এই মুহূর্তে

‘রাজাকার’ নাজমুল ইস্তফা না দেওয়া পর্যন্ত খেলবেন না, জানিয়ে দিলেন বাংলাদেশের ক্রিকেটাররা

নিজস্ব প্রতিনিধি: নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ ক্রিকেটাররা। বিসিবি পরিচালকের পদ থেকে সরতেই হবে এম নাজমুল ইসলামকে। সাংবাদিক সম্মেলন করে তাঁরা ৫টি কারণ জানিয়েছেন। তাঁদের স্পষ্ট কথা, ক্রিকেটাররা খেলতে প্রস্তুত। কিন্তু তারজন্য বিসিবি পরিচালকের পদ থেকে সরতে হবে নাজমুলকে।

এদিন সাংবাদিক সম্মেলনে ঢাকার প্রথম ক্রিকেটের সঙ্কট, মহিলা ক্রিকেটারদের যৌন হয়রানি অভিযোগে বিসিবির অবস্থানের বিষয়ে বলা হয়েছে। পাশাপাশি নাজমুল ইসলামের পদত্যাগ ও মহিলা ক্রিকেটে সুযোগ-সুবিধার বিষয়টিও তুলে ধরা হয়েছে। সাংবাদিক সম্মেলনে স্পষ্ট বলা হয়েছে, খেলোয়াড়রা তখনই খেলতে যাবে, যখন বিসিবি নিশ্চিত করে জানাবে ৪৮ ঘন্টার মধ্যে নাজমুল ইসলাম আর পরিচালক পদে থাকবেন না। বোর্ডের পক্ষ থেকে এই শর্ত মেনে নেওয়া হলেই খেলতে নামবে দল।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে খেলা ছিল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা ছিল। তাঁরা মাঠে যাননি। বিসিবির কয়েকজন পরিচালক তাঁদের সঙ্গে কথা বলেও লাভ হয়নি। বোর্ডের পক্ষ থেকে নাজমূল ইসলামকে অর্থ বিভাগের পদ থএকে সরানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ক্রিকেটারদের নিয়ে করা মন্তব্যের জেরেই তাঁর পদত্যাগের দাবি জানানো হয়েছে। টি-২০ বিশ্বকাপ খেলতা ভারতে আসবে না বাংলাদেশ। তারফলে ক্রিকেটাররা যে আর্থিক ক্ষতির মুখে পড়বে সেটা কীভাবে মেটানো হবে প্রশ্ন করা হলে, নাজমূল জানান, ক্রিকেটাররা গিয়ে কিছু করতে না পারলে, তার পিছনে হওয়া খরচ চাওয়া হয় কি? কোথাো তেমনভাবে দাগ কাটতে পারেনি দল। তারপরেও তাঁদের পিছনে খরচ হচ্ছে। সেই টাকা তো চাওয়া হয় না। তাহলে এই ক্ষেত্রে কেন হবে? এই সবের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে।  এরপরেই তাঁর বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাঙালি অভিজ্ঞানের ব্যাটে মার্কিন বধ, জয় দিয়ে ছোটদের বিশ্বকাপ শুরু ভারতের

পাক ‘দালাল’ নাজমুলকে বাঁচাতে আচমকা আসরে জামায়াতপন্থী বিসিবি সভাপতি

ছোটদের বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্যর্থ বৈভব সূর্যবংশী, মাত্র ২ রান করে ফিরলেন

বিপিএলের খেলা না হওয়ায় মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর দর্শকদের, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল সেনা

বিসিবি থেকে ‘মোল্লা’ নাজমুলকে তাড়ানোর দাবিতে অনড় ক্রিকেটাররা, বন্ধ হয়ে যাচ্ছে BPL!

ক্রিকেটারদের দাবি মানল বাংলাদেশ বোর্ড, ‘রাজাকার’ মোল্লা নাজমুলকে গলা ধাক্কা দিল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ