নিজস্ব প্রতিনিধি: আগামী বছরই বড়সড় নজির গড়তে চলেছে ভারতীয় ক্রিকেট দল। এক হাজার তম ওয়ান ডে ম্যাচ খেলবে মেন ইন ব্লু। সব ঠিকঠাক থাকলে নির্ধারিত সূচি অনুযায়ী ২০২২ সালে ৬ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ঐতিহাসিক ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। আর ক্রিকেট দুনিয়ার প্রথম দল হিসেবে এই কৃতিত্ব অর্জন করবে তারা।
আর কোহলি, রোহিতদের এই ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থাকতে চলেছে মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়াম। বিশ্বের সবথেকে এই বড় স্টেডিয়ামেই ১০০০তম একদিনের ম্যাচ খেলবে ভারত। যার সাক্ষী থাকবে সকলে। এই ম্যাচ জিতে স্মরণীয় করে রাখাই হবে দেশের ক্রিকেটারদের প্রধান লক্ষ্য।
এখনও পর্যন্ত ৯৯৬টি একদিনের ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। আগামী বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে তারা। তারপর কয়েকদিন পর ফেব্রুয়ারি মাসেই ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে বিরাটরা। সেখানেই ১০০০ তম একদিনের ম্যাচ খেলবে তারা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ পিছিয়ে না গেলে প্রোটিয়াদের বিরুদ্ধে এই ঐতিহাসিক ম্যাচ খেলত ভারতীয় দল।