এই মুহূর্তে




আইসিসি র‍্যাঙ্কিংয়ে রোহিত-কোহলির আধিপত্য, চমক দিলেন বুমরাহ-জাদেজা-বরুণ-অভিষেক

নিজস্ব প্রতিনিধি: বুড়ো হাড়েই তাঁরা ভেলকি দেখিয়েছেন। যারা বলেছিলেন বয়সের কারণে বিরাট কোহলি ও রোহিত শর্মা আর ফর্মে নেই তাঁদের মুখের উপর জবাব দিয়েছেন রো-কো। একদিনের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলে দিয়েছিলেন জবাব। এর মধ্যেই বুধবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে প্রকাশ করা হয়েছে সর্বশেষ র‍্যাঙ্কিং তালিকা। সেই তালিকায় ১ নম্বর এবং ২ নম্বর ব্যাটসম্যান হিসেবে রয়েছেন ৩৮ বছর বয়সী রোহিত শর্মা এবং ৩৭ বছর বয়সী বিরাট কোহলি। ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে তীব্র জল্পনার মধ্যেও, অভিজ্ঞ এই ব্যাটসম্যানরা ফের একবার প্রমাণ করেছেন কেন তাদের সাদা বলের ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে মিচেল স্টার্ক প্রথম দুটি অ্যাশেজ টেস্টে দুর্দান্ত খেলে টেস্ট ক্রিকেটে ৩ নম্বর বোলার হয়ে উঠেছেন। অন্যদিকে ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরাহ ১ নম্বর টেস্ট হিসেবে শীর্ষে জায়গা করে নিয়েছেন।

২০২১ সালের এপ্রিল থেকে বিরাট কোহলি একদিনের আন্তর্জাতিক ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ধরে রাখতে পারেননি। সেই সময়ে তাঁকে টপকে যান পাকিস্তানের বাবর আজম। তবে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাম্প্রতিক তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে তার দুর্দান্ত পারফর্মেন্সের পর কোহলি এখন আবার শীর্ষস্থানের খুব কাছাকাছি ফিরে এসেছেন।  ৩৭ বছর বয়সী কোহলি তিন ম্যাচে ৩০২ রান করে সিরিজের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। তার দুর্দান্ত পারফরম্যান্স সর্বশেষ আইসিসি র‍্যাঙ্কিংয়েও প্রতিফলিত হয়েছে, যেখানে তিনি দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। রোহিত সিরিজে ১৪৬ রান করেছেন এবং তালিকায় ১ নম্বর স্থান ধরে রেখেছেন। অন্যদিকে, বিশাখাপত্তনমে খেলা শেষ ম্যাচে কোহলির ৬৫ রানের অপরাজিত ইনিংসের জন্য, তিনি এখন রোহিতের থেকে মাত্র ৮ রেটিং পয়েন্ট পিছিয়ে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, পরপর দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন  বিরাট।

আরও পড়ুন: ‘জীবন বদলে দিয়েছো’, সম্পর্কের কথা স্বীকার হার্দিকের, মাহিকা বললেন, ‘তোমার মতো আর কেউ নেই রাজা’

ভারত আগামী ১১ জানুয়ারি থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে এক নম্বর র‍্যাঙ্কিংয়ের প্রতিযোগিতা তীব্রতর হওয়ায় সকলের নজর থাকবে রোহিত শর্মা এবং বিরাট কোহলির উপর। শুধু কোহলিই নন, আরও কয়েকজন ভারতীয় খেলোয়াড়ও এই সপ্তাহে প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে তালিকার উপর দিকে উঠে এসেছেন। বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব বোলারদের র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন, তিন ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন। কটক টি-টোয়েন্টির পর টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন কটকে ভারতের ১০১ রানের বিশাল জয়ের পর, নতুন টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিনজন ভারতীয় খেলোয়ার রয়েছেন। অক্ষর প্যাটেল দুই ধাপ এগিয়ে ১৩তম স্থানে, অর্শদীপ সিং তিন ধাপ এগিয়ে ২০তম স্থানে এবং জসপ্রীত বুমরাহ ছয় ধাপ এগিয়ে ২৫তম স্থানে উঠে এসেছেন। মিচেল স্টার্ক টেস্টের ৩ নম্বর বোলার হয়ে উঠেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজের প্রথম দুটি টেস্টে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হওয়ার পর স্টার্ক তিন ধাপ উপরে উঠে তৃতীয় স্থানে উঠে এসেছেন। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের খারাপ পারফরম্যান্স টেস্ট র‍্যাঙ্কিংয়েও প্রভাব ফেলেছে। হ্যারি বুক দুই ধাপ নেমে চতুর্থ স্থানে নেমে গিয়েছেন। কেন উইলিয়ামসন এবং স্টিভ স্মিথ প্রত্যেকেই এক ধাপ এগিয়ে শীর্ষস্থানীয় জো রুটের পিছনে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লড়লেন শুধু তিলক, ভারতকে রানে হারিয়ে বদলা নিলেন মার্করামরা

ডি’ককের ঝোড়ো ইনিংস, আর্শদীপদের হতশ্রী বোলিং, জিততে ভারতের চাই ২১৪ রান

টস জিতে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠালেন সূর্য, ভারতের প্রথম একাদশে কারা?

শনিতে যুবভারতীতে মেসির সঙ্গে থাকবেন সৌরভ, থাকছেন আরও ১ তারকা

গিল-সূর্যের অফ ফর্ম বাড়াচ্ছে চিন্তা, আজ দ্বিতীয় টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারত

বৃহস্পতিবার প্রোটিয়াদের বিরুদ্ধে এক উইকেট নিলেই দুরন্ত নজির গড়বেন হার্দিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ