এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

গঙ্গা আরতি না হলে বিসর্জন হবে, বেফাঁস মন্তব্য বিজেপি নেতা সজল ঘোষের

নিজস্ব প্রতিনিধি: গঙ্গা আরতি নিয়ে ধুন্ধুমার বাবুঘাট চত্ত্বর। বিজেপি’র হুঁশিয়ারি, ‘আজই গঙ্গাআরতি হবে’। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, জি-২০ বৈঠক এবং গঙ্গাসাগর (GANGA SAGAR) মেলার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সঙ্খ্যক বাহিনী। এই পরিস্থিতিতে বাবুঘাটে গঙ্গা আরতি না করে ওই কর্মসূচি পেছানোর জন্য অনুরোধ করা হয়েছিল। কারণ, সেখানেও প্রয়োজন পুলিশি নিরাপত্তার। আর এই সময়ে বাবুঘাটে বাড়তি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তবে সে সবে কান না দিয়েই বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপি নেতা সজল ঘোষ। যাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক।

গঙ্গা আরতি করার জন্য বিজেপি মঞ্চ বেঁধেছিল বাবুঘাটে। বারবার পুলিশ সেই মঞ্চ খুলতে বললেও কান দেয়নি পদ্মশিবির। অবশেষে সেই মঞ্চ খুলে দেয় পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তার কথা মাথায় রেখে বিজেপি’র কর্মসূচিকে অনুমতি দেওয়া হয়নি। মঞ্চ খোলার জন্য অনুরোধ করা হয়েছিল। বলা হয়েছিল কর্মসূচি পেছনোর জন্য। তবে বিজেপি তা শোনেনি। পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া গঙ্গা আরতি করলে ঘটে যেতে পারে বড় ধরণের দুর্ঘটনা। তাই নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে মঞ্চ খোলার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিলেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা সজল ঘোষ। সজল বলেন, ‘আরতি হবেই। না হলে আজ বিসর্জন হবে। কার বিসর্জন হবে বলতে পারছি না’। এরপরে বেশ কিছু বিজেপি কর্মী এই মন্তব্যের বিরোধিতা করেন। শুরু হয় তীব্র বিতর্ক। পরে পরিস্থিতি বুঝে সজল বলেন, ‘এই সরকারেরও বিসর্জন হয়ে যেতে পারে’। বিজেপি নেতার মন্তব্যের কড়া বিরোধিতা করেছে সবুজ শিবির। তৃণমূলের অভিযোগ, বিজেপি মানেই হিংসার রাজনীতি।

ঘটনাস্থল আগেই ছেড়েছিলেন বঙ্গ বিজেপি সভাপতি। তবে পুলিশের সঙ্গে বচসা শুরু করেন সজল। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে শুরু হয় ধস্তাধস্তি। উত্তেজনা ছড়ায় এলাকায়। এরপরে বিজেপি নেতা সজলকে আটক করে পুলিশ। তোলা হয় পুলিশের গাড়িতে। নিয়ে যাওয়া হয় লালবাজারে। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিশেষ সূত্রে খবর, পরে গ্রেফতার করা হয়েছে এই বিজেপি নেতাকে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অনুমতি না থাকায় বিজেপির মঞ্চ খোলা হয়েছে। বলা হয়েছে, গঙ্গাসাগর মেলার জন্য বাবুঘাটে ইতিমধ্যেই ব্যাপক ভিড়। এই পরিস্থিতিতে বিজেপি’র গঙ্গা আরতি মানে ভিড় বাড়বে আরও। পর্যাপ্ত নিরাপত্তা না থাকলে ঘটে যেতে পারে বড় ধরণের দুর্ঘটনা। তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাইকোর্টে ফের  জামিনের আবেদন খারিজ, জেলেই থাকতে হবে পার্থকে

দেবাশিষের সুপ্রিম ধাক্কা, কমিশনের সিদ্ধান্তে সিলমোহর শীর্ষ আদালতের

নবান্ন-রাজভবন- জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি, তদন্তে লালবাজার 

সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষার প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মন্ত্রী- বিধায়কদের জন্য সুখবর, মে মাসেই  পেতে চলেছেন বকেয়া-সহ বর্ধিত বেতন

হাইকোর্টেই বিক্ষোভের মুখে বিকাশ, শুনলেন ‘চাকরিখেকো’ শ্লোগান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর