নিজস্ব প্রতিনিধি: কথাতেই আছে, কার ভাগ্য কীভাবে খুলবে তা কেউ জানে না।
যেমন জানতেন না বিহারের নরসুন্দর অশোক কুমার। তা এত কিছু থাকতে অশোক কুমারকে নিয়ে খবর লেখার কী হল।
খবর আছে। আর সেই খবর হল আইপিএল ‘ড্রিম টিম’ প্রতিযোগিতায় এক কোটি টাকা জিতেছেন ওই নরসন্দুর। এই পর্যন্ত সব ঠিক আছে। কিন্তু ওই বিশাল পরিমাণ টাকা জিতে এখন রাতের ঘুম উবে গিয়েছে অশোক কুমারের।
ব্যাপারটা একটু খুলেই বলা যাক।
গত ২৬ সেপ্টেম্বর আইপিএলে খেলা ছিল চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের। সেই খেলায় স্বপ্নের দল (ড্রিম টিম) তৈরির প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর তাতেই কিস্তিমাত বিহারের মধুবনী জেলার নানৌর চকের এই নরসুন্দরের।
এক কোটি টাকা পাওয়ার কথা কিন্তু ভাবতেই পারেননি অশোক কুমার। আর যখন শুনলেন এই বিশাল পরিমাণ পুরষ্কার মূল্য জয়ের খবর, কয়েক মুহূর্তের জন্য ভ্য়াবাচাকা খেয়ে গিয়েছিলেন। অশোক কুমার জানিয়েছেন, ‘‘ স্বপ্নের টিম তৈরির প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। কিন্তু একবারের জন্য মনে হয়নি ওই পরিমাণ
ভাবতেই পারিনি কোটি টাকা জিতব। আমাকে বলা হয়েছে কর বাবদ টাকা কেটে আগামী দু’দিনের মধ্যে ৭০ লক্ষ টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। এই ঘটনার পর থেকে ঘুম আসছে না আমার।’’
মাত্র ৫০ টাকা দিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন অশোক। তবে টাকা জিতলেও নিজের পেশা ছাড়বেন না বলে জানিয়েছেন এই নরসুন্দর। দোকান তৈরির জন্য কয়েকজনের থেকে টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা শোধ করবেন। বাকি টাকার কিছুটা দিয়ে দোকান সাজিয়ে তোলার ইচ্ছা রয়েছে।