এই মুহূর্তে




মহানবমীতে কড়ি দিয়ে করুন সামান্য কাজ, কৃপা লাভ হবে দেবী দুর্গার

নিজস্ব প্রতিনিধি: অষ্টমী তিথি পেরিয়ে নবমী এসে গিয়েছে। আজ মন খারাপের বেলা। আসলে নবমী নিশির যে দয়া নেই। আর ঠিক একদিন। তার[পরেই মা ফিরে যাবেন কৈলাসে। অষ্টমী তিথির মতো নবমী তথিতেও বিভিন্ন জায়গায় কুমারী পুজো হয়। এ ছাড়াও নবমী তিথিতে কিছু ভাল , খুব সহজ উপায় অবলম্সবন করা উচিত। এতে পরিবারের ভাল হবে। এই তিথিতে কড়ি দিয়ে কিছু উপায় করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি মেলে।  শাস্ত্র মতে দুর্গা নবমীতে কড়ির কোন কোন উপায় করে অর্থ-সম্পত্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করতে পারেন, তা এখানে বিস্তারিত জেনে নিন।

নবমীতে ৫টা বা ৭টা কড়ি নিন। তারপর তাতে সিঁদূর লাগান। তারপর সেই কড়ি দেবী দুর্গাকে নিবেদন করুন। সন্ধ্যাবেলা যখন দেবীর আরাধনা ও আরতি হয়ে যাবে, তারপর কড়ি তুলে হলুদ বা লাল কাপড়ে বেঁধে লকারে রেখে দিন। কড়ির এই উপায়ে বাড়ে ধন সম্পদ।

সকলে তো চাকরি করেন না, কেউ কেউ ব্যবসাও করেন। এমন যদি কখনও হয় যে জরুরি কাজে বার বার বাধা আসছে, ব্যবসায় উন্নতি হচ্ছে না, তাহলে আজ নবমী তিথিতে এই বিশেষ কাজটি করুন। নবরাত্রির শেষ দিন অর্থাৎ মহানবমী তিথিতে লক্ষ্মীর ছবি বা প্রতিমার সামনে ৫, ৭ বা ১১টি কড়ি নিবেদন করুন। এর পর নিয়ম মেনে লক্ষ্মীর পুজো করুন। মন থেকে প্রার্থনা করুন ব্যবসার উন্নতি। এই একটি কাজে সমস্ত ভেস্তে যাওয়া কাজ সম্পন্ন হবে। কাজের বাধা দূর হবে।

জীবনে সুখ শান্তি কে না চায়। এই সুখ শান্তিও কিন্তু এনে দিতে পারে কড়ি । নবমীর দিনে ৫ বা ১১টি কড়ি গঙ্গাজল দিয়ে শুদ্ধ করে নিন। তারপর সেগুলি দুর্গাকে কড়ি নিবেদন করে সুখ-সমৃদ্ধির কামনা করুন। পুজো শেষ হয়ে গেলে ৫টি টাকা রাখার লকারে রেখে দিন। এর ফলে দূর হবে অর্থাভাব। এমনকী সুখ-সমৃদ্ধির আগমন ঘটে।

মহানবমীতে আরও কিছু বিষয় রয়েছে যেগুলি মেনে চলতে পারেন। যেমন ধরুন পরিবারে দীর্ঘদিন ধরে রোগ জ্বালায় কেউ আক্রান্ত থাকলে  মহানবমীতে আগ্নেয় কোণ অর্থাৎ দক্ষিণ-পূর্ব কোণে দুর্গাকে স্মরণ করে প্রদীপ জ্বালান। এতে শত্রু ও অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া নবমীতে চেষ্টা করুন ২ থেকে ১০ বছরের ৯টি কুমারী মেয়েকে বাড়িতে এনে পুজো করে ভোজন করানোর। এর ফলে পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নবমীর সাজে থাকুক চমক! পোশাকের সঙ্গে মানানসই হালকা মেকআপে হয়ে উঠুন অনন্যা

ঠাকুর দেখতে বেরিয়ে ভিড়ে নাজেহাল অবস্থা, বমি বমি ভাব? সুস্থ থাকতে যা করবেন

দশমীর দিন এই শুভ জিনিসগুলি বাড়িতে নিয়ে আসুন, বদলে যাবে ভাগ্য

২৭ বছর পর শারদীয়া নবরাত্রিতে ঘটছে এই আশ্চর্যজনক ঘটনা, জেনে নিন মাহাত্ম্য

অষ্টমীতে লুচি পরোটার পরিবর্তে খাদ্যতালিকায় রাখুন এই খাবার

অষ্টমীতে নিরামিষ মোচার পাতুরি কীভাবে বানাবেন জেনে নিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ