32ºc, Haze
Sunday, 2nd April, 2023 5:27 pm
নিজস্ব প্রতিনিধি: কলকাতায় আজ থেকেই দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, একমাস আগে থেকেই। গত ২ বছর করোনার জ্বালায় দুর্বিসহ হয়ে উঠেছিল কলকাতার পথ-ঘাট। পুজোর দিনগুলিতেও তিলোত্তমা একেবারে ঝিমিয়ে গিয়েছিল। রাস্তা-ঘাট শুনশান, কোনো মানুষেরও দেখা পাওয়া যায়নি। যে কলকাতা দুর্গোপুজোর সময়ে বাংলার ঐতিহ্য ধরে রাখত। সেই কলকাতা একেবারে নিস্তেজ হয়ে পড়েছিল।যাই হোক সবকিছু কাটিয়ে এই বছরের দুর্গাপুজো যে দারুণভাবে সাজবে কলকাতা তা বলাই বাহুল্য!
ইতিমধ্যেই পুজোর প্রস্তুতি তুঙ্গে। তার মধ্যে আজই কলকাতার রাজপথে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আয়োজিত হয়েছে শোভাযাত্রার। সৌজন্যে, দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি ইউনেস্কোর। এই আনন্দে আজ কলকাতার জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী। সুতরাং বুঝতেই পারছেন পুজো একেবারে দোরগোরায়। কি শপিং বা কেনাকাটি শুরু করেছেন এখনও? পুজোর ষষ্ঠী থেকেই শুরু হয় নতুন নতুন পোশাক পরার ধুম। চলে দশমী পর্যন্ত। কেউ কেউ আবার দুই বেলা দু রকম পোশাকে নিজেকে মোড়েন। এই পুজোতে ফ্যাশনের দিক দিয়ে কাকে কাকে টেক্কা দেবেন, সেই পরিকল্পনা কি করেছেন এখনও? না করলে চিন্তা নেই। আমরাই জানিয়ে দেবো যে এই পুজোতে ট্রেডিশন এবং ওয়েস্টার্ন কোন কোন নতুন নতুন পোশাক বাজারে এসেছে এবং এই পুজোর নতুন স্টাইল কি?
দেখে নিন 2022 পুজো ফ্যাশন
Black denims with thread lining
Orange printed set with Victorian motifs
Olive corset top
Green voluminous top
A bow top
Printed maxi dress
White strappy crop top
One-shoulder dreamy crop top
Printed denims
Distressed denim
Patchwork dress
A green printed lehenga
Muted gold Kanjeevaram Saree
Pop pink sequin saree
Green quilted bag
Adidas sneakers
Pumas Mirage Sports Sneakers
Orange strappy heels
হ্যাঁ, এবার পুজোয় একাধিক নতুন নতুন ফ্যাশন ব্র্যান্ড মার্কেটে লঞ্চ হয়েছে। যদি ষষ্ঠীর দিন থেকেই শুরু করেন তাহলে, Black denims with thread lining, Orange printed set with Victorian motifs, Olive corset top
Green voluminous top, A bow top-এই পোশাকগুলি ট্রাই করতে পারেন। এই পোশাকের ক্ষেত্রে সাজ হবে যেমন ন্যুড মেকআপ, অল্প গয়না।
সপ্তমীর দিন Printed maxi dress, White strappy crop top, One-shoulder, dreamy crop top, Printed denims
Distressed denim, Patchwork dress এই পোশাকগুলি ট্রাই করতে পারেন। এই পোশাক গুলি পরলেও তেমন সাজের প্রয়োজন নেই।
অষ্টমীর সবাই ট্রেডিশনাল পোশাকেই নিজেকে সাজাতে ভালবাসবেন। তাই এদিন A green printed lehenga, Muted gold Kanjeevaram Saree, Pop pink sequin saree, – এই ধরণের পোশাকে নিজেকে সাজাতেই পারেন। তবে এক্ষেত্রে একটি না সাজলে নিজের পোশাকটাই পরা বৃথা হয়ে যাবে।
বাকি রইলো নবমী এবং দশমী এই দুটি দিন একবেলা একবেলা করে নিজের ট্রেডিশনাল এবং ওয়েস্টার্ন পোশাকে সাজিয়ে নিতে পারেন।