31ºc, Haze
Saturday, 21st May, 2022 7:38 am
নিজস্ব প্রতিনিধি: গত শুক্রবারই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছেন কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক। করোনায় আক্রান্ত হয়ে ৭২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। যেই ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি কলকাতা ময়দান। এরপর সোমবার সকালে এল আরও একটি খারাপ খবর। ময়দানের আরও এক প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। পরে জানা যায় যে, তিনিও নাকি করোনায় আক্রান্ত।
তাঁর শরীরে নাকি মৃদু উপসর্গ ছিল। তাই দেরি না করে কিংবদন্তি ফুটবলারকে দ্রুত বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে তাঁর বাড়ির লোক। আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। সোমবারই সুরজিৎ সেনগুপ্তর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে নিয়ে বেশ চিন্তিত ডাক্তাররা। কারণ, কয়েক বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেনএই প্রাক্তন ফুটবলার। যার জেরে তাঁর বুকে স্টেন্টও বসাতে হয়েছিল।
১৯৭৩ সালে মোহনবাগানে সই করেছিলেন সুরজিৎ সেনগুপ্ত। একবছর সেখানে খেলার পরই তাঁকে ছিনিয়ে নেয় ইস্টবেঙ্গল। ১৯৭৫ সালে শীল্ডের ম্যাচে সবুজ-মেরুনকে ৫-০ ব্যবধানে পরাজিত করেছিল লাল-হলুদ। সেই ম্যাচের প্রথম গোলটি এসেছিল সুরজিৎ সেনগুপ্তর পা থেকেই।