এই মুহূর্তে




হায়দরাবাদের কাছে ৪২ রানে হেরে বিরাট ধাক্কা খেলেন কোহলিরা




নিজস্ব প্রতিনিধি, লখনউ: সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে লিগ টেবিলে শীর্ষে ওঠার স্বপ্ন দেখছিলেন বিরাট কোহলিরা। সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। উল্টে প্যাট কামিন্সদের কাছে ৪২ রানে হেরে লিগ টেবিলে এক ধাপ নেমে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুক্রবার (২৩ মে) রাতে প্রথমে ব্যাট করে ঈশান কিশনের অপরাজিত ৯৪ রানের দুরন্ত ইনিংসের সুবাদে ৬ উইকেট হারিয়ে ২৩১ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে ১৯.৫ ওভারে ১৮৯ রানেই গুটিয়ে গেল আরসিবি। ফিল সল্ট আর বিরাট কোহলি বাদে আর কোনও ব্যাটার লড়াই চালাতে পারলেন না।

লখনউয়ের একানা স্টেডিয়ামে টসে জিতে এদিন প্রথমে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠান আরসিবি অধিনায়ক রজত পাতিদার। করোনাকে হারিয়ে ফের মাঠে ফিরলেও ব্যাট হহাতে জ্বলে উঠতে পারেননি ট্র্যাভিস হেড (১৭)। আগের ম্যাচের জয়ের নায়ক অভিষেক শর্মাও বড় রানের ইনিংস খেলতে পারেননি। ১৭ বলে ৩৪ করে আউট হন। একা কুম্ভ হয়ে লড়াই চালান ঈশান কিশন। কখনও হেনরিখ ক্লাসেন (২৪), কখনও অনিকেত ভার্মার (২৬) সঙ্গগে জুটি বেঁধে দলকে বড় রানের দিকে এগগিয়ে নিয়ে যান। তাঁর দুরন্ত ব্যাটিংয়েই বড় রানের ইনিংস দাঁড় করাতে সক্ষম হয় হায়দরাবাদ। ৪৮ বলে সাতটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ৯৪ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থেকে যান। নীতীশ রেড্ডি (৪) ও অভিনব মনোহর (১২) ব্যাট হাতে ফের ব্যর্থ হন।অধিনায়ক প্যাট কামিন্স ৬ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। আরসিবি’র হহয়ে রোমারিও শেফার্ড ১৪ রানে ২ উইকেট নেন।

জয়ের জন্য ২৩২ রান তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিলেন আরসিবির দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। ওপেনিং জুটিতে ৮০ রান যোগগ করেন। ব্যক্তিগত ৪৩ রানে সাজঘরে ফেরেন কোহলি। তিন নম্বরে নামা ময়াঙ্ক আগগরওয়ালকে সঙ্গে নিয়ে দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেন সল্ট। ১১তম ওভারে ময়াঙ্ককে (১১) ফিরিয়ে ধাক্কা দেন নীতীশ। পরের ওভারে সল্টকে (৩২ বলে ৬২) ফিরিয়ে দেন প্যাট কামিন্স। সেই ধাক্কা সামাল দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্চিলেন রজত পাতিদার ও জিতেশ শর্মা। কিন্তু অকারণে রান নিতে গিয়ে সাজঘরে ফেরেন আরসিবি অধিনায়ক (১৮)। এর পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বেঙ্গালুরুর ব্যাটিং অর্ডার। রোমারিও শেফার্ড (০), জিতেশ শর্মা (২৪), টিম ডেভিড (১), ভুবনেশ্বর কুমার(৩), যশ দয়াল (৩), ও ক্রুণাল পাণ্ড্যরা (৮) দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে পর পর আউট হয়ে যান। ১৮৯ রানেই গুটিয়ে যায় বেঙ্গালুরুর ইনিংস। হায়দরাবাদের হয়ে অধিনায়ক প্যাট কামিন্স ২৮ রানে তিন উইকেট নিয়েছেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২০৭ রানে শেষ অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস, টেস্ট বিশ্বকাপ জিততে দক্ষিণ আফ্রিকার চাই ২৮২

মা হৃদরোগে আক্রান্ত, ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই তড়িঘড়ি দেশে ফিরতে হচ্ছে গম্ভীরকে

৪৯ বলে ১৯ ছক্কা! টি-২০ ক্রিকেটে গেইলের রেকর্ড ভাঙলেন কিউয়ি ব্যাটার

ঋষভ পন্থের বিশাল ছক্কায় অতিষ্ঠ কেন্ট গ্রাউন্ডের প্রতিবেশীরা

বিধ্বংসী প্যাট কামিন্স, ১৩৮ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

রবার্ট লেয়নডস্কির সঙ্গে বিরোধের জেরে ইস্তফা দিলেন পোল্যান্ড কোচ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ