এই মুহূর্তে




সময়ের আগেই প্রবেশ মৌসুমী বায়ুর, আগামী সাতদিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস




নিজস্ব প্রতিনিধি: বিগত কিছু দিন ধরে তীব্র গরম থাকলেও সপ্তাহান্তে স্বস্তি পেয়েছে বঙ্গবাসী। সময়ের বেশ কিছু দিন আগেই মৌসুমী বায়ু প্রবেশ করেছে রাজ্যে। ফলে উত্তর থেকে দক্ষিণ দিকের রাজ্যের সমস্ত জেলায় দেখা মিলেছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত এই ওয়েদারই বজায় থাকবে৷

কলকাতা ও আশেপাশের অঞ্চলের আবহাওয়া

আবহাওয়ার পূর্বাভাস, সপ্তাহের শেষের দিন কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ এই দিন আংশিক মেঘলা আকাশ থাকবে। পাশাপাশি রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাসও৷ চলতি সপ্তাহের শনিবার কলকাতায় ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা এই দিন ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম আবহাওয়া থাকবেই। এই রকম আবহাওয়া বেশি অনুভব হবে পশ্চিমের জেলাগুলিতে। তবে বুধবার তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে বলে খবর।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে৷ পাশাপাশি ৩০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে৷ কিছু কিছু জেলায় কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে৷ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলাগুলিতে। এই সমস্ত জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে৷

উত্তরবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের সমস্ত জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। পাশাপাশি উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাত হবে৷ বুধবার পর্যন্ত এরকমই থাকবে আবহাওয়া৷ জানা গিয়েছে, দার্জিলিং থেকে মালদা, সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে চলবে ঝোড়ো হাওয়া। তবে তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গড়িয়াহাটে মাত্র ৯ হাজার টাকার জন্য যুবককে খুন করেছিল বন্ধুরা, ধৃত ৪

কলকাতা পুরসভার সমবায় নির্বাচনে সবকটি আসনে জয় জয়াকার তৃণমূলের

ভারতীয় সেনাকে কুর্নিশ ও কৃতজ্ঞতা জানিয়ে রাজ্যজুড়ে তৃণমূলের কর্মসূচি

রাজ্যে চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ করছি: চিরঞ্জিত চক্রবর্তী

মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নতুন করে সেজে উঠছে শিলিগুড়ি

পহেলগাঁওয়ের পাক চর জ্যোতি মালহোত্রা কলকাতায় এসে জনপ্রিয় এলাকার ভিডিও করেছিলেন

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ