এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

রামলীলা অভিনয় চলাকালীন রামের সঙ্গে বিচ্ছেদ দৃশ্যেই দশরথের মৃত্যু!

নিজস্ব প্রতিনিধি: মঞ্চে তখন রামলীলা অভিনয় চলছে। দশরথের চরিত্রে অভিনয় করছিলেন রাজেন্দ্র সিং নামে একটি অভিনেতা। রামের সঙ্গে তাঁর পিতা দশরথের বিচ্ছেদ দৃশ্যের অভিনয় করার সময় মঞ্চেই মৃত্যু হল ওই অভিনেতার। তবুও অভিনয় চালিয়ে গেলেন সহ-অভিনেতারা। ঘটনাটি উত্তরপ্রদেশেরে বিজনোর জেলার হসনপুর গ্রামের। শুক্রবার দশেরা উপলক্ষ্যে ওই গ্রামে রামলীলা মঞ্চস্থ করা হচ্ছিল। সেখানেই ঘটে এই বিপত্তি। রাম, সীতা ও লক্ষ্ণণের বনে যাওয়ার আগের দৃশ্য মঞ্চস্থ হচ্ছিল। রামের বাবা দশরথ রামের বনবাসের কারণে ব্যাকুল হয়ে উঠবেন। এই দৃশ্যে অভিনয় করার সময়ই দশরথের ভূমিকায় অভিনয় করা রাজেন্দ্র সিং মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সহ অভিনেতারা জানিয়েছেন, ওই দৃশ্যে দশরথের ভূমিকায় থাকা রাজেন্দ্র সিং রামের বিয়োগে ব্যাকুল হয়ে মাটিতে পড়ে যাবেন, সেটাই হয়েছিল, কিন্তু রাজেন্দ্র সিং আর উঠে দাঁড়ায়নি। সত্যিই তাঁর মৃত্যু হয়েছে পরে বোঝা যায়। সহ অভিনেতারা প্রথমে তাই ভেবেছিলেন, যে রাজেন্দ্র সিং অভিনয় করছেন। বিজনোর জেলার হাসানপুর গ্রামে ২ অক্টোবর থেকেই রামলীলা মঞ্চস্থ হচ্ছিল। ১৪ অক্টোবর রামের বনে যাওয়ার দৃশ্য মঞ্চস্থ হচ্ছিল। সেদিনই দশরথের চরিত্রে অভিনয় করা রাজেন্দ্র সিংয়ের মৃত্যু হয় মঞ্চেই। যেখানে সত্যিই রামের বিচ্ছেদে দশরথের মৃত্যু হয়েছিল সীতা ও লক্ষ্ণণকে নিয়ে রামের বনবাসে চলে যাওয়ার পর। ঘটনাটি কাকতালীয় হলেও গোটা বিজনোর জেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ওই দৃশ্যটি হয়ে যাওয়ার পরই মঞ্চের পর্দা পড়ে যায়। সেই সময় রাজেন্দ্র সিংয়ের মঞ্চ ছেড়ে চলে যাওয়ার কথা থাকলেও সেটা হয়নি। তখনই সকলের টনক নড়ে। তাঁরা গিয়ে দেখেন অচেতন অবস্থায় পড়ে রয়েছেন তিনি। ঘটনাস্থলেই মারা গিয়েছেন তিনি। ঘটনা জানাজানি হতেই শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে। রামলীলা দেখতে আসা দর্শকদের চোখে জল চলে আসে অনেকের। রাজেন্দ্র সিং বিগত ২০ বছর ধরে এই রামলীলাতে রাজা দশরথের ভূমিকা পালন করছিলেন এবং তাঁর অভিনয় এত জীবন্ত ছিল যে মানুষ মুগ্ধ হয়ে দেখতেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বন্দে ভারতের মেনুতে বিরাট বদল! লাঞ্চ-ডিনারে মিলবে সর্ষে-ইলিশ, কাতলা-কালিয়া

নদিয়াতে বৃষ্টির আকাল থাকায়, হাঁস চাষে হতাশা ফার্ম মালিকদের

ব্রিটেনের ধনকুবেরদের তালিকায় ৩০ ধাপ এগোলেন সস্ত্রীক ঋষি সুনক

রাহুলের পা পড়তেই কপাল ফিরল সেলুন মালিকের

বৃষ্টির কামনায় বট-পাকুর গাছের বিয়ে, পাত পেড়ে খেলেন ২,২০০ জন!

মোদির বিরুদ্ধে দাঁড়ানোর স্বপ্নভঙ্গ কৌতুকশিল্পী শ্যাম রঙ্গিলার, বাতিল মনোনয়নপত্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর