এই মুহূর্তে




ভোট মিটলেই ১০০০ কোটির উড়ালপুলের নির্মাণ শুরু কলকাতায়

Courtesy - Facebook and Twitter




নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাত ধরে কার্যত ভোল পাল্টে গিয়েছে শহর কলকাতার(Kolkata)। শহরে বেড়েছে যানবাহনের গতি। কমেছে যানজট। নেপথ্যে শহরের বুকে গড়ে ওঠা একাধিক উড়ালপুল বা Flyover। এবার সেই সব উড়ালপুলের তালিকায় যোগ হতে চলেছে আরও নয়া একটি উড়ালপুল। শহরের পূর্ব প্রান্তে ই এম বাইপাসের(E M Bypass) মেট্রোপলিটন ক্রসিং থেকে নিউটাউনের কাছে মহিষবাথান পর্যন্ত ৬ কিলোমিটার দীর্ঘ এই উড়ালপুল নির্মাণের জন্য প্রাথমিক ভাবে ১০০০ কোটি টাকার বরাদ্দ ধরা হয়েছে। সবকিছু ঠিক থাকলে লোকসভা নির্বাচন(General Election 2024) ঘোষণার আগেই এই উড়ালপুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভোট মিটলেই শুরু হয়ে যাবে এই উড়ালপুল নির্মাণের কাজ। ইতিমধ্যে এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র পেয়ে গিয়েছে রাজ্য। ২০২৬’র বিধানসভা নির্বাচনের আগেই এই উড়ালপুল নির্মীত হয়ে উদ্বোধন হয়ে যেতে পারে বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে।

৭ বছর আগে প্রাথমিকভাবে এই প্রকল্পের খরচ ধরা হয়েছিল ৭২৭ কোটি টাকা। তারপরে কেটে গিয়েছে অনেকগুলি বছর। একাধিক জটিলতার কারণে কাজ শুরু না হওয়ায় খরচ বাড়ছে অনেকটাই। খরচ বেড়ে পৌঁছে গিয়েছে হাজার কোটিতে। আগে ঠিক হয়েছিল এই উড়ালপুল নির্মাণ করবে Kolkata Metropolitan Development Authority বা KMDA। পরে পাকাপাকিভাবে এই সেতু তৈরির দায়িত্ব তুলে দেওয়া হয় রাজ্য পূর্ত দফতরের হাতে। সেই কারণেই এই উড়ালপুল নির্মাণের জন্য KMDA যে Detailed Project Report বা DPR জমা দিয়েছিল তা তুলে দেওয়া হয়েছে পূর্ত দফতরের হাতে। সেতুর নকশায় কোনও পরিবর্তন আনার প্রয়োজন আছে কি না, তাও দেখে নেওয়া হবে। নকশা চূড়ান্ত হলে প্রকল্পের প্রশাসনিক অনুমোদন দেবে রাজ্যের অর্থ দফতর। সেই ছাড়পত্র পেলেই টেন্ডার প্রক্রিয়া চালু হবে, যা সম্পূর্ণ হতে সময় লাগবে দু’মাস। ফলে কাজ শুরু করতে করতে লোকসভা নির্বাচন মিটে যাবে বলেই জানাচ্ছেন রাজ্যের পূর্ত দফতরের আধিকারিকরা।

এই উড়ালপুল নির্মীত হয়ে গেলে নবান্নের দিক থেকে আরও দ্রুত পৌঁছনো যাবে কলকাতা বিমানবন্দরে। লাভবান হবেন দক্ষিণ কলকাতার মানুষেরাও। চিংড়িঘাটা ক্রসিং, সল্টলেক বাইপাস, সেক্টর ফাইভের জ্যাম এড়িয়ে সোজা পৌঁছে যাওয়া যাবে নিউটাউনের মুখে। ফলে যাত্রার সময় কমবে অনেকটাই। নবান্ন থেকে বিমানবন্দর যেতে হলে তখন বিদ্যাসাগর সেতু পার করে মা ফ্লাইওভার ধরে সোজা পৌঁছে যাওয়া যাবে ইএম বাইপাস। তারপরই নতুন সেতু ধরে সোজা চলে যাওয়া যাবে নিউটাউনের মুখে মহিষবাথানে। সেখান থেকে বিশ্ববাংলা সরণি এবং ভিআইপি রোড ধরে সোজা পৌঁছে যাওয়া যাবে বিমানবন্দর। লাভবান হবেন নিউটাউনে কর্মরত মানুষজনও। বাইক বা স্কুটি কিংবা গাড়ি নিয়ে সহজেই তাঁরা সেখানে পৌঁছে যেতে পারবেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘কাজে ফিরুন’, চিকিৎসকদের কাছে ফের আর্জি মমতার

ভেস্তেই গেল জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক, নবান্ন ছাড়লেন মুখ্যমন্ত্রী

এসমা প্রয়োগ করছেন না , স্পষ্ট জানিয়ে দিলেন মমতা

‘পদত্যাগ করতেও রাজি, চাই তিলোত্তমা বিচার পাক’, জানিয়ে দিলেন মমতা

‘জাতীয় রাজনীতিতে ক্ষতি’,ইয়েচুরির মৃত্যুতে শোকপ্রকাশ মমতার

‘শকুনের রাজনীতি করে চলেছে বিজেপি, রাজনৈতিক উস্কানি থেকে দূরে থাকুন’, বার্তা তৃণমূলের

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর