এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

তৃণমূলের সঙ্গে নয়, জোট হোক বামেদের সঙ্গে, চাইছে প্রদেশ কংগ্রেস

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: গতকালই দিল্লিতে আয়োজিত হয়েছে দেশের বিজেপি বিরোধী জোট INDIA’র চতুর্থ বৈঠক। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৩০০টি কেন্দ্রে ২৪’র ভোটে(General Election 2024) লড়াই করবে কংগ্রেস(INC)। বাকি ২৪৩টি আসনে লড়বে জোটের শরিক দলগুলি। কিন্তু ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্যওয়াড়ি আসন সমঝোতা চূড়ান্ত করতে হবে। সূত্রের দাবি, কংগ্রেস এই দাবি মেনে নিলেও এটা গ্যারেন্টি দেয়নি যে আসন রফা ৩১ ডিসেম্বরের মধ্যেই সেরে ফেলা হবে। তবে যত দ্রুত তা সম্ভব সেরে ফেলার আশ্বাস দেওয়া হয়েছে। তারই নিদর্শন মিলেছে মঙ্গলবার রাতেই। দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে বাংলার প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে। বাংলায় তৃণমূলের সঙ্গে জোট নিয়ে তাঁদের কী অভিমত সেটা জানতেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বাংলার প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে এই তলব করেছে। সূত্রে জানা গিয়েছে, সেই বৈঠকে প্রদেশ কংগ্রেসের তরফে জানানো হবে তাঁরা বাংলায়(Bengal) তৃণমূলের(TMC) সঙ্গে কোনও জোট চান না। তাঁরা চান বামেদের সঙ্গে জোট।

প্রদেশ কংগ্রেসের একটি সূত্রের দাবি, প্রাথমিক ভাবে ছ’টি আসন চেয়ে কথা শুরু করবে কংগ্রেস। বহরমপুর এবং মালদা দক্ষিণের দু’টি জেতা আসনের পাশাপাশি তারা মালদা উত্তর, রায়গঞ্জ, পুরুলিয়া এবং দার্জিলিং আসনও দাবি করতে পারে কংগ্রেস। এর প্রতিটিই বিজেপির জেতা। কংগ্রেসের আশা, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) তা মেনে নিলেও নিতে পারেন। তবে মমতা তা মানবেন কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। প্রসঙ্গত, কংগ্রেসের একটি সূত্রের দাবি, ইতিমধ্যেই রাহুল গান্ধি(Rahul Gandhi) সঙ্গে সমঝোতার বিষয়ে প্রাথমিক কথা হয়ে রয়েছে মমতার। 

সেখানে কথা হয়েছে বহরমপুর, মালদা দক্ষিণ এবং রায়গঞ্জ আসন তিনটি নিয়ে। তবে তার আগে বাংলায় তৃণমূলের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে প্রদেশ কংগ্রেস নেতাদের মতামত শুনবে হাইকমান্ড। তার পরে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দেওয়া হবে। তৃণমূল সূত্রেও জানা গিয়েছে, মমতা কংগ্রেসকে ২টির বেশি আসন ছাড়তে চান না। আর সেই দুই আসন হল বহরমপুর ও দক্ষিণ মালদা যা কংগ্রেস ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জিতেছিল।

বাংলার প্রদেশ কংগ্রেসের সিংহ ভাগই অবশ্য তৃণমূলের সঙ্গে জোটে যাওয়ার বিপক্ষে। প্রয়োজনে একা লড়তেও যে তাঁরা তৈরি, সেই মনোভাব নিয়েই দিল্লি যাচ্ছেন রাজ্যের কংগ্রেস নেতারা। এআইসিসি জোটের বিষয়ে কথা এগোনোর জন্য চার জনের কমিটি গড়ে দিয়েছে। কোন রাজ্যে কার সঙ্গে সমঝোতা করা হবে বা হবে না, সেই সিদ্ধান্ত আগে দলীয় স্তরে নিতে হবে কংগ্রেসকে। সেই লক্ষ্যে উত্তরপ্রদেশ-সহ যে কয়েকটি রাজ্য নেতৃত্বের মতামত নেওয়া বাকি ছিল, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। এ বার বাংলার পালা। কংগ্রেস সূত্রের খবর, রাজ্যে সাংগঠনিক ভাবে লোকসভা নির্বাচনের প্রস্তুতির খবর নেওয়ার পাশাপাশি সমঝোতার প্রশ্নে বাংলার নেতাদের মত নিতে চান দলের কেন্দ্রীয় নেতৃত্ব।

প্রদেশ কংগ্রেসের জোট বিরোধী নেতাদের দাবি, ২০১৬ সালের পরে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট যদি অটুট থাকতো, তা হলে রাজ্যে বিজেপির এই বাড়বাড়ন্ত হতো না। এখন আবার তৃণমূলের সঙ্গে জোট করলে দলের দু’টো আসন হয়তো নিশ্চিত হবে। কিন্তু তৃণমূলের যাবতীয় দুর্নীতির দায় এসে পড়বে, দলটা যতটা আছে, তাতেও ভাঙনের আশঙ্কা দেখা দেবে। বামেদের সঙ্গে সমঝোতাই চালিয়ে যাওয়া যেতে পারে। নয়তো প্রয়োজন হলে একা লড়া হোক। তাতে উঠে দাঁড়াতে সময় লাগলেও দলটা থাকবে। দেখার বিষয় কংগ্রেস হাইকম্যান্ড কী মনে করেন এক্ষেত্রে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চাকরি বাতিলের জেরে একাধিক  স্কুলে বন্ধের মুখে বিজ্ঞান বিভাগ

একাদশ শ্রেণীতে ভর্তি হতে কত নম্বর লাগবে? জানিয়ে দিল পর্ষদ

‘দলের সবথেকে বেশি ক্ষতি করেছে’, কুণালকে তোপ জেলবন্দি পার্থর

শ্লীলতাহানির অভিযোগ নিয়ে রাজ্যপালকে খোঁচা শশী পাঁজার

দীর্ঘদিন নেতাদের দেহরক্ষী থাকতে পারবে না পুলিশকর্মী, নয়া নিয়ম আনছে নবান্ন

শ্লীলতাহানির অভিযোগের মধ্যেই কলকাতা ছাড়লেন রাজ্যপাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর