এই মুহূর্তে




গিল-সূর্যের অফ ফর্ম বাড়াচ্ছে চিন্তা, আজ দ্বিতীয় টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারত

নিজস্ব প্রতিনিধি: সুখের সংসারে চিন্তা বাড়াচ্ছে শুভমন গিল ও সূর্যকুমার যাদবের অফ ফর্ম। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) টি-টোয়েন্টি ম্যাচে ফের দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে ভারত। গত ম্যাচে সকলকে টপকে হার্দিক পাণ্ড্যর ফর্ম দেখার মতো ছিল। বলা যায়, ওই ম্যাচ জেতার অন্যতম কাণ্ডারি ছিলেন তিনি। সাত মাস পর আন্তর্জাতিক মঞ্চে নেমেই ম্যাচের সেরা তকমা জিতেছেন তিনি। মঙ্গলবার টি-টোয়েন্টি ম্যাচে তাঁর অলরাউন্ড পারফরম্যান্স টিম ম্যানেজমেন্টকে অনেকটাই স্বস্তি জুগিয়েছিল। আজ ফের দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে ভারত। তবে হার্দিক পাণ্ড্য ফুল ফর্মে থাকলেও শুভমন গিল ও সূর্যকুমার যাদবের অফ ফর্ম নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কারণ, মাস দুয়েক পরেই বিশ্বকাপ। তাই খেতাব জিততে গেলে দরকার বাড়তি শক্তি। প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ভারত ১-০ ব্যবধানে এখনও এগিয়ে।

বৃহস্পতিবার পঞ্জাবের মুল্লানপুরে দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত-দক্ষিণ আফ্রিকা। এর আগের ম্যাচটি হয়েছিল কটকে, যেখানে ভারতে প্রোটিয়াদের বিরুদ্ধে জয় ভারতীয় ক্রিকেটারদের মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। তবে শুভমান গিল ও সূর্যকুমার যাদবের অফ ফর্ম ভাবাচ্ছে। যদিও গিল বা সূর্য জানেন, সঠিক সময়ে কীভাবে জ্বলতে হয়? এমন উদাহরণও আছে বহু। তাই আজকের ম্যাচে সূর্য ও গিলের উপরেই নজর থাকবে সবার। বিশ্বকাপের জন্যে আগামী কয়েক মাস দল নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে কোচ গৌতম গম্ভীরকে। এই সিরিজের পারফরম্যান্সের উপরেই নির্ভর করছে বিশ্বকাপের স্কোয়াড ঠিক করার। জানা যাচ্ছে, আজকের ম্যাচের ওপেনে অভিষেক শর্মার সঙ্গে জুটি বাঁধবেন গিল। তিন নম্বরে নামবেন সূর্য। যিনি শেষ ১৯টি টি-২০ ম্যাচে ২২২ রান করেছেন। সেই কারণেই একটু চাপে রয়েছেন তিনি। তাঁর ব্যাটিং অর্ডার বদলাতে পারে।

আসলে গত ম্যাচে হার্দিকের ঝোড়ো ব্যাটিং দলের সমস্ত ব্যর্থতাকে ঢেকে দিয়েছিল। তবে মিডল ও লোয়ার অর্ডারে তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, শিবম দুবে, জিতেশ শর্মার পারফরম্যান্সও তুখোড় ছিল, যার ফলে ঘুম উড়েছিল দক্ষিণ আফ্রিকার বোলারদের। ওই দিনের ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন ভারতীয় বোলাররা। যার ফলে প্রোটিয়াদের ৭৪ রানেই অলআউট করতে সক্ষম হন ভারতীয় বোলাররা। নতুন বলে অর্শদীপের সঙ্গে বুমরাহ জুটিতে রয়েছেন। ব্যাক আপে রয়েছেন হার্দিক, দুবে। স্পিন বিভাগে অক্ষর রয়েছেন। স্পিনার বরুণ চক্রবর্তীর বোলিংও নজরকাড়া। যাতে রীতিমতো মাঠেই হামাগুড়ি দিয়েছিলেন প্রোটিয়া ব্যাটাররা। দেখা যাক, আজকের ম্যাচে কতটা সফলতা পায় ভারত। খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়। স্টার স্পোর্টস এবং জিওহটস্টারে সরাসরি সম্প্রচার হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডি’ককের ঝোড়ো ইনিংস, আর্শদীপদের হতশ্রী বোলিং, জিততে ভারতের চাই ২১৪ রান

টস জিতে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠালেন সূর্য, ভারতের প্রথম একাদশে কারা?

শনিতে যুবভারতীতে মেসির সঙ্গে থাকবেন সৌরভ, থাকছেন আরও ১ তারকা

বৃহস্পতিবার প্রোটিয়াদের বিরুদ্ধে এক উইকেট নিলেই দুরন্ত নজির গড়বেন হার্দিক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে রোহিত-কোহলির আধিপত্য, চমক দিলেন বুমরাহ-জাদেজা-বরুণ-অভিষেক

ডাক্তার হলেন আম্পায়ার, সিএবি’র ‘নিয়ম ভাঙা’ কীর্তি দেখে অবাক ক্রিকেট জগৎ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ