এই মুহূর্তে

জ্যান্ত সাপ নিয়ে পুলিশকে ভয় দেখাল অটোচালক, তার পর যা ঘটল………

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! যে আইনের ভয়ে বিশ্বব্রহ্মাণ্ড কাঁপে, সেই আইনের লোককেই সাপ দিয়ে ভয় দেখালেন এক অটোচালক। তারপর কী ঘটল? হ্যাঁ, হায়দরাবাদের চন্দ্রায়ণগুত্তায় একটি অদ্ভূত ঘটনা ঘটেছে। যেখানে মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন ২৩ বছর বয়সী এক অটো চালক। নিজেকে বাঁচাতে তখন ছেলেটি ট্র্যাফিক পুলিশকে মৃত সাপ নিয়ে হুমকি দিতে শুরু করেন। কী অদ্ভুত! একেবারে ভারে মা ভবানী! পুরো ঘটনাটির একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে বেকায়দায় পড়ে যুবকটি জনসমক্ষে ক্ষমা চেয়েছেন ঠিকই, কিন্তু পুলিশ তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যে, সৈয়দ ইরফান নামে ওই অটো চালক চন্দ্রায়ণগুত্তা পুলিশ স্টেশনে হাত জোড় করে ক্ষমা চাইছেন। এবং স্বীকার করেছেন যে, সাপ দিয়ে পুলিশ অফিসারদের ভয় দেখানো এবং হুমকি দেওয়া তাঁর অপরাধ ছিল। তিনি তাঁর আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন। 

 

প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি আর কখনও মদ্যপান করে গাড়ি চালাবেন না। ভবিষ্যতেও এই ধরনের আচরণ করবেন না। পাশাপাশি তিনি তাঁর দোষ স্বীকার করে বলেছেন যে, অফিসারদের হুমকি দেওয়ার জন্য তিনি যে সাপটি ব্যবহার করেছিলেন তা ইতিমধ্যেই মারা গিয়েছে। আর এমন ভুল তিনি করবেন না। কিন্তু যা অপরাধ, তা অপরাধ। এমন অন্যায়ের কোনও ক্ষমা নেই আইনি চোখে। তাই পুলিশ জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা অব্যাহত থাকবে। ঘটনাটি ঘটেছিল, ৪ জানুয়ারী রাতে। যখন পাহাড়ীশরীফের বাসিন্দা ইরফান দেশী মদ খেয়ে তাঁর অটো চালিয়ে বাড়ির ফিরছিলেন। আর মদ্যপ অবস্থায় গাড়ি চালানো আইনের চোখে ভয়ঙ্কর অপরাধ। এরপর চন্দ্রায়ণগুট্টার মোড়ে, তিনি পুলিশের নিয়মিত চেকিংয়ের সময় ধরা পড়েন। 

 

তাঁকে নামিয়ে শ্বাস-প্রশ্বাস পরীক্ষা করা হলে, তার শরীরে অ্যালকোহলের মাত্রা ১৫০ ধরা পড়ে। যা কিনা অনুমোদিত সীমার অনেক বেশি। এরপর পুলিশ তাঁর অটোটি জব্দ করে এবং মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাঁকে আটক করে। তখনই ক্ষুব্ধ হয়ে ইরফান অটো থেকে একটি মৃত সাপ বের করেন এবং একজন ট্রাফিক সাব-ইন্সপেক্টরের দিকে এটি ছুঁড়ে মারার হুমকি দেন। হুশে ছিলেন না তিনি। এরপর তাঁকে পুলিশ ধরতে গেলে, তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। অভিযোগের পর, চন্দ্রায়ণগুত্ত পুলিশ তাঁর বাসভবনে খুঁজে বের করে, থানায় নিয়ে আসে এবং তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, জনসাধারণের জন্য ঝামেলা তৈরি এবং সরকারি কর্মচারীদের কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চলতি মাসেই ভারতে আসছেন সুনীতা উইলিয়ামস, কোথায় যাবেন মার্কিন মহাকাশচারী?

রাজনীতির খেল, মহারাষ্ট্রে পুরভোটে জোট বাঁধল বিজেপি-কগ্রেস

স্বপ্নপূরণ! ১০ কন্যাসন্তানের পর কোল আলো করল ছেলে, ১৯ বছরে ১১ বার মা সুনীতা

‘ভেনেজুয়েলার মাদুরোর মতোই কি মোদিকে অপহরণ করে নেবেন ট্রাম্প?’, বেফাঁস কংগ্রেস নেতা

ধুম ৩-স্টাইলে চুরি, পুলিশকে বোকা বানিয়ে ১৫ লক্ষ টাকার গাড়ি নিয়ে পালাল দুই চোর

উত্তরপ্রদেশে এসআইআরের খসড়া তালিকা প্রকাশ, বাদ গেল ২ কোটি ৮৯ লক্ষের নাম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ