এই মুহূর্তে




আমেরিকার নাগরিকত্ব বিক্রি করছেন ট্রাম্প, কত টাকায়?

আন্তর্জাতিক ডেস্ক: জব্বর খবর! আমেরিকার নাগরিকত্ব বিক্রি করছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় মুদ্রায় ৮কোটি ৮৮ লক্ষ টাকা (১০ ডলার) মার্কিন কোষাগারে জমা পড়লেই আপনি হতে পারবেন আমেরিকার স্থায়ী নাগরিক। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প একটি নতুন আদেশ দিয়েছেন। তাতে ‘গোল্ড কার্ড’ ভিসা নামে একটি নতুন প্রোগ্রাম চালুর কথা বলা হয়েছে। এই গোল্ড কার্ড কর্মসূচির অধীনে উচ্চ আর্থিক ক্ষমতা রয়েছে যাদের বিশেষত যারা ব্যবসায়ী সেই সমস্ত বিদেশিরা মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পাবেন।

আসলে নতুন ‘গোল্ড কার্ড’ ভিসা প্রোগ্রামের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশ থেকে ব্রেন ড্রেন ঘটাতে চাইছে। এর মূল লক্ষ্য হল ‘অসাধারণ’ এবং ‘শীর্ষ স্তরের’ মানুষদের মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসা। তাঁরা যদি আমেরিকায় আসেন তাহলে মার্কিন ব্যবসা ও কর্মসংস্থান অনেক বেশি করে তৈরি হবে। তবে কোটিপতি না হলে কারও পক্ষেই আমেরিকার স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য আবেদন করা সম্ভব নয়।  এই ভিসার জন্য আবেদন করতে ব্যক্তিগতভাবে একজন বিদেশিকে মার্কিন ট্রেজারিতে ১০ লক্ষ ডলার অর্থাৎ ৮ কোটি ৮৮ লক্ষ টাকা দিতে হবে। যদি কোনও আমেরিকান কর্পোরেশন কোনও কর্মীকে স্পনসর করতে চায়, তবে তাকে দিতে হবে ১০ লাখ ডলার। ধনীদের জন্য এই ‘গোল্ড কার্ড’ ভিসা মার্কিন নাগরিকত্ব পাওয়ার পথকে অনেক বেশি সহজ করে তুলবে।

মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এই নীতি সম্পর্কে বলেন, ‘ঐতিহাসিকভাবে কর্মসংস্থান-ভিত্তিক গ্রিন কার্ড কর্মসূচির মাধ্যমে বছরে ২ লক্ষ  ৮১ হাজার মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে আসতেন। তারা গড়ে ৬৬ হাজার ডলার উপার্জন করতেন এবং তাদের সরকারি সহায়তা কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা পাঁচ গুণ বেশি ছিল। আমরা সবচেয়ে নিম্ন স্তরের লোকদের (আয়ের দিক থেকে) নিচ্ছিলাম, যা একজন গড় আমেরিকানের থেকে কম। এটি অযৌক্তিক ছিল। আমরা এটা করা বন্ধ করে দেব। আমরা কেবল অসাধারণ এবং সর্বোচ্চ স্তরের ব্যক্তিদের নেব, যারা আমেরিকায় চাকরি নেওয়ার চেষ্টা করার পরিবর্তে ব্যবসা এবং কর্মসংস্থান তৈরি করবে।’

গোল্ড কার্ড ভিসার আবেদনকারীদের ভেরিফিকেশন বাবদ অতিরিক্ত ১৫ হাজার ডলার ফি দিতে হবে। গোল্ড কার্ড ভিসা যারা নেবেন তাঁদের একটি শর্ত আম্নইতে হবে। সারা বিশ্ব থেকে ওই ব্যক্তি যা উপার্জন করবেন তার ওপর মার্কিন কর দিতে হবে। ‘গোল্ড কার্ড’ ছাড়াও ট্রাম্প প্রশাসন ‘ট্রাম্প প্ল্যাটিনাম কার্ড’ নামে একটি নতুন ভিসার প্রস্তাব দিয়েছে। ৫০ লক্ষ ডলার খরচ করলেই মিলবে মার্কিন যুক্তরাষ্ট্রে ২৭০ দিন পর্যন্ত বসবাসের ভিসা। এই সময়ে বনসবাসকারীদের বিদেশি আয়ের ওপর কোনও কর দিতে হবে না। তবে এই প্রোগ্রাম চালু করার জন্য কংগ্রেসের অনুমোদন দরকার সবার আগে।

ইতিমধ্যেই এইচ-১বি ভিসার নিয়ম পরিবর্তন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না কিছু এইচ-১বি ভিসা হোল্ডারে আর সরাসরি নন-ইমিগ্র্যান্ট এমন কর্মী হিসেবে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী নতুন আবেদনের জন্য ১০০,০০০ ডলার বা ৮৮ লক্ষ টাকার অতিরিক্ত ফি দিতে হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

NO ENTRY, বাংলাদেশের‌ উপরে ভিসা নিষেধাজ্ঞা সংযুক্ত আরব আমিরশাহির

মুখ্যমন্ত্রীর হাত ধরে আজ তিন পুজোর উদ্বোধন, শহরে সূচনা প্রতিমা দর্শনের

রাত পোহালেই মহালয়া, অনাদরে থাকা রেডিও সারাতে তৎপর বাঙালি

কুর্মি আন্দোলনে ব্যাহত জনজীবন, ঘুরিয়ে দেওয়া হল ট্রেনের মুখ, বাতিল একাধিক লোকাল

ট্রাম্পের নিয়ম বদলে H-1B ভিসায় নতুন আবেদনে দিতে হবে ৮৮ লক্ষ টাকা

সাতসকালে বোমা হামলার হুমকি দিল্লির একাধিক স্কুলে, জারি তল্লাশি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ