এই মুহূর্তে




গাজায় ফের হামলা চালাল ইজরায়েল, একদিনে মৃত্যু বেড়ে ৮৫

আন্তর্জাতিক ডেস্ক: প্যালেস্টাইনে অবরুদ্ধ গাজায় ইজরায়েলি হামলায় মৃত্যু বেড়ে হল ৮৫। একদিনে এই সংখ্যক মানুষ আমরা গিয়েছেন গাজাতে। জানা গিয়েছে, নুসেইরাত শরণার্থী শিবিরে একটি স্টেডিয়ামে আশ্রয় নিয়েছিলেন বেশ কিছু বাস্তুচ্যুত পরিবার। তাঁদের ওপরেও ইজরায়েল হামলা চালায়। হামলায় শিবিরে থাকা কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়। এদের মধ্যে সাতজন নারী ও দুজন শিশু রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বনেতারা যুদ্ধবিরতির আহ্বান জানানোর পরেও গাজায় আক্রমণ অব্যাহত রেখেছে।

নুসেইরাত শরণার্থী শিবির আল-আহলি স্টেডিয়ামে গাজার বহু অবরুদ্ধ মানুষ আশ্রয় নিয়েছেন। সেখানে যারা জীবনের আশা নিয়ে গিয়েছিলেন, তাঁদেরই মৃত্যু হয়েছে। গাজা সিটি থেকে পালিয়ে আসা নাজওয়া নামের এক মহিলা বলেন, ‘হাতে যা ছিল তাই নিয়ে বেরিয়েছি। আমাদের কিছুই বাকি নেই। আমরা আতঙ্কে আছি। যাতায়াত করাটাও ব্যয়বহুল। জিনিসপত্র আনার সামর্থ্য নেই।’

জাতিসংঘ সতর্ক করে বলেছে, ইজরায়েলি সেনারা গাজা সিটিতে আতঙ্ক সৃষ্টি করছে এবং হাজার হাজার মানুষকে পালাতে বাধ্য করছে। কিন্তু ইজরায়েলি সেনাপ্রধান এয়াল জামিরের দাবি, নিরাপত্তার স্বার্থে ফিলিস্তিনিদের দক্ষিণ দিকে ঠেলে দেওয়া হচ্ছে। গাজার বেশিরভাগ মানুষ ইতিমধ্যেই ছেড়ে চলে গিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৫,৪১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ লক্ষ ৬৭ হাজারের বেশি। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইজরায়েলকে রীতিমতো ধুয়ে দিয়ে বলেন, ‘যারা শিশু হত্যা করে মানুষকে ভয় দেখাচ্ছে, তারা মানবতার যোগ্য নয়।’ সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারআ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, ‘গাজার জনগণের সঙ্গে রয়েছি। এই যুদ্ধ এখনই থামাতে হবে।’

নরওয়ের বিদেশমন্ত্রী এসপেন বার্থ আইদে আল জাজিরাকে জানান যে, শান্তি প্রক্রিয়ার জন্য নীরব আলোচনায় অগ্রগতি হচ্ছে। মার্কিন দূত স্টিভ উইটকফ বলেছেন, ওয়াশিংটন ‘আশাবাদী, এমনকি আত্মবিশ্বাসী’ যে আগামী কয়েক দিনের মধ্যে অগ্রগতির ঘোষণা আসবে।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ষড়যন্ত্রের অভিযোগে ৫বছরের কারাদণ্ড প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির

পুজোর আগেই দ্বিতীয় সন্তানের জন্ম অভিনেত্রী জাগৃতি গোস্বামী ঘটকের, পুত্র না কন্যাসন্তান?

মুক্তি পাবে জুবিনের শেষ ছবি, কথা দিলেন গরিমা

ভোট গণনায় বড়‌ বদল নির্বাচন কমিশনের, পোস্টাল ব্যালট নিয়ে নয়া সিদ্ধান্ত

মোদির উদ্বেগ বাড়িয়ে ফের পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকে ট্রাম্প

কাঞ্চনমূল্য আকাশছোঁয়া, পুজোর মুখে দুর্মূল্য সোনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ