-273ºc,
Friday, 9th June, 2023 3:12 am
নিজস্ব প্রতিনিধি: ভোগ (Vogue) ম্যাগাজিনের এপ্রিল মাসের সংখ্যার প্রচ্ছদে জায়গা পেলেন শতায়ু ট্যাটু শিল্পী আপো ওহাং ওড (Apo Whang-Od)। ভোগ ফিলিপাইনস এপ্রিলের প্রচ্ছদ তারকা হিসাবে বেছে নিয়েছে ১০৬ বছর বয়সী ঐতিহ্যবাহী ট্যাটু শিল্পীকে।
আপো ওহাং ওড (Apo Whang-Od) মারিয়া ওগে (Maria Oggay) নামেও পরিচিত। ফিলিপাইনের কলিঙ্গ (Kalinga) প্রদেশের বুসকালানের (Buscalan) পাহাড়ী গ্রামে বাস করেন তিনি। কিশোরী বয়সে অনভিজ্ঞ হাত দিয়ে প্রথম ঐতিহ্যবাহী বিভিন্ন ট্যাটু আঁকা শুরু করেছিলেন। নিজের শিল্পকর্মের জোরে এবং নিপুণ দক্ষতার কারণে একজন সাংস্কৃতিক আইকন হিসাবে জায়গা করে নেন আপো ওহাং ওড (Apo Whang-Od)। তিনিই সম্ভবত এই ধারার সবচেয়ে প্রাচীন এবং শেষ ঐতিহ্যশালী ট্যাটু শিল্পী।
বর্ষীয়ান আপো ওহাং ওড তাঁর শিল্পকলার মাধ্যমে সুপ্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। পোমেলো গাছের কাঁটা, বাঁশের লাঠি এবং কয়লা ব্যবহার করে গত ৮ দশক ধরে তাঁর উপজাতির যোদ্ধা এবং তাঁর গোত্রের মহিলাদের শরীরে ফুটিয়ে তুলেছেন একের পর এক ট্যাটু। তাঁর কথা প্রচার হওয়ার পর থেকে পর্যটকরা তাঁর কাছে ট্যাটু করাতে আসেন। ট্যাটুর প্রতি অপার ভাললাগা থেকে এই বয়ঃবৃদ্ধ শিল্পীর হাতে গড়িয়ে নেন বিভিন্ন উপজাতি নকশার ট্যাটু। তবে তাঁর মৃত্যুর পর যে এই ট্যাটু শিল্প শেষ হয়ে যাবে এমনটা মনে করেন এই প্রাচীন শিল্পী। তিনি নতুন প্রজন্মকে যথাযথভাবে প্রশিক্ষণ দিয়ে তৈরি করছেন বলে জানিয়েছেন।