এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

তৃণমূলের আর্জিতে সাড়া দিয়ে চোপড়া চললেন রাজ্যপাল

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের(North Bengal) উত্তর দিনাজপুর(Uttar Dinajpur) জেলার ইসলামপুর মহকুমার(Islampur Sub Division) চোপড়া ব্লকের(Chopra Block) ভারত-বাংলাদেশ সীমান্তে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগাছ এলাকায় মাটি চাপা পড়ে সম্প্রতি ৪ শিশুর মৃত্যুর ঘটনা(Child Death Incident) ঘটেছে। সেই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে দেশের সীমান্তরক্ষী বাহিনী Border Security Force বা BSF’র দিকে। যদিও এই কেন্দ্রীয় বাহিনী নিজেদের দোষ স্বীকার করতে চাইছে না। রাজ্য সরকারার দাবি, যে এলাকায় এই ঘটনা ঘটেছে তা BSF’র নিয়ন্ত্রীত এলাকা এবং সেখানে ওই কেন্দ্রীয় বাহিনীই একটি হাইড্রেন তৈরি করছিল। সেই মাটি কাটা জায়গাতেই খেলতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হয় ৪ শিশুর। তাই BSF-কে এই ঘটনার দায় নিতে হবে এবং ক্ষতিপূরণ প্রদান করতে হবে। সেই সঙ্গে ঘটনার দোষীদের শাস্তি দিতে হবে। যদিও সেই ঘটনার কোনও দায়ভার এখনও BSF নিজেদের কাঁধে নেয়নি। এই অবস্থায় তৃণমূলের(TMC) একটি প্রতিনিধিদল দিন দুই আগে কলকাতার রাজভবনে গিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের(C V Anand Bose) সঙ্গে দেখা করে ও তাঁকে অনুরোধ জানান, চোপড়াতে গিয়ে ঘটনার সরজমিনে খতিয়ে দেখতে। সেই আর্জি রেখে এদিন অর্থাৎ সোমরাতেই উত্তরবঙ্গ রওয়ানা দিচ্ছেন রাজ্যপাল।

রাজভবন সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে দার্জিলিং মেলে চেপে কিষাণগঞ্জের উদ্দেশে রওনা দেবেন বোস। মঙ্গলবার সড়কপথে তিনি সেখান থেকেই পৌঁছবেন চোপড়ায়। সেই হিসাবে মূল ঘটনার ৫ দিন বাদে রাজ্যপাল যাচ্ছেন চোপড়ায়। ঘটনা হচ্ছে এই মৃত্যুর কারণে রাজ্যের শাসক দল BSF’র ঘাড়ে দোষ চাপালেও BSF’র তরফে অবশ্য বিবৃতি দিয়ে বলা হয়, তারা কোনও খননকার্য চালায়নি। তৃণমূলের প্রতিনিধি দল যেদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে তাঁকে চোপড়ায় যাওয়ার আর্জি জানান, সেদিনই বোস জানিয়েছিলেন এই ঘটনায় যা যা তাঁর করণীয়, তা তিনি করবেন। ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) নির্দেশে নিহত শিশুদের পরিবারকে ৩ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দিয়েছে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব। তবে BSF’র তরফে এখনও কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। তবে রাজ্য সরকার এখন ক্ষতিপূরণ অপেক্ষা বেশি জোর দিচ্ছে ঘটনায় দোষীদের শাস্তি প্রদানে। এর প্রমাণ মিলেছে রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) রাজ্য বাজেটের ওপর জবাবি বক্তৃতঅয়।

সেখানে তিনি চোপড়ার প্রসঙ্গ তুলে বলেছেন, ‘এখানে তো ৩৩৪টি কেন্দ্রীয় টিম এসেছে। চোপড়ায় কেন যাচ্ছে না? শিশুদের কি কোনও দাম নেই? ওই বিএসএফের শাস্তি চাই। ওরা গেরুয়া রঙের প্যাকেটে মানুষকে জিনিস দিচ্ছে। পুরোপুরি বিজেপির ক্যাম্প করছে বিএসএফ।’ ঘটনাচক্রে রাজ্যপাল যাওয়ার আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন অর্থাৎ সোমবার চোপড়ায় যাচ্ছেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya)। তাঁর সঙ্গে থাকবেন তৃণমূলের জেলা এবং স্থানীয় নেতৃত্ব। সন্তানহারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন তিনি। একই সঙ্গে রাজ্য সরকারের তরফেও তিনি নিহত শিশুদের পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণ তুলে দিতে পারেন। পাশাপাশি চোপড়ায় দাঁড়িয়ে ঘটনায় দোষীদের শাস্তির দাবিও জানাবেন তিনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভাঙড়ে রবিবার দুপুরে প্লাস্টিক কারখানায় বিধ্বংস আগুন, এলাকায় আতঙ্ক

আগামী ৫ মে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

ভোটের কাজে এবার নেওয়া হচ্ছে স্কুলবাসও

প্রতিপক্ষের নাম ‘লক্ষ্মীর ভান্ডার’, হাড়ে হাড়ে টের পাচ্ছে বিরোধীরা

তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, বাগুইহাটিতে ছড়িয়েছে উত্তেজনা

২৬ হাজার চাকরি বাতিল মামলার সুপ্রিম শুনানি সোমবার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর