এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মোদি-মমতা বৈঠক হচ্ছে না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই

নিজস্ব প্রতিনিধি: রাজ্য তো বটেই, দেশের রাজনীতিতেও যে ঘটনা ঘিরে রীতিমত চর্চা শুরু হয়ে গিয়েছিল এবার তাতেই জল ঢেলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী(Bengal CM) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার বেলার দিকে তিনি ৪ দিনের সফরে দিল্লির(New Delhi) পথে রওয়ানা দেন। তার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়ে দেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) আমন্ত্রণেই তিনি দিল্লি যাচ্ছেন জি-২০ বৈঠকে যোগ দিতে। কিন্তু এবারের সফরে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর আলাদা করে কোনও বৈঠক হচ্ছে না। মুখ্যমন্ত্রীর এই বার্তার জেরে এখন রীতিমত স্বস্তির ছায়া বঙ্গ বিজেপির(Bengal BJP) অন্দরে। কেননা রাজ্য রাজনীতিতে রীতিমত চর্চা শুরু হয়ে গিয়েছিল এই মোদি-মমতা বৈঠক নিয়ে। বাম ও কংগ্রেসের তরফে আবার এই সম্ভাব্য বৈঠককে রীতিমত ‘সেটিং’ বলে উল্লেখ করা হচ্ছিল বার বার। এই সবের প্রেক্ষাপটে এবার মমতা নিজের জানিয়ে দিলেন ৪ দিনের সফরে তিনি দিল্লি গেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ব্যক্তিগত ক্ষেত্রে কোনও সাক্ষাৎঅবা বৈঠক হচ্ছে না।

আরও পড়ুন সিঙ্গেল মাদার ও পুরুষেরাও এবার থেকে স্বাস্থ্যসাথীর আওতায়

আগামী বছর জি-২০ সম্মেলনের বৈঠক বসতে চলেছে ভারতের মাটিতে। সেই বৈঠকে সভাপতিত্ব করতে চলেছে ভারত। সেই উপলক্ষে ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে কেন্দ্রের মোদি সরকার। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, দেশজুড়ে মোট ২০০টি বৈঠক হবে। যার প্রথম ধাপ হিসাবে দেশের রাজনৈতিক দলের প্রধানদের বৈঠকে ডেকেছেন মোদি। প্রধানমন্ত্রীর ডাকা এই বৈঠকেই এদিন যোগ দিতে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলসুপ্রিমো। এদিনও তিনি জানিয়েছেন, তাঁর এই সফর বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে নয়, দলের নেত্রী হিসাবেই হচ্ছে। দিল্লিতে নেমেই মমতা প্রথমেই যাবেন রাষ্ট্রপতি ভবনে। সেখানেই এদিন বিকেলে জি-২০ সংক্রান্ত বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। সেখানেই মোদি-মমতার সাক্ষাৎ হওয়ার কথা। তবে বৈঠকের বাইরে দু’জনের ব্যক্তিগত বৈঠক হবে কি না সে দিকে নজর ছিল সকলে। যা আপাতত ধামাচাপা পড়ে গেল। এদিন রাতে দিল্লিতেই থাকার কথা মমতার। তার পর আগামিকাল অর্থাৎ মঙ্গলবার তিনি রাজস্থান যাবেন।

আরও পড়ুন প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য ১৫ দফা শর্ত নবান্নের

সেই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘রেলমন্ত্রী থাকাকালীন এই দুই ধর্মস্থানেই বিশেষ রেল পরিষেবার ব্যবস্থা করেছিলাম। বহুদিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল। সময় পেলে যাব।’ নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর রাজস্থান সফর অবশ্য চূড়ান্ত হয়েই গিয়েছে। মঙ্গলবার আজমেরে গিয়ে পুষ্করের ব্রহ্মা মন্দিরে পুজো দেবেন মমতা। অজমের দরগাতেও যাবেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে চাদরও চড়াবেন তিনি। যদিও এদিন দিল্লির পথে রওয়ানা হওয়ার আগে মমতা জানান, তাঁর আজমের সফরের সঙ্গে ধর্মের কোনও যোগ নেই। তাঁর বক্তব্য, ‘আজমেরের দরগা থেকে কয়েকজন প্রতিনিধি এসেছিলেন আমার কাছে। তাই রাজস্থানে যাচ্ছি যখন, তখন আমিও ওখানে যাব বলে ঠিক করেছি।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জাঙ্গিপাড়া থেকে কেন্দ্রীয় বাহিনীর পুরো টিমকে সরানো হয়েছে : মুখ্য নির্বাচনী আধিকারিক

বিকেল ৫টা পর্যন্ত বাংলার ৭ লোকসভা কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৭৩ শতাংশ

শুক্রবার কলকাতায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের ৬ জেলায় কমলা সর্তকতা জারি

কমিশনের নির্দেশে ভূপতিনগর ও পটাশপুর থানার নতুন ওসিরা দায়িত্ব নিলেন

প্রচারের শেষ লগ্নে ঝড়, ২৭ মে সুদীপের হয়ে পদযাত্রা মমতার

বিধান ভবনে খাড়গের ছবিতে কালি, অধীরের কাছে রিপোর্ট তলব কংগ্রেস হাইকম্যান্ডের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর