এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

১ সপ্তাহে খাস কলকাতায় পাকড়াও ১২ হাজার হেলমেটহীন বাইকচালক

নিজস্ব প্রতিনিধি: নিয়ম না মানাকেই এখন নিয়ম বানিয়ে ফেলেছেন কলকাতা(Kolkata) ও শহরতলি এলাকার একশ্রেনীর বাইক চালকেরা(Bikers)। রাজ্য সরকার, পুলিশ ও প্রশাসন, পুরনিগমের তরফ থেকে যতই পথ নিরাপত্তা সপ্তাহ, নাকা চেকিং, সচেতনতা প্রচার করা হোক না কেন, ট্রাফিকবিধি লঙ্ঘন হয়েই চলেছে। আর সেটা ধরা পড়েছে কলকাতা পুলিশের(KP) এক পরিসংখ্যানে। সেটাও আবার রীতিমত চোখ কপালে তোলার মতোই পরিসংখ্যান। লালবাজার(Lalbazar) সূত্রের খবর, গত এক সপ্তাহে শহরজুড়ে প্রায় ১২ হাজার হেলমেটহীন বাইকচালককে পাকড়াও করা হয়েছে। তাঁদের প্রত্যেককে জরিমানাও(Fine) করা হয়েছে। কিন্তু সব থেকে বড় বিষয় এটাই যে হেলমেট পড়া নিয়ে বাইকচালকদের উদাসীনতা তাজ্জব করেছে পুলিশ মহলকেও। লালবাজারের আধিকারিকেরা জানিয়েছেন, এক সপ্তাহে এত সংখ্যক হেলমেটহীন বাইক আরোহীকে পাকড়াও করার নজির নেই কলকাতা পুলিশের খাতায়।

আরও পড়ুন মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, বন্ধ বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়

লালবাজারের রিপোর্ট বলছে, ৬ থেকে ১২ এপ্রিল— এই সময়কালকে ধরেই একটি রিপোর্ট তৈরি করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে এই সময়ে কলকাতা পুলিশের এলাকায় ১১,৬৯৯টি মামলা রুজু হয়েছে হেলমেট না পড়ে বাইক বা স্কুটি চালানোর জন্য। আবার এমন অসংখ্য মামলাও রয়েছে যেখানে যিনি বাইক বা স্কুটি চালাচ্ছেন তিনি মাথায় হেলমেট পড়ে আছেন, কিন্তু তার সঙ্গে যিনি আছেন তিনি হেলমেটহীন। আবার এটাও দেখা গিয়েছে একটা বাইকে বা স্কুটিতে ৩ থেকে ৪জন যাচ্ছেন। এরা সবাই জরিমানার মুখে পড়েছেন। জরিমানা বাবদ কত টাকা সরকারের কোষাগারে ঢুকেছে সেটা বড় কথা নয়। বড় কথা এটাই দু’মাসের মধ্যে সাপ্তাহিক হিসেবে ট্রাফিকবিধি লঙ্ঘনকারীদের সংখ্যা বেড়েছে প্রায় ১২ গুণ। যা চিন্তা বাড়াচ্ছে লালবাজারের। ফেব্রুয়ারি মাসে পথ নিরাপত্তা সপ্তাহে হেলমেট না পরার অভিযোগে জরিমানা করা হয়েছিল ১,০৬০ জনকে। অথচ ৬ থেকে ১২ এপ্রিল এই সময়ে প্রায় ১২ হাজার।  

আরও পড়ুন একা নন জীবন, জিজ্ঞাসাবাদে উঠে এসেছে আরও ১২ বিধায়কের নাম

৬ থেকে ১২ এপ্রিল, এই সাতদিনে কলকাতা পুলিশ এলাকায় ১১,৬৯৯টি মামলা রুজু হয়েছে। তার মধ্যে একটি ট্রাফিক গার্ড এলাকাতেই ৯ হাজার ৯৮০ জন হেলমেটহীনকে পাকড়াও করেছে পুলিশ। কেন সেখানে সংখ্যা এত বেশি, তা নিয়ে খোঁজখবর নিতে শুরু করেছে লালবাজার। উল্লেখ্য, হেলমেট না পরে বাইক চালানোর জন্য ইদানীং শহরে বিভিন্ন দুর্ঘটনায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তারপরেও সচেতনতা না ফেরায় চিন্তা বাড়ছে। তবে ওই রিপোর্ট বলছে, বাকি ট্রাফিক গার্ড এলাকায় কোথাও এই সংখ্যা ২০০’র গণ্ডি পেরয়নি। পরিসংখ্যান বলছে, যে ট্রাফিক গার্ড এলাকায় হেলমেটহীনদের দাপট বেশি, সেখানে ওভারস্পিডের দৌরাত্ম্য সর্বোচ্চ। সেখানে প্রায় পাঁচ হাজারের কিছু বেশি গাড়ি-বাইককে জরিমানা করেছে পুলিশ। আবার বিভিন্ন ট্রাফিকবিধি ভাঙার অভিযোগে এই এক সপ্তাহে প্রায় ৬০ হাজার মামলা করেছে পুলিসশ। শহরে নো-পার্কিং জোনে গাড়ির রাখার কারণেও প্রচুর মামলা হয়েছে। ট্রাফিক বিভাগ সূত্রে জানা গিয়েছে, এক সপ্তাহে এই ধারায় মোট ১২,২৪১টি কেস হয়েছে। এই পরিসংখ্যানও সাম্প্রতিককালে নজিরবিহীন বলে পুলিশ সূত্রের খবর। পথ নিরাপত্তা সপ্তাহে সেই সংখ্যা ছিল ১,৯৭৩। পাশাপাশি, সিগন্যাল ভাঙার অভিযোগেও প্রচুর মামলা রুজু হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাইকোর্টে ফের  জামিনের আবেদন খারিজ, জেলেই থাকতে হবে পার্থকে

দেবাশিষের সুপ্রিম ধাক্কা, কমিশনের সিদ্ধান্তে সিলমোহর শীর্ষ আদালতের

নবান্ন-রাজভবন- জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি, তদন্তে লালবাজার 

সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষার প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মন্ত্রী- বিধায়কদের জন্য সুখবর, মে মাসেই  পেতে চলেছেন বকেয়া-সহ বর্ধিত বেতন

হাইকোর্টেই বিক্ষোভের মুখে বিকাশ, শুনলেন ‘চাকরিখেকো’ শ্লোগান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর