এই মুহূর্তে

মমতার উদ্যোগে বাংলায় তৈরি হবে আরও ৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বা়ংলায় আরোও তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হতে চলেছে। এবিষয়ে মঞ্জুরি পেতেই মঙ্গলবার রাজ্য বিধানসভার অধিবেশনে দুটি ১)দ্য রামকৃষ্ণ পরমহংস ইউনিভার্সিটি বিল ২০২৪ ২) ‘দ্য রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি বিল ২০২৪’ নিয়ে আলোচনায় অংশ নেন বিজেপির বিধায়ক শান্তনু পরামানিক,আনন্দময় বর্মন,অম্বিকা রায়,শঙ্কর ঘোষ ও শাসক দলের তরুণ কুমার মাইতি, রফিকুল ইসলাম মন্ডল,মঞ্জু বসু,মহম্মদ আলী,নির্মল ঘোষ, আই এস এবং বিধায়ক নৌশদ সিদ্দিকি । বিলের উপর জবাবী ভাষন দেন উচ্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত এই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় তৈরি হবে হুগলি জেলার ধনেখালিতে(Dhanekhali)। কালীপদ সাহা মেমোরিয়াল ট্রাস্ট নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন ওই বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করবে ।

এদিকে, উত্তর ২৪ পরগণার আগরপাড়ায়(Agarpara) রামকৃষ্ণ পরমহংস দেবের নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। এই সংক্রান্ত ‘দ্য রামকৃষ্ণ পরমহংস বিশ্ববিদ্যালয় বিল ২০২৪’ নিয়ে আলোচনায় বিরোধী বিধায়ক শান্তনু পরামানিক বলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ভালো তবে এর পরিকাঠামোর বিষয়টি স্ট্যান্ডিং কমিটির বৈঠকে আলোচনা বা প্রদর্শন করলে ভালো হতো। কলেজ , বিশ্ববিদ্যালয় গুলি ঠিকঠাক চলুক। শাসক দলের বিধায়ক তরুণ মাইতি বিলকে সমর্থন জানিয়ে বলেন জাতীয় শিক্ষা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ও মান্যতা দিয়ে এই বিল তৈরী হয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলিতে ন্যাক এর গাইড লাইন মেনে উচ্চমানের বিশ্ববিদ্যালয়ের করতে হবে।নানান বিষয়ে এখানে পড়ানো হবে ।রিসার্চ ওর্য়াক থাকবে এই বিদ্যালয়ে।এখানে যেভাবে এডমিনিস্ট্রেশন এর কথা বলা হয়েছে ভিজিটার চ্যান্সেলর থাকবে ।যা এক কথায় পশ্চিমবঙ্গের শিক্ষার ইতিহাসে ল্যান্ডমার্ক।

নৌশদ সিদ্দিকি বলেন, শিক্ষা ব্যাবস্হাকে বেসরকারির হাতে তুলে দিচ্ছে।কেন্দ্রীয় সরকারের বেসরকারি করণের পাশাপাশি রাজ্য তাকে অনুসরন করছে।শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu) বলেন, গোটা দেশের শিক্ষা ব্যাবস্হা জলাঞ্জলি দিচ্ছে,যেভাবে রিসার্চগুলো বন্ধ করে দিচ্ছ,আলোচনায় অংশগ্রহন কে ধন্যবাদ জানাই।বিধায়ক শান্তনু পরামানিক ফের প্রশ্নের‌ উত্তরে বলেন, স্ট্যান্ডিং কমিটি সব করলে উচ্চশিক্ষা দপ্তরটা তুলে দিতে হয়। নৌশদের বক্তব্যর প্রাইভেটাইজেশন এর প্রসঙ্গ বলতে গিয়ে বেসকিছু উদাহরণ দিয়ে সময়োপযোগী হওয়ার কথা বলেন। ব্রাত্য বসু পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানানমমতা বন্দ্যোপাধ্যায়ের আগে রাজ্যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল এগারোটা। পরিবর্তনের সরকারের সময় তৈরী হয়েছে বেসরকারি ১৫ টা।বেসরকারি যদি ধরি তাহলেও সরকার প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেশি। রাজ্যের গরীব ছেলে মেয়েদের কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) করে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটু লাগে।কেন রাজ্যপাল স্ট্যাটু আটকে রেখেছেন। আনন্দ বর্মনের দুটি বিভাগ খোলার কথার উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী করা হবে। ধন্যবাদ জানান তিনি সংখ্যারবিচারে রাজ্যে বিশ্ববিদ্যালয়ের কোনো খামতি নেই।

রাজ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয় ন্যাকের অন্তভূক্ত।সারা পৃথিবীতে বাঙ্গালী ছাত্র ছাত্রীর সংখ্যা বেশি। এই দেশের ন্যাচার ইনডেক্সের প্রথম স্থান কলকাতা। আপনারা বাংলাকে অপমান করতে চান।অম্বিকা রায়ের বক্তব্যর উত্তরে বলেন মান নিয়ে প্রশ্ন করছেন অর্থের যোগান নিয়ে আপনারা বলুন।যেহেতু এটা কেন্দ্র রাজ্যের যৌথ তালিকাভুক্ত। শঙ্কর ঘোষের বক্তব্যকে ধন্যবাদ জানান। পরিকাঠামো ভালো বলেও উল্লেখ করেন। ঠাকুর রাখার প্রস্তাব দিয়েছেন।এটাকে সন্মান করবো। এই বিলে ভিজিটার হবেন মুখ্যমন্ত্রী।কোয়ালিটি অফ ইন্ডাস্ট্রি মানে উন্নতমানের বিশ্ববিদ্যালয় হওয়ার চেষ্টা করবে। ১৯১৮ সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরী করেন। রবীন্দ্রনাথের উক্তি দিয়ে বলেন মুখ্যমন্ত্রী সরকারি শিক্ষা ব্যাবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে মধ্যবৃত্ত,থেকে সাধারন ঘরের শিক্ষার্থীরা পরতে পারবেন এমন ব্যাবস্হাই রেখেছেন। শঙ্কর ঘোষের টেগর এর পরিবর্তে ঠাকুর শব্দটির বিষয়ে কর্তৃপক্ষকে বলে দেখবো বলে জানায় মন্ত্রী ব্রাত্য বসু।
মঙ্গলবার আলোচনার শেষে বিধানসভায় পাশ হয়ে গেল দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বিষাক্ত’ স্যালাইন কাণ্ড: ‘রিঙ্গার্স ল্যাকটেট’ ব্যবহার বন্ধের নির্দেশ স্বাস্থ্য দফতরের

২৩ জানুয়ারি থেকে টানা ৪ দিন শিয়ালদহ – ডানকুনি শাখায় একাধিক ট্রেন পরিষেবা বন্ধ

মকর সংক্রান্তিতে রাজ্যের একাধিক জেলায় কুয়াশার সর্তকতা বার্তা জারি আবহাওয়া দফতরের

ওয়ার্ডের বাইরে জড়ো ‘রিঙ্গার ল্যাকটেট’, নিষিদ্ধ স্যালাইন বাতিলের কাজ শুরু এসএসকেএমে

নব নালন্দা স্কুলে কাচ ভেঙে আহত পড়ুয়া, অভিভাবকদের সঙ্গে মঙ্গলেই বৈঠকে কর্তৃপক্ষ

বিয়ের মরসুম শুরুর মুখে ৮১ হাজার ছুঁইছুঁই সোনা, আমজনতার কপালে চিন্তার ভাঁজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর