এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা পুরনিগমের Waiver Scheme

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: বকেয়া সম্পত্তি কর বা Property Tax’র ওপরে যে বিশেষ ছাড় দিচ্ছে কলকাতা পুরনিগম(KMC), তা এবার বন্ধ হতে চলেছে। এতদিন Property Tax’র জন্য যে Waiver Scheme লাগু ছিল তাতে সুদের ওপর ৫০ শতাংশ এবং Penalty বা জরিমানায় ৯৯ শতাংশ ছাড় মিলতো। সারা বছর ধরেই এই সুবিধা পেতেন শহরের বাসিন্দারা। কিন্তু কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, চলতি অক্টোবর বা নভেম্বর মাস থেকে এই ছাড় আর পাবেন না শহরবাসী। বকেয়ার সময়কাল অনুযায়ী বিভিন্ন ধাপে কিছু ছাড় দেওয়া হবে। সম্প্রতি মেয়র পরিষদের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে। এবার সেই প্রস্তাব আগামী মাসিক অধিবেশনে পাস হলে তা শহরজুড়ে লাগু করা হবে।

উল্লেখ্য, পুর আইন অনুসারে ২০১৮ সাল থেকে এই ছাড় দেওয়া হচ্ছে। এরপরও মেয়র চাইলে বিশেষ কিছু ক্ষেত্রে তিনি আরও ছাড় দিতে পারেন। গত এপ্রিল মাসে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim) জানিয়েছিলেন, মার্চ মাসে এই Waiver Scheme শেষ হওয়ার কথা থাকলেও তা সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তার মধ্যে বকেয়া Property Tax জমা করলে সুদের ওপর ৫০ শতাংশ এবং Penalty-তে ৯৯ শতাংশ ছাড় মিলবে। পুরনিগমের সম্পত্তিকর মূল্যায়ন এবং রাজস্ব আদায় বিভাগ সূত্রে খবর, গত ৪-৫ বছরে এই পদ্ধতিতে কোষাগারে টাকা ঢুকলেও বকেয়ার বড় অংশ এখনও ঝুলে রয়েছে। আশা করা হয়েছিল, এই ছাড় পেলে নাগরিকরা তাঁদের সব বকেয়া মিটিয়ে দেবেন। কিন্তু নাগরিকদের একটা বড় অংশ এখনও বকেয়া মেটাচ্ছেন না, তাই এই ছাড় তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নতুন নিয়মে ঠিক হয়েছে, বকেয়া যত দীর্ঘদিনের, সুদ এবং পেনাল্টিতে ছাড় মিলবে তত কম।   

নয়া প্রস্তাবে বলা হয়েছে, ২ বছর পর্যন্ত বকেয়া আছে, এমন করদাতারা কর মেটালে জরিমানার ৯৯ শতাংশ ও সুদের ৫০ শতাংশ মূকুব হবে। ২ বছরের বেশি কিন্তু ৫ বছরের কম সময়ের বকেয়া কর মেটালে জরিমানায় ৭৫ শতাংশ ও সুদে ৪৫ শতাংশ ছাড় মিলবে। ৫ বছর থেকে ১০ বছর বকেয়া আছে, এমন ক্ষেত্রে করদাতাদের জরিমানার ওপর ৫০ শতাংশ ও সুদের ওপর ৩৫ শতাংশ মকুব হবে। ১০ বছরের বেশি সময় ধরে বকেয়া করদাতাদের ক্ষেত্রে জরিমানার ওপর ২৫ শতাংশ ও সুদের ওপর ৩০ শতাংশ ছাড় মিলবে।  বিভাগীয় এক কর্তা বলেন, Waiver Scheme ছাড়াও সারা বছর ধরেই এই ছাড় দেওয়া হতো। এবার সেটাই বন্ধ করে দেওয়া হবে। যিনি যত বেশিদিন সম্পত্তি কর বকেয়া ফেলে রাখবেন, তিনি তত কম ছাড় পাবেন। অনেক সুযোগ দেওয়া হয়েছে, এবার আর নয়।    

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাইকোর্টে ফের  জামিনের আবেদন খারিজ, জেলেই থাকতে হবে পার্থকে

দেবাশিষের সুপ্রিম ধাক্কা, কমিশনের সিদ্ধান্তে সিলমোহর শীর্ষ আদালতের

নবান্ন-রাজভবন- জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি, তদন্তে লালবাজার 

সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষার প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মন্ত্রী- বিধায়কদের জন্য সুখবর, মে মাসেই  পেতে চলেছেন বকেয়া-সহ বর্ধিত বেতন

হাইকোর্টেই বিক্ষোভের মুখে বিকাশ, শুনলেন ‘চাকরিখেকো’ শ্লোগান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর