এই মুহূর্তে




মেজর লিগ সকারে আটকে গেলেন মেসিরা!

courtesy google




নিজস্ব প্রতিনিধি : ফুটবলের দুনিয়ায় মেসির নাম শুনলে এক বাঘে গরুতে এক ঘাটে জল খায়। কিবা বাঙাল কিবা ঘটি। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ৬৮ হাজার দর্শক ছুঁইছুঁই। সঙ্গে হাতাতলি, বিগ ক্ল্যাপ যাকে বলে। সকলেই চাতক পাখির মত চেয়ে আছে মেসির খেলা দেখবে। শেষ পর্যন্ত মেসি মাঠে নামলেন এই জাদুকর। ৬১তম মিনিটে মাঠে নামলেন আর্জেন্টাইন মহাতারকা। তবে জাদুর ভেলকি তিনি দেখাতে পারেন নি।

দলের কোচ মেসিকে শুরুতে বিশ্রামে রেখে ৬১তম মিনিটে মাঠে নামান। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তাঁর দল। মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি।

বৃহস্পতিবার(১৯ সেপ্টেম্বর) খেলা অনুষ্ঠিত হয় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে, যেখানে প্রায় ৬৮ হাজার দর্শক মেসির খেলা দেখার জন্য উপস্থিত ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিক্ততার স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হল।

চোট কাটিয়ে মেসি আগের ম্যাচে ফিরেছিলেন এবং দুটি গোল করেছিলেন, তবে কোচ এক সপ্তাহে ৩টি ম্যাচ খেলানোর কারণে তাকে শুরুর একাদশে রাখেননি। তার বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেস এবং জর্দি আলবাকেও দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হয়, তবে সের্হিও বুসকেতস চোটের কারণে খেলতে পারেননি। তাদেরকে ছাড়াই আটলান্টার মাঠে প্রথমার্ধে এগিয়ে ছিল মায়ামি।২৯তম মিনিট গোলটি করেন হন্ডুরাসের মিডফিল্ডার ডেভিড রুইজ। দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে জর্জিয়ান উইঙ্গার সাবা লবজানিডজের গোলে সমতায় ফেরে আটলান্টা। এর ঠিক তিন মিনিট পরেই লিওনার্দো কাম্পানার গোল আবার এগিয়ে দেয় মায়ামিকে।

এর পরপরেই সকলের ইচ্ছে পূর্ণ হয়। ময়দানে নামে মেসি। প্রতিপক্ষ দলের হলেও তুমুল উল্লাসে তাকে স্বাগত জানান আটলান্টার মাঠের দর্শকেরা। এরপর একটি শট আটলান্টার গোলকিপার ঠেকিয়ে দেন। লুইস সুয়ারেসও একটি সুযোগ পেয়েছিলেন, তবে আটলান্টার গোলকিপার সেই প্রচেষ্টাও আটকে দেন। ৮৪তম মিনিটে রুশ ফরোয়ার্ড আলেক্সি মিরানচুক আটলান্টার হয়ে সমতা ফেরান। এটি তার মেজর লিগ সকারে প্রথম গোল।

এদিকে ম্যাচের যোগ করা ৭ মিনিটেও আর কোনো দল গোল করতে পারেনি। টানা পাঁচ জয়ের পর এবার পয়েন্ট হারাতে হলো মায়ামিকে।

উল্লেখ্য, কোপা আমেরিকায় পাওয়া চোট কাটিয়ে গত শনিবারের ম্যাচ দিয়ে ময়দানে নামেন মেসি। সেদিন তিনি দুটি গোল করেছিলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে। আগামী শনিবার (২১ সেপ্টেম্বর) আবার নিউ ইয়র্ক সিটির বিপক্ষে মায়ামির খেলা রয়েছে। আপাতত সেই দিকে তাকিয়ে আছেন সকলেই।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

টাইগারদের বিড়াল বানিয়ে সিরিজ জিতলেন সূর্যরা

নীতীশ-রিঙ্কুর ঝোড়ো ব্যাটিং, বাংলাদেশকে ২২২ রানের লক্ষ্য দিল ভারত

প্রধান কোচ হিসেব কেউই উপযুক্ত নন, বাংলাদেশের কোচিং নিয়ে বড়সড় মন্তব্য তামিমের

কুক অতীত, টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ রানের রেকর্ড জো রুটের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ দেবে ভারত? আশায় বুক বাঁধছে পাকিস্তান

ম্যাচ হারলে সমস্যা আরও বাড়বে, শ্রীলঙ্কার বিরুদ্ধে কোমর বাঁধেছে ভারতের মেয়েরা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর