এই মুহূর্তে

বয়স্ক বাবা-মাকে নিয়ে পাহাড়ে যাবেন? সঙ্গে রাখতে ভুলবেন না প্রয়োজনীয় এই জিনিসগুলি

নিজস্ব প্রতিনিধি: সংসার, সন্তান, অফিস সামলে বাবা-মা’রা নিজেদের জন্য সময়ই দিতে পারেন না। তবে তাঁদের ইচ্ছা হয় একটু মুক্ত হাওয়ার স্বাদ নেওয়ার। বাবা-মায়ের ইচ্ছাপূরণে ভাবছেন তাঁদের নিয়ে যাবেন পাহাড়ে? ঘুরে দেখাবেন পাইন বনের নির্জনতা কিংবা পাহাড়ি নদী। যদি বয়স্ক বাবা-মাকে নিয়ে যখন পাহাড়ি রাস্তার চড়াই-উতরাই রাস্তা পাড়ি দেওয়ার পরিকল্পনা থাকে তাহলে সঙ্গে রাখুন বেশ কয়েকটি জিনিস। যাতে পাহাড়ে সমস্যা পড়লে চিন্তায় পড়তে না হয়।

১. ওষুধ ও প্রেসক্রিপশন

বাবা-মা  নিয়মিত যে ওষুধগুলো খান সেগুলি বেশি করে নিয়ে রাখুন। সঙ্গে অবশ্যই রাখবেঞ ইনহেলার, ব্যথানাশক স্প্রে।  সঙ্গে রাখবেন চিকিৎসকের সাম্প্রতিক প্রেসক্রিপশন।  যাতে সমস্যা হলে প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ কেনা যায়। 

২. স্যানিটাইজেশন ও স্বাস্থ্যবিধি
প্রবীণদের ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি এড়াতে সঙ্গে রাখুন হ্যান্ড স্যানিটাইজার, পাবলিক টয়লেট ব্যবহারের জন্য টয়লেট সিট, স্যানিটাইজার স্প্রে এবং পেপার সোপ।   

৩.  সঠিক জুতো ও কম্প্রেশন মোজা

পাহাড় মানেই এবড়োখেবড়ো রাস্তা। তাই ব্যালেন্স যাতে হারিয়ে না যায় তাই  জুতো ভালো রাখুন।   দীর্ঘক্ষণ গাড়িতে বসে বসলে  অনেকের পা ফুলে যায় তাই  রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে ‘কম্প্রেশন সক্স’ বা মোজা  রাখুন। 

৪. নথিপত্র ও বিমা কার্ড
আধার কার্ড বা ভোটার কার্ড সঙ্গে রাখুন। অরিজিনাল কপির পাশাপাশি  ফটোকপি রাখুন।   ট্রাভেল ইনস্যুরেন্স বা ভ্রমণ বিমার কার্ড সঙ্গে রাখুন যাতে ইমার্জেন্সি মেডিক্যাল কভার থাকে। 

৫. ফোল্ডিং লাঠি ও হিয়ারিং এড

বাবা-মায়ের হাঁটাচলায়  সমস্যা যাতে না হয় তাই ফোল্ডেবল   লাঠি সঙ্গে রাখুন। এটি উঁচু-নিচু রাস্তায় বাড়তি ভারসাম্য রাখবে এছাড়া বাবা-মা যদি কানে কম শোনেন, তবে হিয়ারিং এডের অতিরিক্ত ব্যাটারি নিতে ভুলবেন না।

৬. ঘাড়ের বালিশ ও হালকা চাদর
পাহাড়ি রাস্তা মানেই  দীর্ঘক্ষণ গাড়িতে বসে থাকা। তাই বয়স্কদের যাত্রা যাতে ক্লান্তিকর না হয়  একটি মেমরি ফোমের ঘাড়ের বালিশ এবং হালকা ওজনের কমপ্যাক্ট ট্রাভেল ব্ল্যাঙ্কেট রাখুন সঙ্গে 

৭.  শুকনো খাবার ও ওআরএস

পাহাড়ের রাস্তায় অনেক সময় দীর্ঘক্ষণ জ্যামে আটকে গেলে সমস্যা সমাধানে ব্যাগে ড্রাই ফ্রুটস, বাদাম, মাখানা কিংবা বিস্কুট রাখুন।   ওআরএস বা গ্লুকোজ মেশানো জল রাখুন। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সরস্বতী পুজোতে দুই গ্রহের গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের

দেবীর আশীর্বাদ পেতে সরস্বতী পুজোর দিন ভুলেও করবেন না এই সমস্ত কাজ

পড়াশোনায় মন নেই শিশুর?  বিশেষ পুজো করলেই মিলবে আশীর্বাদ

জেনে নিন সরস্বতী পুজোর শুভ সময়, পুজো পদ্ধতি ও শুভ রঙ

চুলের পরিচর্যায় বিয়ার ব্যবহার জানলে অবাক হবেন, হবে বহু সমস্যার সমাধান

পর্যটকদের জন্য সুখবর, মানালি শীতকালীন কার্নিভালে এবার বিশেষ আকর্ষণ কী জানেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ