এই মুহূর্তে




দুর্যোগের কথা মাথায় রেখে ভবানীপুরে ভোটকর্মীদের রেনকোট




নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ভোটের কাজ পরিচালনা করার জন্য শেক্সপিয়র সরণি থানা এলাকায় শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে তৈরি করা হয়েছে ডিসিআরসি সেন্টার। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মোট ২৮৭টা বুথে ভোট হবে। মূল বুথের সংখ্যা ২৬৯টি। পাশাপাশি কোভিড পরিস্থিতির জন্য তৈরি করা হয়েছে ১৮টি অক্সিলিয়ারি বুথ। ভোট কর্মীদের হাতে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার তুলে দেওয়া হয়েছে করোনাবিধি মেনে। তবে প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে বুথ পিছু দেওয়া হচ্ছে ৪টে করে রেনকোট। মঙ্গলবার রাত থেকেই একটানা বৃষ্টি চলছে। এই বৃষ্টি মাথায় করেই বুধবার ভোটগ্রহন কেন্দ্রে পৌঁছতে হবে ভোটকর্মীদের। ফলে তাঁদের যাতে কোনও অসুবিধা না হয় তাই রেনকোট বিলি করা হচ্ছে ডিসিআরসি কেন্দ্র থেকে।

অপরদিকে ভবানীপুর অঞ্চলে জল যাতে না জমে তা নিয়ে সক্রিয় কলকাতা পুরসভা। জানা যাচ্ছে, অনেক রাস্তাতেই জল নেই। তবে যেসব রাস্তায় রয়েছে সেখানে পাম্প চালিয়ে জল নামানো হচ্ছে। দুপুর সাড়ে বারোটা পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী জাস্টিস চন্দ্রমাধব রোড, রামনাথ রোডে ও নর্দান পার্ক এলাকায় কিছুটা জল জমেছে। সেখানে জেট-কাম-সাকশান মেশিন এনে জল সরানোর কাজ চলছে। নর্দান পার্কে হাঁটু সমান জল রয়েছে। ভোটাররা যাতে ভোটগ্রহন কেন্দ্রে যেতে পারে সেব্য়াপারে সবরকম ব্য়বস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীও নবান্নে জরুরি বৈঠকে বসেছেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা নিয়ে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুজোর পরই ফের বসছে শিল্প সম্মেলন, জানালেন অমিত মিত্র

পথ নিরাপত্তা সপ্তাহে ইউনাইটেড মিশনারি গালর্স হাইস্কুলের পড়ুয়াদের অভিনয়ে মুগ্ধ মমতা

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বিদ্রোহে ইতি? আচমকাই সল্টলেকের বিজেপি অফিসে হাজির ‘অভিমানী’ দিলীপ

নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের বাদ দেওয়ার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য ও এসএসসি

আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে ফের রাত জাগোর ডাক ‘বামঘেঁষা’ জুনিয়র চিকি‍ৎসকদের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ