32ºc, Haze
Sunday, 2nd April, 2023 5:47 pm
নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: একদিনের সিরিজ জয়ের পর এবার টি-টুয়েন্ট সিরিজ জয়ের টার্গেট নিয়ে খেলা শুরু করল বিরাট শিবির। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে একটি পরিবর্তন করা হয়েছে। যজুবেন্দ্র চাহালের পরিবর্তে স্কোয়াডে নেওয়া হয়েছে উমরান মালিককে। নিউজিল্যান্ড শিবিরেও বেন লিস্টারকে নেওয়া হয়েছে। বাদ জ্যাকব ডাফি। টি-টুয়েন্ট সিরিজের প্রথম ম্যাচ দখল করে নিউজিল্যন্ড। পরের ম্যাচে ভারত জয় করে সমতা ফেরায়। এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড সিরিজের শেষ টি-টুয়েন্ট ম্যাচ দেখতে হাজির সদ্য বিজয়ী অনুর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দল। নয় ওভার শেষে ভারতের রান দুই উইকেটের বিনিময়ে ৯৪।
সিরিজের শেষ টি-টুয়েন্টি ম্যাচে ভারতের প্রথম একাদশ
হার্দিক পাণ্ড্য, ইশান কিষাণ, শুভমন গিল, রাহুল ত্রিপাঠী, সূর্যকুমার যাদব, দীপক হুড়া, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, শিবম মাভি, উমরান মালিক, অর্শদীপ সিং।
সিরিজের শেষ টি-টুয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ড প্রথম একাদশ
মিচেল স্ক্যান্টার, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেন ক্লিভার, ডেভন কোনওয়ে, জ্য়াকভ ড্যাভি, লকি ফার্গুসন, বেন লিস্টের, ডেরিল মিচেল, গ্লেন ফিলিপস, মাইকেল রিপন, হেনরি সিপলে, ইশ সোধি, ব্লেয়ার টিকনের।
এদিন ম্যাচ রেফারি ভারতের প্রাক্তন ক্রিকেটার জাভেগল শ্রীনাথ।
একদিনের সিরিজ জয়ে ভারতীয় শিবির বেশ চাঙ্গা। পাশাপাশি টি-টুয়েন্টিতে সমতা ফেরায় তারা বাড়তি অক্সিজেন পেয়েছে। এবার টার্গেট টি-টুয়েন্টি সিরিজ জয় করতে ।
আরও পড়ুন নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল রোহিত বাহিনী