এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘হঠাৎ করে কী হল যে দেশের নাম বদলে দেওয়া হবে’, প্রশ্ন মমতার

Courtesy - Google and Facebook

নিজস্ব প্রতিনিধি: দেশের নাম India’র পরিবর্তে পাকাপাকি ভাবে ‘ভারত’ করে দেওয়ার যে চেষ্টা শুরু হয়েছে তা নিয়ে মঙ্গলবার তীব্র প্রতিক্রিয়া জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বস্তুত জাতীয় স্তরে বিরোধী জোটের নাম INDIA হওয়ার পর থেকে রাজনীতিতে নতুন বিতর্ক উস্কে উঠেছে। India নাকি ‘ভারত’? নরেন্দ্র মোদী(Narendra Modi) ও তাঁর অনুগামীরা India শব্দটিকে কখনও ঔপনিবেশিক বোঝা বলছেন, কখনও বা সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে জুড়ে দেখাতে চাইছেন। কিন্তু রাষ্ট্রপতি ভবনের আমন্ত্রণ পত্রে ‘ভারত’ নাম ব্যবহার করাতেই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। এদিন বাংলার অগ্নিকন্যা কার্যত এই প্রসঙ্গেই মোদি বাহিনীর পাশাপাশি গোটা দেশের সামনে হাজির করেছেন তাঁর প্রশ্ন, ‘হঠাৎ করে কী হল যে দেশের নাম বদলে দেওয়া হবে!’

এদিন শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি শুনলাম India নাম বদলে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা ইংরেজিতে India বলি। India, Indian, Indian Constitution। হিন্দিতে ভারত বলা হয়, ভারত আমরাও বলি। এতে নতুন কী আছে! রাষ্ট্রপতি G-20 সম্মেলনের জন্য যে নৈশভোজের আমন্ত্রণ জানাচ্ছেন সেই আমন্ত্রণপত্রে India’র পরিবর্তে ভারত লেখা হয়েছে। হঠাৎ করে কী হল যে দেশের নাম বদলে দেওয়া হবে! আমরা ইংরেজিতে বলি India আর হিন্দিতে বলি ‘ভারত কা সংবিধান’। আমরা বলি—ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। কিন্তু তা বলে India নাম ত্যাগ করতে হবে? ওই নামে তো সারা বিশ্ব চেনে? এরা ইতিহাস বিকৃত করছে। কোন দিন রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বদলে দেবে। যা ইচ্ছা বদলে দিচ্ছে। দেশের ঐতিহাসিক সৌধগুলির নামও বদলে দিচ্ছে।’   

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে দিল্লিতে G-20 সম্মেলনের আয়োজন করা হয়েছে। এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সরকারি নিমন্ত্রণপত্রে ‘India’র পরিবর্তে ‘ভারত’ লেখার সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংবিধান বিশেষজ্ঞরাও। শুধু নিমন্ত্রণপত্রেই নয়, বিদেশি অতিথিতের যে পুস্তিকা পাঠানো হয়েছে, তাতেও ‘India’র পরিবর্তে ‘ভারত’ লেখা রয়েছে বলে জানা গিয়েছে। সেই পুস্তিকার শীর্ষক হিসেবে লেখা হয়েছে, ‘Bharat, The Mother of Democracy’, অর্থাৎ ‘ভারত, গণতন্ত্রের জননী’। রাইসিনা হিলের তরফে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে যে নিমন্ত্রণপত্রে পাঠানো হয়েছে, তার প্রতিলিপি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। কংগ্রেস-সহ বিরোধী দলগুলি বিষয়টি নিয়ে সরবও হয়েছে।   

দেশের সংবিধানে ‘India’ এবং ‘ভারত’ দুইের উল্লেখই রয়েছে। সাধারণ ইংরেজিতে ‘India’ লেখা হয়। কিন্তু পাকাপাকি ভাবে এবার দেশের নাম ‘ভারত’ লেখার বন্দোবস্ত করার তোড়জোড় চলছে বলে খবর। আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদে ৫ দিন ব্যাপী বিশেষ অধিবেশনের ঘোষণা করা হয়েছে। সেখানে এই প্রস্তাব তোলা হতে পারে বলে খবর। তাতে সংবিধানের পরিবর্তন ঘটিয়ে দেশের নাম শুধুমাত্র ‘ভারত’ করার সুপারিশ থাকবে। কিন্তু সেই বিল সংসদে ওঠার আগেই, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাঠানো চিঠিতে ‘President of Bharat’ লিখে দেওয়া হল। গায়ের জোরে, সংখ্যার জোরে, ক্ষমতার জোরে কত কিছুই না করা যায়। সব দেখিয়ে দিচ্ছে মোদি বাহিনী। নোটবন্দি থেকে ঘরবন্দি, পিটিয়ে মারা থেকে আগুনে পোড়ানো, দাঙ্গা থেকে জাতি বিদ্বেষ ছড়ানো। সবই দেখিয়ে দিচ্ছে মোদি বাহিনী। এবার দেশের নামটাও বদলে যাচ্ছে। কোনও দিন ঘুম থেকে উঠে হয়তো শুনতে পাবেন, আপনার নাম আর পদবিটাও দেশের সরকার বদলে দিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লক্ষীর ভান্ডার নিয়ে অমিত শাহকে খোঁচা চন্দ্রিমার

দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে ,পৌঁছে যাবে ৪০ ডিগ্রির ঘরে

মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে ফের নালিশ তৃণমূলের

একই দেহে ফুসফুস এবং হৃদপিণ্ড প্রতিস্থাপন করে নয়া রেকর্ড গড়ল এসএসকেএম

ব্যক্তিগত কারণ দেখিয়ে অভিজিতের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত

রাজ্যপালের বিরুদ্ধে ওড়িশি নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগের রিপোর্ট জমা পড়েছে নবান্নে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর