এই মুহূর্তে




হ্যারি কেইনের জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের শেষ আটে বায়ার্ন




নিজস্ব প্রতিনিধি: ফিফা ক্লাব বিশ্বকাপে চেলসিকে হারিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো। কিন্তু রবিবার (২৯ জুন) শেষ আটে ওঠার লড়াইয়ে জার্মানির বায়ার্ন মিউনিখকে হারাতে পারল না। দুর্দান্ত লড়াই করেও ৪-২ গোলে হেরে বিদায় নিল প্রতিযোগিতা থেকে। জার্মান চ্যাম্পিয়ন দলটির হয়ে জোড়া গোল করেছেন তারকা স্ট্রাইকার হ্যারি কেইন।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে ঝাঁপিয়ে পড়ে বায়ার্ন। একের পর এক আক্রমণ তুলে এনে ফ্ল্যামেঙ্গোর রক্ষণকে দিশেহারা করে দেন হ্যারি কেইনরা। তার ফলও হাতেনাতে মেলে। ম্যাচের ৬ মিনিটে জার্মান দলের আক্রমণ সামাল দিতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন এরিক পুলগার। কর্নার কিক থেকে আসা বল ভুল করে নিজেদের জালে জড়িয়ে দেন। ওই গোলের তিন মিনিট বাদে বায়ার্নের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন দুর্দান্ত শটে ফ্ল্যামেঙ্গোর জাল কাঁপিয়ে ব্যবধান ২-০ করেন। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরে আসতে তেড়েফুঁড়ে ঝাঁপায় ব্রাজিলের ক্লাবটি। ১৫ মিনিটে প্রতি আক্রমণ থেকে উঠে এসে এক দুর্দান্ত নিয়েছিলেন লুইজ আরাওহো। কিন্তু বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার তিন কাঠের নিচে দুর্ভেদ্য হয়ে দাঁড়িয়ে তা প্রতিহত করেন। ৩৩ মিনিটে ফ্ল্যামেঙ্গোর গারসনের দুর্দান্ত শট বারের নিচে লেগে জালে ঢুকে যায়। তবে বিরতির আগে আবার ব্যবধান বাড়ায় বায়ার্ন (৩-১)। ফ্ল্যামেঙ্গোর রক্ষণের ফাঁকা জায়গা কাজে লাগিয়ে বক্সের বাইরে থেকে লিয়ন গোরেটস্কা দুর্দান্ত শটে গোলরক্ষক অগুস্তিন রোসিকে পরাস্ত করেন। ৩-১ গোলে এগিয়ে বিরতিতে যায় বায়ার্ন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের জন্য ঝাঁপায় ফ্ল্যামেঙ্গো। ম্যাচের ৫৫ মিনিটে মাইকেল অলিসের হ্যান্ডবলের কারণে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিক থেকে বায়ার্নের জালে বল জড়িয়ে ব্যবধান (৩-২) কমান জর্জিনহো। শট অনুমানই করতে পারেননি ন্যুয়ার। উল্টোদিকে ঝাঁপান তিনি। এই গোলের পরেই উজ্জীবিত হয়ে একের পর এক আক্রমণ শানায় ব্রাজিলের ক্লাবটি। খানিকটা দিশেহারা দেখায় বায়ার্নকে। ৭৩ মিনিটে কেইন আবারও নিচু শটে রোসিকে পরাস্ত করে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন। শেষ পর্যন্ত ওই ব্যবধান ধরে রাখতে সক্ষম হয় জার্মান ক্লাবটি। কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী প্যারিস সঁ জঁরমের মুখোমুখি হবে বায়ার্ন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাইশ গজ কাঁপাতে এবার আসছেন বিরাট কোহলির ভাইপো, আগেভাগেই সতর্ক করলেন কোচ

হাতের আঙুলের হাড় ভাঙায় ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন নাইটের তরুণ ব্যাটার

একসঙ্গে ৩ বিদেশিকে সই করাল ইস্টবেঙ্গল, তালিকায় মেসির দেশের ফুটবলারও

২০২৬ বিশ্বকাপ থেকে পেনাল্টির নিয়ম বদলের সম্ভাবনা

২৩ জুলাই যুবভারতীতে ডুরান্ড কাপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ফের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে সাকিব আল হাসানকে, কোন দলের নেতৃত্বে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ