্রকল্প চালু করে। যদিও কিবা বিজেপি কিবা কেন্দ্র সরকার কোনওদিনই তা স্বীকার করেনি। কিন্তু চালু করলে কী হবে। গোটা দেশজুড়ে সেই প্রকল্প ঢাহা ফেল করে বসে আছে মমতার কন্যাশ্রীর কাছে। কেন্দ্রের তথ্যই বলছে, ২০১৪-১৫ থেকে ২০২২-২৩ অর্থবর্ষ পর্যন্ত মোদি সরকার ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের জন্য খরচ করেছে মাত্র ১,২৭০ কোটি টাকা। তার মধ্যে আবার ৪০১ কোটি টাকা খরচ হয়েছে স্রেফ প্রকল্পের বিজ্ঞাপন দিতে। আর তাই বিশ্বজুড়ে আজ মডেল হয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কন্যাশ্রী’।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রাজভবনের মহিলা কর্মীর

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

তৃণমূলের তারকা প্রচারের তালিকা থেকে বাদ পড়লেন কুণাল

প্রথম চেষ্টাতেই মাধ্যমিক পাশ করে চমকে দিলেন ফুটপাতের প্রিয়া

তীব্র গরমে কলকাতায় বাড়ছে জল সমস্যা,পথে নামল পুরসভা

মেট্রো পরিষেবার সময়সীমা বাড়ানো নিয়ে বিবেচনার নির্দেশ কলকাতা হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর