এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ভাঁড়ারে টানাটানি, বাজেট কমছে Christmas Festival’র

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: ধর্ম যার যার, উৎসব সবার। বার বার এই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর নেতৃত্বাধীন রাজ্যের সরকারও সেই নীতি মেনেই চলে। সেই সূত্রেই গত কয়েক বছর ধরেই কলকাতার(Kolkata) পার্ক স্ট্রিটে বড়দিন ও ইংরেজি বর্ষবরণের উত্‍সব ‘Christmas Festival’ জাঁকজমক করে পালিত হচ্ছে। পার্ক স্ট্রিট ছাড়াও ‘Christmas Festival’ পালিত হয় বৌবাজারের বো ব্যারাকে। চলতি বছরেও ২২ ডিসেম্বর ওই উত্‍সবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। কিন্তু নবান্ন সূত্রে জানা গিয়েছে, খরচের কথা মাথায় রেখে গত বছরের তুলনায় এই বছর এই উত্‍সবের বাজেট(Budget) কমাচ্ছে রাজ্য পর্যটন দফতর(West Bengal Tourism Department)। ‘Christmas Festival’ সুষ্ঠু ভাবে পালন করতে বুধবার রবীন্দ্রসদনে কলকাতা পুরনিগম(KMC) ও পর্যটন দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন। সূত্রের খবর, সেই বৈঠকের শুরুতেই মন্ত্রী বাজেট কাটছাঁটের কথা জানিয়ে দেন।   

গত বছর ‘Christmas Festival’র খরচ ধার্য হয়েছিল প্রায় ৬ কোটি টাকা। যা চলতি বছরে কমিয়ে করা হয়েছে ৪ কোটি টাকা। গত বছর ২২ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত পার্ক স্ট্রিট ও বো ব্যারাকে ওই উত্‍সব চলেছিল। ওই দু’জায়গায় রাস্তার বিভিন্ন স্থানে বড় স্ক্রিন টাঙানো হয়েছিল। এর জন্য মোটা টাকা খরচও হয়। চলতি বছরে বাজেটের সঙ্গে সঙ্গে উত্‍সবের দিনের সংখ্যাও কমানো হচ্ছে। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত এ বারের ‘Christmas Festival’ পালিত হবে বলে সূত্রের খবর। সেই সঙ্গে চলতি বছরে শুধুমাত্র উদ্বোধনের দিন ওই দু’জায়গায় বড় পর্দার ব্যবস্থা থাকবে। বাকি দিনগুলিতে সশরীরে উপস্থিত থেকেই অনুষ্ঠান দেখতে হবে। অর্থাৎ, গত বছর পার্ক স্ট্রিটের যে কোনও প্রান্তে দাঁড়িয়ে অ্যালেন পার্কের সাংস্কৃতিক অনুষ্ঠানের যে ছবি দেখা যেত, তা এ বারে আর দেখা যাবে না।   

‘Christmas Festival’র যাবতীয় ব্যবস্থাপনায় কলকাতা পুরনিগম থাকলেও এর খরচ বহন করে রাজ্যের পর্যটন দফতর। তবে এবারে বাজেট কমানো হলেও পুরো পার্ক স্ট্রিট রকমারি আলো ও এলইডি দিয়ে সাজানোর বিষয়টিতে কোনও কোপ পড়ছে না। প্রতি বছরের মতো এবারেও সেই সাজসজ্জা থাকবে। করা হবে বায়ো টয়লেটের ব্যবস্থাও। একই ব্যবস্থা থাকছে বো ব্যারাকেও। পার্ক স্ট্রিট, বো ব্যারাক ছাড়াও সেন্ট পলস ক্যাথিড্রালকেও ‘Christmas Festival’ উপলক্ষে বিশেষ আলোয় সাজানো হবে। বিড়লা প্ল্যানেটেরিয়াম থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অংশও সাজানোর পরিকল্পনা করা হয়েছিল। যদিও বাজেট কম হওয়ায় ওই অংশে সাজসজ্জা তুলনামূলক ভাবে কম রাখা হবে বলেই জানা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লক্ষীর ভান্ডার নিয়ে অমিত শাহকে খোঁচা চন্দ্রিমার

দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে ,পৌঁছে যাবে ৪০ ডিগ্রির ঘরে

মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে ফের নালিশ তৃণমূলের

একই দেহে ফুসফুস এবং হৃদপিণ্ড প্রতিস্থাপন করে নয়া রেকর্ড গড়ল এসএসকেএম

ব্যক্তিগত কারণ দেখিয়ে অভিজিতের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত

রাজ্যপালের বিরুদ্ধে ওড়িশি নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগের রিপোর্ট জমা পড়েছে নবান্নে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর