-273ºc,
Tuesday, 30th May, 2023 2:06 pm
নিজস্ব প্রতিনিধি, আলাপ্পুজা: সবার নজর এড়িয়ে কয়েক ফুট উঁচু মোবাইল টাওয়ারে উঠে পড়েছিলেন এক মহিলা। দিলেন হুমকি। জানালেন, স্বামী তাকে তাঁর সন্তান ফিরিয়ে না দিলে তিনি এই টাওয়ার থেকেই আত্মহত্যা করবেন।
খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে মহিলাকে নেমে আসার অনুরোধ জানায়।পৌঁছে যায় দমকল। তাদের আশা ছিল, মহিলা অনুরোধে সাড়া দিয়ে নেমে আসবেন। মহিলা নেমে এসেছিলেন ঠিকই। তবে তাদের অনুরোধে নয়। একঝাঁক ভীমরুল মহিলাকে ভালো করে ‘গান‘ শুনিয়ে দেয়। আর সেই ‘গান‘ সহ্য করতে না পেরে মহিলা দিলেন এক লাফ। দমকল ও পুলিশ কর্মীরা মহিলাকে হাসপাতালে ভর্তি করে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। মহিলার অবস্থা আপাতত স্থিতিশীল।
আত্মহত্যার হুমকি দেন কেরলের আলাপ্পুজার এক মহিলা। তাঁর বাড়ি কেরলের কায়ামকুলামে। সোমবার রাতে তিনি কায়ামকুলামেরে একটি মোবাইল টাওয়ারে উঠে আত্মহত্যার হুমকি দেন। পথ চলতি মানুষ পুলিশে খবর দেয়। পুলিশ খবর দেয় দমকলবাহিনী। তারা দ্রুত সেখানে পৌঁছে মহিলাকে নেমে আসার অনুরোধ জানায়। ব্যবস্থা করা হয় পর্যাপ্ত আলোর। সেই সঙ্গে চলতে থাকে অনুরোধ। কিন্তু মহিলা নিজের দাবিতে অনড় থাকেন।
ব্যাপারটা এই পর্যন্ত ঠিক ছিল। গোল বাধাল ভিমরুলের দল। টাওয়ার ভিমরুলের সংসারে আচমকা পা পড়ে গেলে তারা ওই মহিলাকে মনের সুখে গান শুনিয়ে দেয়। ভিমরুলের গান শুনে মহিলা সব দাবি-দাওয়া ভুলে মোবাইল থেকে নামার জন্য ব্যস্ত হয়ে পড়েন। সেই দৃশ্য অনেকে ক্যামেরায় বন্দি করেছেন। ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন জয়ী প্রার্থীর নাম ঘোষণা করতে শেষে কিনা টস!