এই মুহূর্তে




ডাক্তার হলেন আম্পায়ার, সিএবি’র ‘নিয়ম ভাঙা’ কীর্তি দেখে অবাক ক্রিকেট জগৎ

নিজস্ব প্রতিনিধি: এ যেন ছিল রুমাল হয়ে গেল বেড়াল! ছিলেন ডাক্তার হয়ে গেলেন আম্পায়ার। ঘটনা বঙ্গ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা  সিএবি’র। এবার যেন নিয়ম ভাঙার খেলায় মেতেছে। কলকাতা পুরসভা এবং সিএবি উদ্যোগে আয়োজিত হওয়া অনূর্ধ্ব ১৫ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট অর্থাৎ মেয়র্স কাপের ম্যাচে আম্পায়ারের ভূমিকায় দেখা দিলেন এক ডাক্তার। ডাক্তারি পরীক্ষায় তিনি পাশ করেই চিকিৎসক হয়েছেন। কিন্তু আম্পায়ারিংয়ের পরীক্ষাতে পাশ করেছিলেন কি? আসলে ওই ডাক্তার তো সিএবি’র আম্পায়ারিং পরীক্ষাতেই বসেননি। অর্থাৎ ওই ব্যক্তির নাম আম্পায়ার প্যানেলেই নেই।

ডাক্তার নীলোৎপল দত্ত হয়েছিলেন আম্পায়ার। একজন ডাক্তার আম্পায়ার হতেই পারেন, তাতে কোনও সমস্যা নেই। কিন্তু কীভাবে আম্পায়ারিংয়ের পরীক্ষা না দিয়েই ম্যাচের আম্পায়ার হলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। আম্পায়ারদের একাংশের দাবি, কোভিডের পর থেকে এখনও পর্যন্ত নতুন আম্পায়ার নেওয়ার কোনও পরীক্ষা নেওয়া হয়নি। শুধু গ্রেডেশনের পরীক্ষা হয়েছে। যার নামে এমন অভিযোগ তিনি ইতিমধ্যেই টুর্নামেন্টের দুটি ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি।

এই নিয়ে স্কুল টুর্নামেন্টের চেয়ারম্যান শুভদীপ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আম্পায়ার নিয়োগ করার কাজ তাঁর নয়। তার জন্য সংশ্লিষ্ট কমিটি রয়েছে। এর উত্তর তারাই যথাযথভাবে দিতে পারবেন। আম্পায়ার কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি যাবতীয় অভিযোগ উড়িয়ে দেন। তিনি স্পষ্ট জানান, তাঁর কাছে কাগজ রয়েছে প্যানেলের। তাতে ডাক্তার দত্তের নামও রয়েছে।

এই সমস্ত উলটপুরাণ করে মাঝেমধ্যেই সিএবি শিরোনামে আসে। এই যেমন মাঠ শুকনো, কিন্তু খেলার উইকেট ভেজা। দুই দল মাঠে নেমে দেখে পিচ ভেজা। কিন্তু পিচ কী করে ভিজল সেই খবর নাকি কিউরেটর রাখেন না। বাধ্য হয়ে পাশের মাঠে তাড়াতাড়ি খেলা শুরু করে শেষ করতে হয়। দেখা যায় একই দিনে একই মাঠে দুটি খেলা চলছে। বারবার সিএবি’র এমন দায়িত্বজ্ঞানহীনতার চিত্র সামনে আসায় মুখ পুড়ছে বাংলার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডি’ককের ঝোড়ো ইনিংস, আর্শদীপদের হতশ্রী বোলিং, জিততে ভারতের চাই ২১৪ রান

টস জিতে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠালেন সূর্য, ভারতের প্রথম একাদশে কারা?

শনিতে যুবভারতীতে মেসির সঙ্গে থাকবেন সৌরভ, থাকছেন আরও ১ তারকা

গিল-সূর্যের অফ ফর্ম বাড়াচ্ছে চিন্তা, আজ দ্বিতীয় টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারত

বৃহস্পতিবার প্রোটিয়াদের বিরুদ্ধে এক উইকেট নিলেই দুরন্ত নজির গড়বেন হার্দিক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে রোহিত-কোহলির আধিপত্য, চমক দিলেন বুমরাহ-জাদেজা-বরুণ-অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ