এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পাল্টি খেলেন নবীন পট্টনায়ক, নজরে বাংলার দিদিও

নিজস্ব প্রতিনিধি: রাজনীতির ময়দানে শিবির বদল বা জার্সি বদল এই উপমহাদেশের বুকে নতুন কোনও ঘটনা নয়। বরঞ্চ হামেশাই এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায়। কার্যত এটাই এখন রাজনীতির ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সেই স্রোত থেকে নিজেকে দীর্ঘদিন দূরে সরিয়ে রেখেছিলেন বিজু জনতা দলের(BJD) প্রধান তথা ওড়িশার(Odhisa) মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক(Nabin Pattanayak)। কিন্তু এবার জার্সি বদলের দৌড়ে তাঁকে দেখা যাচ্ছে। আর তা নিয়েই দেশের রাজনৈতিক মহলে রীতিমত আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তাঁর এহেন ভোলবদল রাতারাতি চাপে ফেলে দিয়েছে গেরুয়া শিবিরকে।

আরও পড়ুন চাকরি তো গেল, এবার ১৭০০ পরিবারের দায়িত্ব কে নেবে

ঠিক কী হয়েছে? ওড়িশায় পুরুষ হকি দলের বিশ্বকাপ টুর্নামেন্টের আসর বসতে চলেছে। সেই বিশ্বকাপ টুর্নামেন্টের উদ্বোধনে সমস্ত কংগ্রেসি মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন নবীন পট্টনায়েক। সেই অনুষ্ঠানে ব্রাত্য রাখা হয়েছে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের। আর সেখানেই শুরু হয়েছে জল্পনা। নবীন পট্টনায়েক বরাবরই এনডিএ শিবিরের লোক বলে পরিচিত জাতীয় রাজনীতিতে। কংগ্রেসের(INC) সঙ্গে তাঁর ভাব নেই। কেননা কংগ্রেসের বিরুদ্ধেই লড়াই করে তাঁর মুখ্যমন্ত্রী হওয়া। অথচ সেই কংগ্রেসের ৩জন মুখ্যমন্ত্রীকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে। এরা হলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। পাশাপাশি সূত্রে জানা গিয়েছে, খুব দ্রুত এই অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সহ তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, তামিলনাড়ুর মু্খ্যমন্ত্রী স্ট্যালিন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে। অথচ এই তালিকায় এখনও নাম ওঠেনি দেশের কোনও বিজেপি(BJP) শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নাম, যা ওয়াকিবহল মহলের কাছে যথেষ্ট জল্পনার পথ প্রশস্ত করেছে।

আরও পড়ুন শুভেন্দুর ভূমিকায় ক্ষোভ বঙ্গ বিজেপির অন্দরেই, ক্ষুব্ধ সঙ্ঘও

কিন্তু কী এমন হল যে নবীন পাল্টি খেয়ে গেলেন? গেরুয়া শিবির থেকে দূরত্ব তৈরি করতে শুরু করে দিলেন? সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের একাধিক জনবিরোধী কাজে রীতিমত বিরক্ত ওড়িশার মুখ্যমনন্ত্রী। ১০০ দিনের কাজের টাকা না দেওয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে রাজ্যকে টাকা দেওয়া বন্ধ করা, সাইক্লোনে ক্ষতিগ্রস্ত ওড়িশাকে বকেয়া টাকা না দেওয়া থেকে একাধিক বিষয়ে কেন্দ্রের মনোভাবে ক্ষুদ্ধ বিজু জনতা দলের এই শীর্ষ নেতা। আর সেই কারণেই বিরোধী শিবিরে যোগ দিতে কিছুটা অগ্রসর হলেন তিনি। ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বিরোধী ঐক্যে সলতে পাকাতে শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দলে নাম লেখান শরদ পাওয়ার, চন্দ্রশেখর রাওরা। দিল্লিতে একাধিকবার বিরোধী শিবিরের বৈঠক হয়েছে। তাতে তৃণমূল, কংগ্রেস, সপা সহ একাধিক দল যোগ দিয়েছে। তৈরি হয়েছে বিজেপি মোকাবিলায় ব্লুপ্রিন্ট। কিন্তু এসবের থেকে বরাবরই দূরে থেকেছেন বিজু জনতা দলের প্রধান তথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তবে তাঁর নতুন পদক্ষেপের জেরে হইচই পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। সূত্রে জানা গিয়েছে মমতা এই নিমন্ত্রণ গ্রহণ করে ওড়িশা গেলে তাঁর সঙ্গে একটি বৈঠক করতে পারেন নবীন। আর সেটাই কপালে ভাঁজ ফেলেছে বিজেপির।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুক্রবার রাতে নির্বাচনী জনসভায় যোগ দিতে কলকাতায় এলেন নরেন্দ্র মোদি

রাজভবনের পিস রুম মহিলাদের পিস হেভেনে পরিণত হয়েছে, কটাক্ষ চন্দ্রিমার

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রাজভবনের মহিলা কর্মীর

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

তৃণমূলের তারকা প্রচারের তালিকা থেকে বাদ পড়লেন কুণাল

প্রথম চেষ্টাতেই মাধ্যমিক পাশ করে চমকে দিলেন ফুটপাতের প্রিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর