26ºc, Mist
Monday, 27th March, 2023 8:57 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হোগলা পাতা, মুসর ডাল, পুঁথি, বাদামের খোসার পরে এবারে বোতলের ছিপি বা মুখ দিয়ে সরস্বতী পুজোর মণ্ডপ তৈরি করে চমকে দিল ঢাকার অদূরে মুন্সিগঞ্জের নবীন সঙ্ঘের সদস্যরা। শুধু মণ্ডপ নয়, দেবী মূর্তি নির্মাণেও অভিনবত্বের পথে হেঁটেছেন তাঁরা। সাবুদানা, প্লাস্টিকের দানা আর শাড়ি দিয়ে তৈরি হয়েছে দেবী মূর্তির মুখ। বৃহস্পতিবার দুপুর থেকেই ওই অভিনব মণ্ডপ দেখতে ভিড় উপচে পড়েছে। উদ্যাক্তাদের এমন অভিনব উদ্যোগের প্রশংসা করছেন দর্শনার্থীরা।
১৩ বছর আগে ২০১১ সালে সরস্বতী পুজো শুরু করেছিলেন নবীন সঙ্ঘের সদস্যরা। প্রথম থেকেই মণ্ডপ নির্মাণের ক্ষেত্রে অভিনবত্বের পথে হেঁটেছিলেন তাঁরা। হোগলা পাতা মুসর ডাল, বাদামের খোসা দিয়ে মণ্ডপ নির্মাণ করে চমক দিয়েছেন। এ বছর মণ্ডপ নির্মাণে বোতলের ছিপি ব্যবহারের সিদ্ধান্ত নেন। লাল, হলুদ, সাদা-তিন রঙের লক্ষাধিক বোতলের ছিপি সংগ্রহ করার মতো কঠিন কাজে নেমেছিলেন। ককশিটের উপরে সেই বোতলের ছিপি সাজিয়ে নবীন সঙ্ঘের সদস্যরা অপেশাদারি হাতে তৈরি করেছেন চোখ ধাঁধিয়ে দেওয়া মণ্ডপ।
সঙ্ঘের সাধারণ সম্পাদক কাজল চন্দ্র দাস সাংবাদিকদের বলেন, ‘নয়াপাড়া নবীন সঙ্ঘের পুজো মানেই যে নতুন কিছু তা জানেন দর্শনার্থীরা। গত ১৩ বছর ধরে প্রতিবারই মণ্ডপ নির্মাণের ক্ষেত্রে অভিনবত্বের পথে হেঁটেছি। এক মাসের বেশি সময় ধরে মণ্ডপটি তৈরি করেছেন সদস্যরা। প্রতিদিন কাজ শেষে বাড়ি ফিরে মণ্ডপ তৈরির কাজে হাত লাগাতেন। কোনও-কোনও দিন রাত তিনটে পর্যন্ত কাজ করেছেন। মণ্ডপ তৈরিতে খরচ হয়েছে দুই লক্ষাধিক টাকা।’