এই মুহূর্তে




‘গণধর্ষণের অনুমোদন দেওয়া দেশ’, জাতিসংঘে তীব্র সমালোচনা ভারতের

নিজস্ব প্রতিনিধি: নারী অধিকারের ক্ষেত্রে পাকিস্তানের রেকর্ড অত্যন্ত খারাপ। এবার জাতিসংঘে বক্তৃতা দিতে গিয়ে সেই খারাপ রেকর্ডকেই হাতিয়ার করল ভারত। পাকিস্তানের তীব্র সমালোচনা করে ভারত বলেছে ১৯৭১ সালে অপারেশন সার্চলাইটের সময় ৪,০০,০০০ নারীর গণহত্যা ও ধর্ষণের অনুম অতিমতি দিয়েছিল ইসলামাবাদ। ইসলামাবাদ ফোরামে কাশ্মীরি নারীদের ‘দুর্দশার’ কথা তুলে ধরার চেষ্টা করেছিল, ঠিক সেই সময়ই ভারত এই মোক্ষম অস্ত্র হানে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নারী ও নিরাপত্তা বিষয়ক বিতর্কের সময় এক উত্তপ্ত বক্তৃতায় ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনী হরিশ পাকিস্তানের "ভ্রান্ত বক্তব্য" (বিশেষ করে জম্মু ও কাশ্মীর সম্পর্কে) অব্যাহত রাখার জন্য তীব্র সমালোচনা করেন।

হরিশ বলেন, “নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক আমাদের রেকর্ড অক্ষত। যে দেশ তার নিজের জনগণের উপর বোমা হামলা করে, পদ্ধতিগত গণহত্যা চালায়, তারা কেবল ভুল নির্দেশনা এবং অতিরঞ্জনের মাধ্যমে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে।” ‘নিজের জনগণের উপর বোমা হামলা’ মন্তব্যটি গত সেপ্টেম্বর মাসে খাইবার পাখতুনখোয়া প্রদেশে রাতভর পাকিস্তানি বিমান বাহিনীর বিমান হামলায় শিশুসহ ৩০ জনেরও বেশি লোক নিহত হওয়ার প্রসঙ্গে বলে ভারত।

পার্বথানেনী হরিশ জাতিসংঘে ১৯৭১ সালের অপারেশন সার্চলাইটের কথা তুলে ধরে বলেন, সেই সময় পাকিস্তানি সেনাবাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানে বাঙালিদের বিরুদ্ধে নৃশংস দমন-পীড়ন শুরু করে। এই অভিযানের সময় লক্ষ লক্ষ নারীকে আটক করা হয়েছিল এবং বারবার তাদের উপর নির্যাতন চালানো হয়েছিল। এই অভিযানের তত্ত্বাবধান করেছিলেন পাকিস্তানের কুখ্যাত সামরিক কমান্ডার জেনারেল টিক্কা খান, যাকে 'বাংলার কসাই' নামে ডাকা হত। 

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এই বর্বরতা ঘটেছিল। এর পরে ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু করলে পাক বাহিনী পরাজয় স্বীকার করে এবং ঢাকায় নিঃশর্ত আত্মসমর্পণ করে। তারপরই গঠিত হয় বাংলাদেশ। হরিশ বলেন, "এই দেশটি ১৯৭১ সালে অপারেশন সার্চলাইট পরিচালনা করেছিল এবং নিজস্ব সেনাবাহিনী কর্তৃক ৪,০০,০০০ নারী নাগরিকের উপর গণহত্যা চালানোর একটি পদ্ধতিগত প্রচারণা অনুমোদন করেছিল। বিশ্ব পাকিস্তানের প্রচারের মাধ্যমে তা দেখছে।"

আসলে জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি সায়মা সেলিম নিজের বক্তৃতায় অভিযোগ করেন যে কাশ্মীরি নারীরা কয়েক দশক ধরে 'যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহৃত যৌন সহিংসতা সহ্য করেছে'। তবে, যথারীতি পাকিস্তানের দাবির কোনও প্রমাণ পাওয়া যায়নি।
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

একাধিক ছেলের সঙ্গে যোগাযোগ, সম্মান রক্ষার্থে নাবালিকা মেয়েকে খুন করল বাবা-মা

মালয়েশিয়া উপকূলে ভয়াবহ নৌকাডুবিতে মৃত ১, নিখোঁজ শতাধিক

দেশীয় আনারকলিতে ‘মিস ইউনিভার্স’ মঞ্চের শোভা বাড়ালেন ভারতীয় প্রতিযোগী মণিকা বিশ্বকর্মা

দেশ জুড়ে নাশকতা চালানোর আগেই মোদির রাজ্যে পাকড়াও ৩ আইএস সন্ত্রাসী

মদের নেশায় চুর‌ হয়ে নিজের ৬ বছরের কন্যাকে ধর্ষণ নরপিশাচ বাবার

চন্দ্রকোণাতে ৬৯ হাজার টাকার খুচরো পয়সা দিয়ে নতুন স্কুটি কিনলেন চা বিক্রেতা, গুনতে সময় লাগলো ২ ঘণ্টা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ