এই মুহূর্তে




বৃহস্পতিবার প্রোটিয়াদের বিরুদ্ধে এক উইকেট নিলেই দুরন্ত নজির গড়বেন হার্দিক

নিজস্ব প্রতিনিধি: ৭৪ দিন বাদে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের মঞ্চেই ধুন্ধুমার কাণ্ড বাঁধিয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। বল ও ব্যাট হাতে ঝলসে উঠেছেন। রুদ্রমূর্তি ধারণ করে মাত্র ২৮ বলে ৫৯ রান করে অপরাজিত ছিলেন। আর বল হাতে আগুন ঝরিয়ে ১৬ রান খরচ করে প্রোটিয়াদের এক ব্যাটারকে সাজঘরের পথ দেখিয়েছিলেন। কটকের বারাবাটি স্টেডিয়ামেই ব্যাটার হিসাবে এক অনন্য নজির গড়েছিলেন। চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে একশো ছক্কা হাঁকানোর কীর্তি গড়ে রোহিত শর্মা-বিরাট কোহলিদের ছুঁয়ে ফেলেছিলেন। ব্যাট আর বলে চোখধাঁধানো পারফরম্যান্স করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও নিজের ঝুলিতে পুরেছিলেন।

১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামিকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ফের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামছে টিম ইন্ডিয়া। আর ওই ম্যাচেই আরও এক রেকর্ড গড়ার হাতছানি রয়েছে হার্দিকের সামনে। প্রোটিয়া শিবিরের একজন ব্যাটারের উইকেট নিতে পারলেই এক অনন্য নজির গড়বেন তিনি। যে নজির অন্য কোনও ভারতীয় ক্রিকেটারের নেই।

কি নজির গড়বেন হার্দিক?  

ভারতীয় বোলার হিসাবে এখনও পর্যন্ত টি টোয়েন্টিতে ১০০ উইকেট শিকার করার কৃতিত্ব রয়েছে মাত্র দুজনের। তাঁরা হলেন আর্শদীপ সিংহ (১০৭) ও যশপ্রীত বুমরাহ (১০১)।  বর্তমানে টি টোয়েন্টিতে ৯৯টি উইকেট রয়েছে হার্দিকের ঝুলিতে। আগামিকাল বৃহস্পতিবার যদি দক্ষিণ আফ্রিকার একজন ক্রিকেটারের উইকেট শিকার করতে পারেন তাহলে তৃতীয় ভারতীয় বোলার হিসাবে ১০০ উইকেট শিকারি হিসাবে নাম নথিভুক্ত করবেন। শুধু তাই নয়, একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে ১০০ উইকেট শিকার ও ১০০ ছক্কা হাঁকানোর নজিরও গড়বেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লড়লেন শুধু তিলক, ভারতকে ৫১ রানে হারিয়ে বদলা নিলেন মার্করামরা

ডি’ককের ঝোড়ো ইনিংস, আর্শদীপদের হতশ্রী বোলিং, জিততে ভারতের চাই ২১৪ রান

টস জিতে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠালেন সূর্য, ভারতের প্রথম একাদশে কারা?

শনিতে যুবভারতীতে মেসির সঙ্গে থাকবেন সৌরভ, থাকছেন আরও ১ তারকা

গিল-সূর্যের অফ ফর্ম বাড়াচ্ছে চিন্তা, আজ দ্বিতীয় টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারত

আইসিসি র‍্যাঙ্কিংয়ে রোহিত-কোহলির আধিপত্য, চমক দিলেন বুমরাহ-জাদেজা-বরুণ-অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ