এই মুহূর্তে




ভূস্বর্গে যাচ্ছে তৃণমূলের ৫ প্রতিনিধি দল, কথা বলবেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে




নিজস্ব প্রতিনিধি: কাশ্মীরে যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধি দল। দলে থাকছেন ডেরেক ও ‘ব্রায়ম, নাদিমুল হক, সাগরিকা ঘোষ, মমতা ঠাকুর, মানস ভূঁইয়া। তৃণমূলের এই ৫ সাংসদ কাশ্মীরের ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলবেন । বুধবার জম্মু-কাশ্মীর(Jammu – Kashmir) যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধি দল। বুধবার ভূস্বর্গের উদ্দেশ্যে রওনা দেবেন তৃণমূলের প্রতিনিধি দল। পুঞ্চে যাবেন তৃণমূলের প্রতিনিধি দল। কাশ্মীরের সোপারোতে যাবে তৃণমূলের প্রতিনিধি দল। পাঁচজনের প্রতিনিধি দল পহেলগাঁওয়ের ঘটনার পরে এই প্রথম কাশ্মীরে যাচ্ছেন। সেখানকার বাসিন্দাদের সাথে কথা বলে পহেলগাঁও – এর ঘটনার পর সেখানকার বর্তমান পরিস্থিতি কি তার খোঁজ-খবর নেবেন তৃণমূলের প্রতিনিধিরা(TMC Delegates)।

ভারত – পাক যুদ্ধ পরিস্থিতিতে এবং পাকিস্তানের আক্রমণে সেখানে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা তারা ঘুরে দেখবেন। শুধু তাই নয়, বর্তমানে কাশ্মীরের মানুষজন কি অবস্থায় রয়েছেন, তাদের আতঙ্ক কেটেছে কিনা। কাশ্মীরে পর্যটন ব্যবসার বর্তমান হাল কি সবটাই জানার চেষ্টা করবেন তৃণমূলের প্রতিনিধিরা। কথা বলবেন সেখানকার পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন ও হোটেল মালিক সংগঠনদের সঙ্গে। কাশ্মীর জঙ্গি মুক্ত করতে সেনাবাহিনীর অভিযান এবং পাকিস্তানের যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে আক্রমণ সেখানকার মানুষজনকে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন তা নিজের চোখে পর্যবেক্ষণ করবেন তৃণমূলের প্রতিনিধিরা।

কাশ্মীরের বিভিন্ন প্রান্তে আগামী কয়েক দিন পরিদর্শনে যাবেন তৃণমূলের প্রতিনিধি দল। দেখা করবেন কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী সহ সেখানকার প্রশাসনিক কর্তাদের সঙ্গে। তৃণমূলের প্রতিনিধি দলের এই ভূস্বর্গ পরিদর্শনকে কেন্দ্র করে নিরাপত্তার সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছে সেখানকার প্রশাসন। থাকছে কড়া নিরাপত্তা বলয়। যেখানে যেখানে যাবেন তৃণমূলের প্রতিনিধি দল তাদের সঙ্গে থাকবে কাশ্মীর প্রশাসন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতাকে জঞ্জালমুক্ত করতে whatsapp নাম্বার চালু করল পুরসভা, সাত দিনের বিশেষ ড্রাইভ শুরু

‘ভারত আগে ছিল, আগেই থাকবে’, বাড়ি ফেরার পথে জানিয়ে গেলেন পূর্ণম

নির্মম! গাছের নিচে ঘুমিয়ে থাকা ব্যক্তির উপর ময়লা ফেলে নৃশংসভাবে খুন পুরকর্মীর

মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে, কলকাতা সহ সব জেলাতে ঝড় – বৃষ্টির পূর্বাভাস

‘ভেঙে পড়েছে ভারতের বিদেশনীতি’, বিদেশমন্ত্রী জয়শঙ্করকে তীব্র আক্রমণ রাহুল গান্ধির

‘অপারেশন সিঁদুর’ ও বর্তমান পরিস্থিতি নিয়ে দেশবাসীকে জানাতে কেন্দ্রকে সংসদে বিশেষ অধিবেশন ডাকার আবেদন মমতার

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ