এই মুহূর্তে




জামিন মিলতেই গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের নিয়ে বিজয় মিছিল, লজ্জার ঘটনা কর্নাটকে




নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: খোলা রাস্তা দিয়ে যাচ্ছে একের পর এক গাড়ি। কোনটা চার চাকা, কোনটা আবার দু’ চাকা। হাতে কোন রাজনৈতিক দলের পতাকা নেই, তবে গাড়ি থেকে মোটরবাইকে থাকা চালক ও যাত্রী সহ সকলের মুখেই মুহুর্মুহু স্লোগান ও জয়ধ্বনি। এ যেন কোন যুদ্ধ জয়ের পর বিজয় মিছিলের উচ্ছাসের ছবি। কর্ণাটকের হাভেরি জেলার আক্কি আলুর নামক গ্রামের এই ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

কী দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে?

সমাজমাধ্যমে ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, খোলা রাস্তার বুক চিরে ছুটে চলেছে একের পর এক গাড়ি। তার মধ্যে লাল রঙের চার চাকা এক গাড়ির খোলা ছাদ থেকে মাথা বের করে এক যুবক রাস্তার ধারের পথ চলতি মানুষের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন। আবার বাইক থেকে সেই গোটা মুহুর্তের ছবি মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করছেন অন্য এক যুবক। এই দৃশ্য দেখলে মনে হবে ভোট প্রচারে বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের ছবি। কিন্তু না, জানলে অবাক হবেন বছর দেড়েক আগে কর্ণাটকের এক গনধর্ষণকাণ্ডে সদ্য জেলমুক্ত কিছু অভিযুক্তের বাড়ি ফেরার এ এক বিজয় উল্লাসের ছবি।

ঘটনার সূত্রপাত?

সাল ২০২৪, ৮ জানুয়ারি। কর্নাটকের হাঙ্গালে ঘুরতে যান এক দম্পতি। সেখানে গিয়ে এক লজে আশ্রয় নেন তাঁরা। তাদের অতর্কিতে ওই লজে হানা দেয় একদল যুবক। গোলমাল থেকে অভব্য আচরণ শুরু করে ওই দম্পতির সঙ্গে। তারপর বছর ২৬ এর গৃহবধুকে টানতে টানতে জঙ্গলে নিয়ে যান ওই একদল যুবক। জঙ্গলের মধ্যেই ওই গৃহবধুকে লাগাতার গণধর্ষণ করেন অভিযুক্তেরা। ঘটনায় তীব্র নিন্দার ঝড় ওঠে সর্বত্র। সরকারকে নিশানা করে একের পর এক মন্তব্য ও লাগাতার আক্রমণ শানান বিরোধীরা। গণধর্ষণের ঘটনায় কর্নাটকের তৎকালীন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই পুলিশকে এই কেসের তদন্তভার তুলে দেন।

গণধর্ষণকাণ্ডের পর ওই মহিলার বয়ান রেকর্ড করে কর্নাটক পুলিশ। বয়ানে তাঁর অভিযোগের ভিত্তিতেই প্রথমে গ্রেফতার করা হয় মোট ১৯ জনকে। পরে ছেড়ে দেওয়া হয় ১২ জনকে। বাকি ৭ অভিযুক্তকে গত ২২ মে জামিন দেয় হাভেরি সেশন কোর্ট। জামিনের পরেই বিজয় উল্লাসে সামিল হয়ে নিজেদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অভিযুক্তেরা। যদিও তাদের এই জেলমুক্তি মোটেও ভাল চোখে নেননি কর্নাটকবাসী। ভাইরাল হওয়া ভিডিও শেয়ার করে এই ঘটনায় ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বিচার ব্যবস্থা সহ মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব ভারতীয় বাণিজ্যে, প্রবল ক্ষতির আশঙ্কায় চাল ব্যবসায়ীরা

বোকারোতে অস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া গেলেও ‘মূল মাস্টারমাইন্ড’ পলাতক, খুঁজছে পুলিশ

গভীর কুয়োয় ওঠা নামা যেন বাঁহাতের খেল, দেশি স্পাইডারম্যানের কীর্তি দেখে নিন স্বচক্ষে

‘মে ডে…’, ফের ককপিট থেকে ‘কল’ পাইলটের, বেঙ্গালুরুতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

টানা দুই বছর ধরে ১৪ জনের ধর্ষণের শিকার ১৫ বছরের দলিত কিশোরী, ভয়ঙ্কর ঘটনা অন্ধ্রে

Kanishka bombing: চার দশক পর শনাক্ত এয়ার ইন্ডিয়া বোমা হামলার পরিকল্পনাকারী ‘মিস্টার X’

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ