এই মুহূর্তে




বর্ষায় কাপড়ের দুর্গন্ধ থেকে বাঁচতে খেয়াল রাখুন…..




নিজস্ব প্রতিনিধি : বর্ষায় নতুন সমস্যা ভেজা জামাকাপড়। ধোয়ার পরে শোকানো নিয়ে হয় বিপত্তি। রোদে জামা কাপড় শোকানো আর মেশিনে জামাকাপড় শোকানোর মধ্যে রয়েছে বিশাল ফারাক। বর্ষা এলেই জামা কাপড়ের দুর্গন্ধ নিয়ে সমস্যার সৃষ্টি হয়। রোদ না থাকায় শুকনো হলেও জামা থেকে এক প্রকার বোঁটকা গন্ধ বের হয়। এই সমস্যা সমাধানের প্রয়োজন হয়। জানেন কীভাবে এই সমস্যা থেকে বাঁচবেন?

ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুলে,  তাতে পোশাক ধোয়ার সময় ডিটার্জেন্টের সঙ্গে দিতে পারেন বেকিং পাওডার এবং সাদা ভিনিগার। পোশাক ধোঁয়ার সঙ্গে এগুলো মিশে যাবে। ফলে স্বাভাবিকভাবে জামাকাপড়ের দুর্গন্ধ দূর হয়ে যাবে। রোদে শোকানোর মত ফ্রেশ থাকবে পোশাক।

রোদ না উঠলেও হাওয়াতে অনেক সময়  জামাকাপড় শোকানো হয়. সেই ক্ষেত্রে ভালো করে শুকোতে হবে ভেজা পোশাক। অনেক সময় তাড়াহুড়ো করে বা অর্ধেক শুকোনো করেই পোশাক তুলে রাখা হয়। সেগুলো না করলেই ভাল। অর্ধেক ভেজা জামাকাপড় আলমারিতে রেখে দেবেন না। হাওয়াতে যদি পোশাক পুরোপুরি না শোকায় তাহলে ফ্যানের নীচে রেখে, ইস্ত্রি করে শুকনো করে তবে তুলে রাখতে পারেন।

আলমারিতে জামাকাপড়ের সঙ্গে ন্যাপথলিন রেখে দিন। এর ফলে জামাকাপড়ের দুর্গন্ধ দূর হয়ে যাবে।  পোশাকে হালকা একটা ভাল গন্ধ পাওয়া যাবে। ভ্যাপসা গন্ধ দূর হবে। রোদ উঠলে কিছুক্ষণের জন্য হলেও সেই পোশাক রোদে দিন। এর ফলে পোশাকে ফাঙ্গাস কিংবা কোনও ব্যাকটেরিয়া থাকলেও তা  দূর হয়ে যাবে। যারফলে পোশাকে কোনওরকম দুর্গন্ধও থাকবে না।

অ্যান্টি-ব্যাকটেরিয়াল ফ্যাবরিক স্প্রে-ও ব্যবহার করা যায়। প্রতিদিন জামাকাপড় ধোয়ার সমস্যা থাকলে এই স্প্রে ব্যবহার করা যেতে পারে। এটি দুর্গন্ধের সঙ্গে পোশাক জীবানুমুক্ত রাখতে সাহায্য করে। ভেজা কাপড় দড়ির বদলে হ্যাঙ্গারে শোকাতে দিলে বেশকিছু লাভ পাওয়া যায়। হ্যাঙ্গারে কাপড় তুলনামূলক দ্রুত শোকায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মানসিক স্বাস্থ্য ভাল রাখতে চান? নজর রাখুন এই দিকে..

আপনিও কি ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন? জানুন ঘরে বসেই

ঠাকুরঘরে কোন ধরনের মূর্তি রাখবেন, জেনে নিন বিশদে

সামনের সোমে বিশেষ হরিহর যোগ, শিব-নারায়ণের আশীর্বাদে ভাগ্য খুলবে এই চার রাশির

বয়স অনুযায়ী জলের পরিমাপ, কতটা জল খাবেন জানুন

লবঙ্গ কতটা উপকারী, কী কী সমস্য়ার সমাধান করে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ