এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

BSK-তে আধার পরিষেবা দিতে ৩ হাজার পদে নিয়োগ শীঘ্রই

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের বিবিধ সামাজিক পরিষেবাকে বাংলার বিভিন্ন প্রান্তে মানুষের কাছে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রাজ্যের জেলায় জেলায় বাংলা সহায়তা কেন্দ্র বা BSK খোলার নির্দেশ দিয়েছিলেন প্রশাসনকে। সেই নির্দেশ মেনেই এখনও পর্যন্ত রাজ্যের ২৩টি জেলায় জেলা ও ব্লক প্রশাসনের ‘এপি সেন্টার’-এ ৩,৫৪১টি BSK খোলা হয়েছে। সেখানে রাজ্য সরকারের প্রায় সব রকমের আর্থসামাজিক প্রকল্পের পরিষেবা পাচ্ছেন আমজনতা। আর সেই পরিষেবা দিচ্ছেন সেখানে কর্মরত ৭,১২০ জন কর্মী। মুখ্যমন্ত্রীর লক্ষ্য রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় অন্তত ১টি করে BSK খোলা। সেই লক্ষ্যপূরণের জন্য খুব শীঘ্রই আরও ১,৪৬১টি BSK খোলা হবে। আর সেই সব নতুন BSK চালানোর জন্য আরও ২,৯২২টি পদে নিয়োগ করা হবে। রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে সেই সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। একইসঙ্গে এবার থেকে প্রতিটি BSK-তে আধার সংযুক্তিকরণ পরিষেবা বা আধার কার্ড করার পরিষেবাও(Aadhar Service) মিলবে বলে নবান্ন(Nabanna) সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন চাকরি চলে গিয়েছে, ৫ কোটির লোনের কী হবে, চিন্তায় ব্যাঙ্ক

রাজ্য সরকারের তথ্য বলছে, বাংলায় এখনও পর্যন্ত এই সব BSK থেকে ৯ কোটিরও বেশি মানুষ পরিষেবা পেয়েছেন। রাজ্য সরকারের ৪০টি সরকারি দফতরের ৩২৩টি পরিষেবা মেলে এই BSK-গুলিতে। সেই পরিষেবার তালিকায় এবার যুক্ত হচ্ছে আধার পরিষেবাও। অর্থাৎ নতুনঅয়াধার কার্ড কার্ড তৈরি করাই হোক কী সেই কার্ডের সঙ্গে কোনও কিছুর সংযুক্তিকরণ বা আধার কার্ডের সংশোধন, এবার থেকে সব কিছুই মিলবে এই BSK-গুলি থেকে। কিন্তু এই পরিষেবা কেন চালু করা হচ্ছে BSK থেকে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই পদক্ষেপ করা হচ্ছে। রাজ্যে বর্তমানে নির্দিষ্ট কিছু পোস্ট অফিস এবং ব্যাঙ্কে কেন্দ্রীয় সরকার নির্ধারিত ৫০ টাকার বিনিময়ে মেলে আধার পরিষেবা। কিন্তু দীর্ঘক্ষণ লাইনে হত্যে দিতে হয়। আবার বহুক্ষেত্রে ‘লিঙ্ক’-এর অভাবে চূড়ান্ত পর্যায়ে গিয়েও কাজ অসমাপ্ত রেখে ফিরতে হয়। অন্যদিকে বেশকিছু ভুঁইফোড় সংস্থা অনলাইনে আধার সংশোধনের নাম করে গ্রাহকের পকেট থেকে ৫০০-১০০০ টাকা কেটে নেয়। এই ছবিটা বদলাতে চাইছিলেন মুখ্যমন্ত্রী। বদলাতে চাইছিল মোদি সরকারও(Modi Government)। দুইয়ের সেই ইচ্ছারই ফসল হল বাংলা সহায়তা কেন্দ্রে মিলবে আধার পরিষেবা। মুখ্যমন্ত্রীর হাতে থাকা কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তত্ত্বাবধানেই বিএসকের মাধ্যমে আধার পরিষেবার দায়িত্ব দিয়েছে মোদি সরকার।

আরও পড়ুন বেপাত্তা প্রায় ২ লক্ষ কোটি টাকা, প্রশ্নের মুখে India Post

দেশজুড়েই এখন সব সরকারি প্রকল্পেই আধার সংযোগ এখন একরকম বাধ্যতামূলক। তার জন্য নতুন আধার কার্ড কিংবা সাম্প্রতিক তথ্য সংযোজন বা ত্রুটি সংশোধনের হিড়িক পড়ে গিয়েছে দেশজুড়েই। বাংলার বুকেও ছবিটা আলাদা নয়। হাতেগোনা কিছু ব্যাঙ্ক, পোস্ট অফিস এবং আধার কেন্দ্র বাদে সেই পরিষেবা কোথাও মেলে না। ফলে সামান্য কাজের জন্য পড়ে দীর্ঘ লাইন। জনতার সেই যন্ত্রণার দিন শেষ এবার শেষ হতে চলেছে। বিএসকে-তে আধার পরিষেবার জন্য আমজনতাকে কিন্তু নিজেদের পকেট থেকে ১ পয়সাও গুণতে হবে না। সবটাই সেখানে মিলবে বিনামূল্যে। এই বিএসকেগুলিতে আধার পরিষেবা প্রদানের জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী মার্চের মধ্যে তা চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে রাজ্যের এক হাজার বিএসকেতে পাইলট প্রজেক্ট(Pilot Project) হিসেবে শুরু হবে এই পরিষেবা। এখানে ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের আধার কার্ড তৈরি করা যাবে। ফলে পঞ্চায়েতের বাসিন্দাদের সন্তান নিয়ে এখনকার মতো দূরে যেতে হবে না। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বিবিধ পেনশন সহ যাবতীয় তথ্য কিংবা ফর্মও এই বিএসকেগুলিতে বিনামূল্যে পাওয়া যাবে। ইলেকট্রিক বিল পর্যন্ত জমা দেওয়ার সুযোগ থাকবে। নির্দিষ্ট দিনের মধ্যে তা জমা করলে ১ শতাংশ অতিরিক্ত ছাড়ও মিলবে। সব থেকে বড় কথা এবার থেকে সেখানে আধার পরিষেবাও যুক্ত হয়ে গেলে আক্ষরিক অর্থে সারা বছর ‘দুয়ারে সরকার’ পরিষেবা পাবেন রাজ্যবাসী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুক্রবার রাতে নির্বাচনী জনসভায় যোগ দিতে কলকাতায় এলেন নরেন্দ্র মোদি

রাজভবনের পিস রুম মহিলাদের পিস হেভেনে পরিণত হয়েছে, কটাক্ষ চন্দ্রিমার

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রাজভবনের মহিলা কর্মীর

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

তৃণমূলের তারকা প্রচারের তালিকা থেকে বাদ পড়লেন কুণাল

প্রথম চেষ্টাতেই মাধ্যমিক পাশ করে চমকে দিলেন ফুটপাতের প্রিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর