এই মুহূর্তে

দেবীর আশীর্বাদ পেতে সরস্বতী পুজোর দিন ভুলেও করবেন না এই সমস্ত কাজ

নিজস্ব প্রতিনিধি: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তাঁর মধ্যেই রয়েছে রস্বতী পুজো। আজ বাগদেবীর আরাধনায় মেতে উঠবে বাংলা। অন্যান্য দেবীর মতই বিদ্যার দেবীর আরাধনার বেশ কিছু নিয়ম রয়েছে যা না মানলে দেবী রুষ্ট হন। 

শিক্ষা, শিল্প-সংস্কৃতির দেবী সরস্বতী । অন্ধকার, অশিক্ষা-কুশিক্ষা দূর করে জীবন আলোকিত করেন তিনি।   নিষ্ঠা-সহকারে পুজো করলে দেবীর আশীর্বাদ পাওয়া যায়। বছরে এ দিনে পঞ্চমী তিথি অনুসারে বিদ্যার দেবীর আরাধনা করা হয়। শিক্ষার্থীদের বিশেষ করে এই নিয়ম মানতে হয়। তাই বিদ্যার দেবীকে প্রসন্ন করতে মেনে চলুন এই নিয়মগুলি। 

১) সরস্বতী পুজোর দিন হাত -পায়ের নখ, চুল কাটবেন না।   প্রয়োজনে আগের বা পরের দিন কেটে নিন। 

২) ভুলেও কুল খাবেন না। 

৩) কাউকে কু-কথা বলবেন না, গালাগালি দেবেন না কারণ, এই পুজোর সময় দেবী সরস্বতী আমাদের জিহ্বায় অবস্থান করেন।  

৪) গাছ কিংবা খেতের ফসল কাটবেন না।  শাস্ত্রমতে, এদিন গাছেরাও আনন্দ মাতে। তাই মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাড়িতে গাছ  লাগান এতে দেবী প্রসন্ন হন। 

৫) সরস্বতী পুজোর দিন ক্রোধ সংবরণ  করুন। 

৬) সরস্বতী পুজোর দিন হলুদ কিংবা সাদা বস্ত্র পড়ুন। 

৭) পুজোর সময় যে প্রদীপ জ্বালুন,  যেন পুজো চলাকালীন নিভে না যায়।  

৮) সরস্বতী পুজোর দিন ভুলেও সেলাই  করবেন না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বয়স্ক বাবা-মাকে নিয়ে পাহাড়ে যাবেন? সঙ্গে রাখতে ভুলবেন না প্রয়োজনীয় এই জিনিসগুলি

সরস্বতী পুজোতে দুই গ্রহের গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের

পড়াশোনায় মন নেই শিশুর?  বিশেষ পুজো করলেই মিলবে আশীর্বাদ

জেনে নিন সরস্বতী পুজোর শুভ সময়, পুজো পদ্ধতি ও শুভ রঙ

চুলের পরিচর্যায় বিয়ার ব্যবহার জানলে অবাক হবেন, হবে বহু সমস্যার সমাধান

পর্যটকদের জন্য সুখবর, মানালি শীতকালীন কার্নিভালে এবার বিশেষ আকর্ষণ কী জানেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ