এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মমতার উদ্যোগে ‘ধ্রুপদী ভাষা’র তকমা পেতে চলেছে বাংলা

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগে বাংলারই একটি কেন্দ্রীয় বিদ্যালয়ে বাংলার শিক্ষিকাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এই বলে যে বাংলা(Bengali Language) এখন বিলুপ্তপ্রায় ভাষা। সেই ভাষায় আর কেউ নাকি পড়াশোনা করে না। তাই তাঁকে আর চাকরিতে রাখার প্রয়োজন নেই। আবার একুশের বিধানসভা নির্বাচনের সময়েও ধেয়ে এসেছিল আক্রমণ, বাংলা নাকি ধ্রুপদী ভাষা(Heritage Language) নয়। দুটি ঘটনাতেই জড়িয়েছে গেরুয়া শিবির। কার্যত তাঁরাই দেশজুড়ে হিন্দি(Hindi) ভাষা জোর করে সবার ওপর চাপিয়ে দিতে আঞ্চলিক ভাষাগুলিকে প্রতি পদে পদে অপমান করছে। গায়ের জোরে সেই ভাষায় পঠনপাঠনও বন্ধ করে দিতে চাইছে। একইসঙ্গে হিন্দিকে দেশের রাষ্ট্রভাষা(Rashtra Bhasha) বলে চালাতে চাইছে। যদিও দেশের সংবিধানে(Constitution) কোথাও বলা নেই হিন্দি আমাদের রাষ্ট্রভাষা। আদতে ভারতের কোনও রাষ্ট্রভাষাই নেই। এইসব মনোভাবের মানুষদের জন্যই এবার বড় ধাক্কা আসতে চলেছে। কেননা সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই ‘ধ্রুপদী ভাষা’র তকমা পেতে চলেছে বাংলা ভাষা।

আরও পড়ুন মমতার ‘মেধাশ্রী’ প্রকল্পের টাকা পেল প্রায় লক্ষ OBC পড়ুয়া

জানা গিয়েছে, একুশের বিধানসভা নির্বাচনে বাংলা ভাষার ওপর গেরুয়া ব্রিগেড যেভাবে আক্রমণ চালিয়েছিল তার মক্ষোম জবাব দিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্দেশে রাজ্যের উচ্চশিক্ষা দফতর Institute of Language Studies and Research বা ILSR-কে বাংলা ভাষা নিয়ে গবেষণা চালানোর দায়িত্ব দিয়েছিল। সেই গবেষণায় বাংলার প্রাচীনত্বের নমুনা মিলেছে। আগামী মে মাসে সেই গবেষণার রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়বে। তারপরেই কেন্দ্রের কাছে বাংলা ভাষার জন্য আবেদন জানানো হবে যাতে এই ভাষাও দেশের অন্যতম ‘ধ্রুপদী ভাষা’র তকমা পায় তার জন্য। ইতিমধ্যে দেশের ছ’টি ভাষা কেন্দ্রের কাছ থেকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে। ইন্দো-ইউরোপীয় ভাষা হিসেবে বাংলার স্বীকৃতির দাবিও জোরালো হয়ে উঠেছিল। যুক্তি ছিল, ওড়িয়া এই তকমা পেলে বাংলারও পাওয়া উচিত। এখন নবান্ন সূত্রেই জানা গিয়েছে বাংলার ‘ধ্রুপদী ভাষা’র তকমা পাওয়া স্রেফ সময়ের অপেক্ষা মাত্র।   

আরও পড়ুন ছেলে-বউমার চাকরির জন্য ১০ লক্ষ টাকা ঘুষ বিজেপি নেতার

নবান্ন সূত্রে জানা গিয়েছে, বাংলা ভাষাকে নিয়ে গবেষণা এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। কিছু অফিসিয়াল কাজকর্ম বাকি রয়েছে মাত্র। তারপরে এটি রাজ্য সরকারের অনুমোদন সাপেক্ষে সংস্কৃতি মন্ত্রকে জমা পড়বে। প্রসঙ্গত, একটি ভাষার ক্লাসিকাল বা ধ্রুপদী তকমা পাওয়ার জন্য বেশ কিছু যোগ্যতামান বেঁধে দিয়েছে কেন্দ্র। বলা হয়েছে, সংশ্লিষ্ট ভাষাটিকে ১৫০০ থেকে ২ হাজার বছর পুরনো হতে হবে। অন্য কোনও ভাষা থেকে সেই ভাষা এবং সংস্কৃতি উদ্ভূত না হওয়া আবশ্যিক। প্রজন্মের পর প্রজন্ম ওই ভাষাভাষীর মানুষ সংশ্লিষ্ট ভাষাটির প্রাচীন লিখিত রূপকে ঐতিহ্য হিসেবে দেখেছে কি না, সেটাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ওই ভাষায় ১০০০ বছরের কোনও লিখিত প্রামাণ্য থাকার কথাও পরে জানিয়েছে কেন্দ্র। এসব মাপকাঠিতে এখনও বাংলা সেই শিরোপা পায়নি। যদিও সাম্প্রতিকতম গবেষণায় যে মাপকাঠি ধার্য হয়েছে, তার চেয়ে অনেক পুরনো লিখিত নথির প্রমাণ মিলেছে। যে কোনও যোগ্যতামানের ঢের বেশি প্রমাণ এই গবেষণায় উঠে এসেছে। প্রসঙ্গত, তামিল সর্বপ্রথম দেশের মধ্যে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছিল। তারপর ধাপে ধাপে সংস্কৃত, কন্নড়, তেলুগু, মালয়ালম এবং ওড়িয়া এই স্বীকৃতি পায়। মারাঠিকে এই স্বীকৃতি দেওয়ার দাবিও বেশ তুঙ্গে। এখন বাংলা ধ্রুপদী ভাষার তকমা পেলে, ইউনেস্কোর দুর্গাপুজোকে দেওয়া হেরিটেজ স্বীকৃতির চেয়ে সেটা কোনও অংশেই কম গুরুত্বপূর্ণ হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুক্রবার রাতে নির্বাচনী জনসভায় যোগ দিতে কলকাতায় এলেন নরেন্দ্র মোদি

রাজভবনের পিস রুম মহিলাদের পিস হেভেনে পরিণত হয়েছে, কটাক্ষ চন্দ্রিমার

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রাজভবনের মহিলা কর্মীর

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

তৃণমূলের তারকা প্রচারের তালিকা থেকে বাদ পড়লেন কুণাল

প্রথম চেষ্টাতেই মাধ্যমিক পাশ করে চমকে দিলেন ফুটপাতের প্রিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর