এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

শহরতলি এলাকায় নতুন অটো রুটের চিন্তাভাবনা রাজ্যের

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: কলকাতা(Kolkata) সংলগ্ন উত্তর ও দক্ষিণ শহরতলির বিভিন্ন অংশে বাসিন্দাদের মধ্যে অটো রুটের(Auto Route) চাহিদা বাড়ছে। বাস, মেট্রো, অ্যাপ ক্যাপ ছাড়াও শহর কলকাতার গণ পরিবহণ ব্যবস্থার একটা বড় অংশ অটোর ওপর নির্ভরশীল। শহরের অধিকাংশ অটো রুট গুলিতেই পারমিটের তুলনায় বেশি সংখ্যায় গাড়ি চলে, কিন্তু ভিআইপি রোড, ইএম বাইপাস, ডায়মন্ড হারবার রোড বা নিউটাউনের নতুন এলাকাগুলির বাসিন্দারা সমস্যা রয়েছেন। হয় সেখানে অটো রুট নেই, নইলে চালু থাকা রুটে পর্যাপ্ত সংখ্যায় অটো নেই। আর তাই উত্তর ও দক্ষিণ শহরতলি এলাকায় পরিবহণ ব্যবস্থার উন্নতির জন্য নয়া অটো রুট চালুর চিন্তাভাবনা শুরু করে দিল রাজ্য সরকার। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় একাধিক নতুন অটোর রুট তৈরির পরিকল্পনা চলছে বলেই রাজ্যের পরিবহণ দফতর(West Bengal State Transport Department) সূত্রে জানা গিয়েছে।

উত্তর-দক্ষিণ মেট্রো(North South Metro) একদিকে যেমন দমদম ছাড়িয়ে নোয়াপাড়া, বরানগর হয়ে দক্ষিণেশ্বর অবধি প্রসারিত হয়েছে তেমনি খুন শীঘ্রই কবি সুভাষ থেকে রুবি পর্যন্তও মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। আগামী এক দেড় বছরের মধ্যেই ইস্ট ওয়েস্ট মেট্রোর(East West Metro) মাধ্যমেই জুড়ে যেতে চলেছে হাওড়া ময়দান-হাওড়া স্টেশনের সঙ্গে ধর্মতলা, শিয়ালদা ও সেক্টর ফাইভ। আবার আগামী ৫ বছরের মধ্যেই মেট্রো পথে জুড়ে যেতে চলেছে জোকা ও ধর্মতলা এলাকা। সেই কারণে বিভিন্ন অংশে বাসিন্দাদের মধ্যে অটো রুটের চাহিদা বাড়ছে। পরিবহণ দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই নিউটাউন, ভাঙর, নিউ গড়িয়া, দক্ষিণেশ্বর, বরানগরের মতো এলাকাগুলি থেকে নয়া অটো রুট চালুর দাবি উঠেছে। সূত্রের খবর, পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ইতিমধ্যেই নয়া অটো রুট চালুর দাবিগুলি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট ROT-গুলিকে নির্দেশ দিয়েছেন। প্রয়োজন বুঝে পারমিট ইস্যু করার নির্দেশও দেওয়া হয়েছে। সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য তড়িঘড়ি বিষয়টি দেখতে বলা হয়েছে বলে খবর। এখন পরিবহণ দফতর নয়া অটো রুট চালু নিয়ে কী ব্যবস্থা নেয়, সেদিকে নজর থাকবে।

এই প্রসঙ্গে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, ‘গোটা রাজ্যজুড়ে ছোট বা বড় অনেক রাস্তা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রচুর পাকা রাস্তাও তৈরি করা হয়েছে। মানুষের জনবসতি বেড়েছে। যে রাস্তায় বড় গাড়ি ঢুকতে পারে না, সেখান মানুষকে পরিবহণ ব্যবস্থার জন্য সমস্যায় পড়তে হয়েছে। সেই নিয়ে বিভিন্ন এলাকা থেকে অটো বা ছোট গাড়ির রুট চালুর আবেদন আমাদের কাছে এসেছে। কলকাতা ও সংলগ্ন বিভিন্ন এলাকা থেকেও অটো রুট চালুর আবেদন এসেছে। আমরা গোটা বিষয়টি পর্যালোচনা করছি। সার্ভে করে দেওয়া হবে। প্রয়োজন বুঝলে রুট পারমিট দেওয়া হবে। এতে আমাদের বেকার ভাইদেরও কর্মসংস্থান হবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লক্ষীর ভান্ডার নিয়ে অমিত শাহকে খোঁচা চন্দ্রিমার

দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে ,পৌঁছে যাবে ৪০ ডিগ্রির ঘরে

মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে ফের নালিশ তৃণমূলের

একই দেহে ফুসফুস এবং হৃদপিণ্ড প্রতিস্থাপন করে নয়া রেকর্ড গড়ল এসএসকেএম

ব্যক্তিগত কারণ দেখিয়ে অভিজিতের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত

রাজ্যপালের বিরুদ্ধে ওড়িশি নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগের রিপোর্ট জমা পড়েছে নবান্নে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর