এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বাড়িতে জন্মাচ্ছিল ডেঙ্গুর মশা, ৫ মাসে ৩৫ জনের লক্ষের জরিমানা

নিজস্ব প্রতিনিধি: এক বার নয়, দুই বার নয়, বার বার সাবধান করা হচ্ছিল। কিন্তু তারপরেও একশ্রেনীর মানুষের কোনও হুঁশই ফিরছিল না। তাই দোষীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে হয়েছিল কলকাতা পুরনিগমকে(KMC)। আর তার জেরেই গত ৫ মাসে ৩৫জনকে ১ লক্ষ টাকা করে জরিমানা(Fine) করেছে আদালত। নজরে ডেঙ্গু(Dengue) প্রতিরোধ। প্রতি বছর বর্ষা এলেই কলকাতা(Kolkata) সহ রাজ্যের বুকে হানা দেয় ডেঙ্গু। অনেকেই আক্রান্ত হন তাতে। ঘটে প্রাণহানীর ঘটনাও। সেই ঘটনা ঠেকাতেই কলকাতা পুরনিগমের তরফে থেকে লাগাতার অভিযান চালানো হচ্ছে। সেই সব অভিযানে যেখানেই দেখা যাচ্ছে বার বার বারণ করা সত্ত্বেও বাড়ির আশপাশে ফুলের টবে, ভাঙা আসবাব পত্রে জল জমানোর প্রবণতা কমছে না এবং সেখানে দেখা মিলছে ডেঙ্গু মশার লার্ভা, সেখানেই বাড়ির বাসিন্দার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হচ্ছে কলকাতা পুরনিগম। সেই সূত্রেই আদালত গত ৫ মাসে ৩৫জনকে ১ লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দেয়।

আরও পড়ুন খুব শীঘ্রই চালুর পথে হাওড়া-পাটনা Vande Bharat Express

কলকাতা পুরনিগম সূত্রে জানা গিয়েছে, যারা বাড়িতে জল জমা ও তাতে ডেঙ্গুর মশার জন্ম ঠেকাতে পারবেন না তাঁদের বিরুদ্ধেই প্রমাণ সহকারে ম‌্যাজিস্ট্রেট কোর্টে মামলা করছে কলকাতা পুরনিগম। সেই সব মামলাতেই আদালত এখনও পর্যন্ত ৩৫জনকে মোটা টাকার জরিমানা করেছে। আগামী দিনেও এই অভিযান চালিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর কলকাতা পুরনিগম। কেননা একেই বাংলায় বর্ষা ঢুকে গিয়েছে, তারওপর সময়ের সঙ্গে সঙ্গে চরিত্র বদলেছে ডেঙ্গুর বাহক এডিস(Aedes Mosquito) ইজিপ্টাই। আগে এডিস মশা পরিষ্কার জলে ডিম পাড়ত। বাড়ির আনাচে কানাচে, পরিত্যক্ত পাত্রে জমে থাকা জলে জন্ম হত এডিস মশার। এখন নোংরা জলেও জন্মাচ্ছে এডিস মশা। বিপদ সেখানেই। বাড়ির চারপাশ পরিষ্কার রাখেন না অনেকেই। শহর কলকাতায় খোলা ড্রেনও রয়েছে কিছু বাড়িতে। নালার সেই জমে থাকা জলও এখন এডিসের বংশবিস্তারের জায়গা হয়ে দাঁড়িয়েছে। বারংবার তাই বাসিন্দাদের সতর্ক করছে পুরনিগম। না হলে কড়া ব‌্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন সাত সকালেই ব্যাঙ্ক ডাকাতি সিউড়ির বুকে, লুট কোটি টাকা

একই সঙ্গে শহরের তালাবন্ধ বাড়িগুলিকেও নজরে রেখেছে পুরনিগম। কেননা শহর কলকাতার বহু বাড়ি দিনের পর দিন ধরে তালা বন্ধ হয়ে পড়ে থাকে। বাড়ির মালিক কেউ থাকেন প্রবাসে, কেউ ভিন রাজ্যে, কেউ বা ভিন জেলায়। অথচ দেখা যাচ্ছে সেই সব বাড়ির আনাচেকানাচে মশার জন্ম হচ্ছে। আবার সেই সব দেখেও কিছু করতে পারছেন না পড়শিরা। সেই সময় তাঁরা ফোন করছেন পুরনিগমে। যদি তালাবন্ধ সেই বাড়িতে মশার বংশবৃদ্ধি ঠেকাতে পারেন পুরকর্মীরা। এই সব ঘটনার ক্ষেত্রে পুরনিগম জানিয়ে দিয়েছে, এই ধরনের ঘটনার কথা কানে এলে বা অভিযোগ আকারে এলে যদি দেখা যায় তার সত্যতা রয়েছে তাহলে সেই বাড়ি বা ফ্ল্যাটের তালা ভেঙে ঢোকা হবে। সবটাই করা হবে স্থানীয় থানার পুলিশের মাধ্যমে ও তাঁদের উপস্থিতিতে। এখন প্রতি সপ্তাহে দু’দিন করে শহরের ১৪৪টি ওয়ার্ডের প্রতিটি বাড়িতে অভিযান চালাচ্ছেন পুরকর্মীরা। যেখানেই দেখা যাচ্ছে, ডেঙ্গুর মশা জন্মাচ্ছে সেখানেই প্রাথমকিভাবে সতর্ক করা হচ্ছে বাসিন্দাকে। তা না শুনলে দ্বিতীয় ধাপে KMC Act 496A ধারায় নোটিস দেওয়া হবে। ৭ দিন পর ফের পরিদর্শনে যাচ্ছেন পুরকর্মীরা। সঙ্গে যাচ্ছেন আধিকারিকেরাও। সেবারেও যদি দেখা যায় সতর্কতার পরেও উদাসীন বাসিন্দা, সেক্ষেত্রে Municipal Magistrate Court-এ মামলা দায়ের করা হচ্ছে সেই বাসিন্দার বিরুদ্ধে। সেই মামলায় দোষী সাব‌্যস্ত হলে আদালত থেকে তাকে ১ লক্ষ টাকার জরিমানা করা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুক্রবার রাতে নির্বাচনী জনসভায় যোগ দিতে কলকাতায় এলেন নরেন্দ্র মোদি

রাজভবনের পিস রুম মহিলাদের পিস হেভেনে পরিণত হয়েছে, কটাক্ষ চন্দ্রিমার

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রাজভবনের মহিলা কর্মীর

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

তৃণমূলের তারকা প্রচারের তালিকা থেকে বাদ পড়লেন কুণাল

প্রথম চেষ্টাতেই মাধ্যমিক পাশ করে চমকে দিলেন ফুটপাতের প্রিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর